কাউকে ভালো লাগলে কি করা উচিত | ভালোবাসা প্রকাশের উপায়
কাউকে ভালো লাগলে কি করা উচিত: খুবই পরিচিত, স্বাভাবিক এবং কঠিন একটি প্রশ্ন এটি। কারণ স্বাভাবিকভাবেই কখনো না কখনো মানুষ এই সমস্যায় নিজেকে ফেলেন। সেটা নিজের অজানতে হোক বা জানতে। তাই বারবার নিজের কাছে বা সোশ্যাল মিডিয়ায় সেই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াতে হয়।
সত্যি বলতে মানুষ মাত্রই প্রেমে পড়তে পারে, মানুষ মাত্রই কাউকে না কাউকে ভালো লাগতে পারে, মানুষ মাত্রই একজন আরেকজনের প্রতি অনুভূতি প্রকাশ করতে পারে– কেননা এটাই প্রকৃতির নিয়ম। তবুও কাউকে ভালো লাগলে কি করা বা কি বলা উচিত তা আমরা বুঝে উঠতে পারি না। অনেকেই রয়েছি যারা প্রচন্ড ভ্যাবাচ্যাকা খেয়ে যাই।
তাই আজ আমরা আমাদের এই প্রবন্ধের মাধ্যমে আপনাদেরকে জানাবো– কাউকে ভালো লাগলে কি করা উচিত। তো পাঠক বন্ধুরা, আপনি যদি এমন প্রশ্নের উত্তর খুঁজে বেড়ান বা কাউকে হঠাৎ করে ভালো লাগিয়ে ফেলেন, তাহলে অবশ্যই আজকের আর্টিকেলটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন।
কাউকে ভালো লাগলে কি করা উচিত?
কাউকে ভালো লাগলে আমাদের মতে সর্বপ্রথম নিজেকে প্রশ্ন করা উচিত। যে আপনার তাকে কেন ভাল লাগে! ভালোলাগা অনেক প্রকারের হয়। কেউ দেখতে ভারী মিষ্টি তাই এক্ষেত্রেও আপনার কাউকে ভালো লাগতে পারে। আবার কেউ দেখতে খুব একটা ভালো নয় তবে প্রচন্ড মায়াবী, এ ক্ষেত্রেও আপনার তাকে ভালো লাগতে পারে। মূলত আপনি প্রথমত এটা নির্বাচন করুন, আপনার ভালো লাগাটা স্বাভাবিক নাকি অনেকটাই গভীর।
কেন না শুধু ভালো লাগলে ব্যাপারটা অন্যরকম। আর আপনার যদি বিশেষভাবে ভালো লেগে থাকে তাহলে এটা আপনার জন্য আরও বেশি অন্যরকম। তাই শুধু ভালো লাগলে আপনার তেমন কিছুই করার প্রয়োজন নেই। মানুষ মাত্রই ভালো লাগতে পারে এটা স্বাভাবিক। কিন্তু আপনার যদি বিশেষভাবে কাউকে ভালো লাগে তাহলে সেক্ষেত্রে আপনার অবশ্যই নিজেকে প্রশ্ন করে সঠিক উত্তরটা খুঁজে নেওয়া উচিত।
পরবর্তীতে আপনার তাকে বলে দেওয়া উচিত যে আপনার তাকে ভালো লাগে। অনেকেই রয়েছেন যারা বলতে ইতস্তত বোধ করেন। অনেকেই ভাবেন আমি যদি বলি তাহলে হয়তো তার সাথে আমার এখন যে সম্পর্ক আছে তা নষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি যদি এটা একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে বুঝবেন আপনার সঙ্গে সঙ্গে কাউকে বলে দেওয়া উচিত যদি আপনার তাকে বিশেষভাবে ভালো লাগে।
কথাতেই আছে “সময় গেলে সাধন হবে না”। তাই আপনি যদি সময় ছেড়ে অসময়ে কাউকে ভালো লাগার কথা বলেন তাহলে তা আপনার জন্য অবশ্যই মঙ্গলজনক হবে না। তাই কাউকে ভালো লাগলে তার মত করে তাকে বুঝে আপনার মনের কথাটা জানিয়ে দেওয়া উচিত, যে আপনার তাকে ভালো লাগে এবং আপনার ভালো লাগা স্বাভাবিক নয় অনেকটাই স্পেশাল।
কাউকে ভালো লাগলে কি কি বিষয় মাথায় রাখা উচিত?
আপনার যদি কাউকে ভালো লাগে তাহলে অবশ্যই কিছু বিষয় আগে থেকেই মাথায় রাখা উচিত। কেননা আপনি নিশ্চয়ই এটা জানবেন সবার ভাললাগা এক নয়। সেই সাথে ভাগ্য বলেও একটা কথা আছে। তাই আপনার যাকে ভালো লাগবে তারও যে আপনাকে ভালো লাগবে এমন কোন কথা নেই। হ্যাঁ, হয়তো আপনার এটা জেনে খারাপ লাগতে পারে। তবে খারাপ লাগার মত কথা হলেও এটাই সত্যি।
তাই যদি কাউকে বিশেষভাবে ভালো লেগে যায় তাহলে নিজেকে কন্ট্রোল করার সুতোটা নিজের কাছেই রাখুন। হ্যাঁ এটা ঠিক কালকে ভালোবাসার জন্য প্রয়োজন ভালোলাগা। তাই আপনার দিক থেকে কোনই খাদ নেই। তবে আপনি যাকে পছন্দ করছেন তার দিক থেকে কোন না কোন বৈপরীত্য থাকতেই পারে। তাই কাউকে ভালো লাগলে তা বলার পূর্বে–
- তার কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা করা ছেড়ে দিন।
- ত্যাগ স্বীকার করার মন মানসিকতা রাখুন।
- তার অতীত সম্পর্কে জানার মন মানসিকতা তৈরি করুন।
- সময় নিয়ে চিন্তা করুন।
- পরিচয়, স্ট্যাটাস এ সম্পর্কে ভাবনা বাদ দিয়ে দিন।
- কষ্ট সহ্য করার মন মানসিকতা তৈরি করুন।
- ভালো বন্ধুত্ব গড়ে তোলার চেষ্টা করুন।
কেননা আপনি যদি অতিরিক্ত প্রত্যাশা নিয়ে কাউকে ভালো লাগার কথা বলেন তাহলে সে রিজেক্ট করলে আপনার অতিরিক্ত খারাপ লাগবে। আর এই খারাপ লাগা আপনার উপর বাজে প্রভাব ফেলতে পারে।
তাছাড়াও এ পর্যন্ত প্রেম নিয়ে অনেক গল্পকাহিনী রয়েছে। যেগুলো জানলে আপনি জানবেন– যে বা যারা প্রেমে পড়েছে তাদের অবশ্যই কষ্ট পেতে হয়েছে এবং ত্যাগ স্বীকার করতে হয়েছে। সুতরাং আপনাকে এগুলো মেনে নেওয়ার মন মানসিকতা থাকতেই হবে। সেই সাথে আরো যা যা করতে হবে আপনাকে। যথা:
- সব সময় রেসপেক্ট এর সাথে কথা বলতে হবে।
- কাজের প্রশংসা করতে হবে
- আপনাকেও কাজে দায়িত্বশীল হতে হবে
- বেপরোয়া হলে একদমই চলবে না
- যত্নশীল হতে হবে, নিজেকে ভালবাসতে হবে এবং
- তাকে তার মত করে বুঝতে হবে।
আমাদের মাঝে এমন অনেকেই রয়েছেন যারা সবসময় নিজের চাওয়া পাওয়া গুলো অন্যের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে থাকে। একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, যদি কারো সাথে সম্পর্ক ভালো রাখতে চান তাহলে আপনার চাওয়া পাওয়া এবং তার চাওয়া পাওয়ার উভয়কেই সমান গুরুত্ব দিতে হবে এবং ভালবাসতে হবে। কেন না আমরা মানুষ। আমরা আলাদা আলাদা মানুষ। তাই আমাদের মাঝে কিছু মতপার্থক্য থাকবেই এটা স্বাভাবিক। তাই কাউকে ভালো লাগলে ভালো লাগার কথাটা বলার পূর্বে এই বিষয়গুলো মাথায় রাখুন।
কাউকে ভালোবাসা ভালো না খারাপ?
কাউকে ভালোলাগা কখনো খারাপ হতে পারে না। কেননা মানুষকে মহান আল্লাহ তা’আলা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন এবং তার মাঝে দিয়েছেন মানবিক অনুভূতি। আর সেই অনুভূতি থেকে সৃষ্টির প্রতি ভালোলাগা কাজ করবে এটাই স্বাভাবিক। সেটা কোন পাখি হোক, গাছ হোক, নদী নালা পাহাড়-পর্বত অথবা মানুষ হোক। তাই ভালোলাগা এবং কাউকে ভালোবাসা অবশ্যই ভালো এবং এটা মানুষেরই বৈশিষ্ট্য।
তবে কাউকে ভালবাসলে অবশ্যই নিজের রীতিনীতি ধর্মের বিধি-বিধান মাথায় রাখাটা খুবই জরুরী। কেননা ভালোবাসা পবিত্র তাই ভালোবাসার সম্পর্ক পবিত্র রাখাটা খুবই জরুরী। সুতরাং কাউকে ভালোবাসার মতো ভালোবাসা ভালো, নয়তো না।
হঠাৎ ভালোলাগা খারাপ নাকি ভালো?
হঠাৎ ভালোলাগা কখনোই খারাপ হতে পারে না। কেননা একজন মানুষকে হঠাতেই ভালো লাগতে পারে। আবার এমনও হতে পারে অনেক আগে থেকে ভালো লাগে কিন্তু হঠাৎ করে আপনি সেটা বুঝতে পেরেছেন।
কেননা আমরা সবাই প্রথমত সবার কাছে অপরিচিত। এই পৃথিবীতে যখন আমরা আসি তখন বাবা-মা এবং পরিবারের মানুষ আমাদের কাছে প্রথম পরিচিত মানুষ হয়ে ওঠে, যারা আমাদের সবচেয়ে আপন জন।
এরপর আমরা ধীরে ধীরে বড় হয়ে পড়াশোনার জন্য স্কুল কলেজে যাই। আর এভাবেই আমাদের পরিচিতিটা ধীরে ধীরে বাড়তে থাকে। নতুন নতুন মানুষের সাথে কথা হয় দেখা হয় পরিচয় গড়ে ওঠে। একটা সময় আমাদের বিশেষ ভালোলাগার মানুষের সাথে প্রথম পরিচয় হয়। আবার কখনো কখনো আমাদের বিবাহর পরবর্তীতে সবচেয়ে আপন মানুষের সাথে চেনা জানা কথাবার্তা হয়।
তাই প্রথম প্রথম আমরা সবাই অপরিচিত থাকি। পরবর্তীতে পরিচিত হওয়ার পর হঠাৎ ভালো লাগা কাজ করে। সুতরাং এটা কখনোই খারাপ হতে পারে না। তবে আগেও বলেছি ভালো লাগার মধ্যে পবিত্রতা, শুদ্ধতা এবং রেস্পেক্ট থাকাটা খুবই জরুরী।
পবিত্র ভালোবাসা কি?
যে ভালোবাসায় কোনো অশ্লীলতা নেই, কোন খাদ নেই, respect এর অভাব নেই সেই ভালোবাসা পবিত্র ভালোবাসা। কেননা যদি কোন সম্পর্ক প্রকৃত পবিত্র ভালোবাসা সম্পর্ক হয় তাহলে সেখানে কোন অশ্লীলতা থাকতেই পারে না। সেই সাথে অবশ্যই একে অপরকে সম্মান করার বিষয়টা থাকবে। তাই পবিত্র ভালোবাসা হচ্ছে সেই ভালোবাসা যে ভালোবাসা অন্য সম্পর্কের থেকে অনেকটাই আলাদা। যেখানে পবিত্রতা রয়েছে, শুদ্ধতা রয়েছে এবং একে অপরের প্রতি রয়েছে প্রচুর ভালোলাগা ও শ্রদ্ধাবোধ।
কিভাবে ভালোবাসা প্রকাশ করতে হয়?
আমরা মানুষ। আমরা আকৃতিতে এক ধরনের হলেও আমরা প্রত্যেকেই আলাদা আলাদা মানুষ। তাই আমাদের আচার-আচরণ ভাগভঙ্গি কোন কিছু প্রকাশ করার সিস্টেম সবটাই আলাদা। তাই কিভাবে ভালোবাসা প্রকাশ করতে হয় এই প্রশ্নের উত্তর আপনার নিজের কাছেই থাকবে। কেননা ভালোবাসার কথা প্রকাশ করাটা একেকজনের কাছে একেক রকম ভাবে স্পেশাল হয়ে দাঁড়ায়।
এই নিয়ে আপনি নিজের সাথে নিজে আলোচনা করুন নিজে কিছুটা একলা হয়ে গভীরভাবে চিন্তা করুন। ব্যাস তাহলেই বুঝে যাবেন কিভাবে ভালোবাসা প্রকাশ করতে হয়।
তো সুপ্রিয় পাঠক বন্ধু রা, কাউকে পছন্দ করলে কি করা উচিত এ সম্পর্কিত আমাদের আর্টিকেলটি আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপন মানুষদের নিয়ে আনন্দে থাকুন। আল্লাহ হাফেজ।