কোন দেশের টাকার মান বেশি
|

জেনে নিন- কোন দেশের টাকার মান সবচেয়ে বেশি ও কোন দেশের সবচেয়ে কম?

কোন দেশের টাকার মান বেশি: আমরা প্রত্যেকে কমবেশি এটা জানি যে– এক একটি দেশে টাকা অর্থাৎ মুদ্রার মান এক এক রকম। কেননা এটি যেমন আমাদের দেশে টাকা নামে পরিচিত ঠিক একইভাবে অন্য একটি দেশে তা মুদ্রা, ডলার বা রুপি নামে পরিচিত। অনেকেই জানার আগ্রহ প্রকাশ করেন– কোন দেশের টাকার মান বেশি?

তো সুপ্রিয় পাঠক বন্ধুরা, আপনি কি জানতে চান কোন দেশের টাকার মান সবচেয়ে বেশি এবং কোন দেশের টাকার মান সবচেয়ে কম? যদি আপনার উত্তর হয় “হ্যাঁ”, তাহলে বলবো আপনি সঠিক জায়গায় এসেছেন। কেননা আজকের এই আর্টিকেলে আমরা “কোন দেশের টাকার মান বেশি” এ বিষয়ে আলোচনা করব।

আপনি যদি আমাদের এই আর্টিকেল মনোযোগ সহকারে সম্পূর্ণ পড়ে থাকেন তাহলে, অবশ্যই আপনি প্রত্যেকটি দেশের টাকার মান সম্পর্কে ধারণা অর্জন করতে পারবেন। পাশাপাশি জানতে পারবেন, সেই দেশটির নাম যে দেশে টাকার মান সবচেয়ে বেশি এবং আরো জানতে পারবেন– সেই দেশটির নাম, যে দেশে টাকার মান বড্ড কম। তাহলে আসুন মূল আলোচনা পর্ব শুরু করি।

আরো পড়ুনঃ বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি?

আমাদের আজকের আলোচনায় আপনি যা যা পাচ্ছেন:-

  • কোন দেশের টাকার মান বেশি?
  • কোন দেশের টাকার মান কত?
  • পৃথিবীর কোন দেশের টাকার মান বেশি?
  • কুয়েতের টাকার মান কত?
  • কাতারের টাকার মান কত?
  • ইন্দোনেশিয়া টাকার মান কত?
  • রোমানিয়ার টাকার মান বাংলাদেশ
  • ইউক্রেন টাকার মান কত?
  • কোন দেশের টাকার মান বেশি ২০২৩

কোন দেশের টাকার মান বেশি?

যতগুলো দেশ রয়েছে এই বিশ্বে, সেই প্রত্যেকটি দেশের মুদ্রার মান কখনোই সমান হতে পারে না এমনকি কখনো সমান ছিল এমনটাও ইতিহাসের পাতায় নেই। সেই পূর্বের সময়কাল থেকেই এক একটি দেশের মুদ্রার মান একেক ভাবে নির্ধারণ করা হয়। মুদ্রার মান মূলত দেশটির বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। তবে সে বিষয়ে আলোচনা না আগানোটাই ভালো। কেননা আপনাদের প্রশ্ন হলো– কোন দেশের টাকার মান সবচেয়ে বেশি?

দেখুন, এটা যদি আপনি জানতে চান তাহলে আপনাকে প্রত্যেকটি দেশের টাকার মান সম্পর্কে বিস্তারিত জানতে হবে। বিস্তারিত না জানলেও সেই দেশগুলোর টাকার রেট কত নির্ধারণ করা হয়ে থাকে সচরাচর সেটা জানা অতি আবশ্যক। তবে বর্তমান বিশ্বের সবচেয়ে দামি মুদ্রা হলো কুয়েতের দিনার। এ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে অবশ্যই আর্টিকেলটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন। সাথে আরো জেনে নিন সেই দেশটির নাম, যে দেশে টাকার মান সবচেয়ে কম।

বিভিন্ন দেশের টাকার মান

ক্রমিক নংদেশবাংলাদেশী টাকা
কুয়েত (দিনার)২৮৩ টাকা
বাহরাইন (দিনার)২২৮ টাকা
ওমানের রিয়াল২২৩ টাকা
জর্দান দিনার (জর্দানিয়ান দিনার)১২২ টাকা
ব্রিটিশ পাউন্ড১১৭ টাকা
জিব্রাল্টার পাউন্ড১১৬ টাকা
কেম্যান আইল্যান্ড ডলার১০৪ টাকা
ইউরো৯৭ টাকা
সুইস ফ্রাংক৯৪ টাকা
১০মার্কিন ডলার৮৫ টাকা

কোন দেশের টাকার মান কত | বিভিন্ন দেশের টাকার রেট আজকের

দেশ ও বৈদিশিক মুদ্রা বাংলাদেশি টাকা ৳ (BDT)  
আমেরিকান ডলার১০৬ টাকা ৫০ পয়সা ● (ব্যাংক) (বিকাশ ১০৫.৭৬) (ক্যাশ ১০৬.৭৩)
ইউরোপ ইউরো১১৩ টাকা ২৬ পয়সা ● (ব্যাংক)বিকাশ ১১২.১১) (ক্যাশ ১১৩.৬০)
ইতালিয়ান ইউরো১২০ টাকা ০০ পয়সা ●
ব্রিটেন পাউন্ড১২৮ টাকা ৬৮ পয়সা ● (ব্যাংক) (বিকাশ ১২৬.১১) (ক্যাশ ১২৮.৬৮)
সৌদি রিয়াল২৮ টাকা ২১ পয়সা ● (ব্যাংক/বিকাশ) (ক্যাশ ২৮.১৭ )
দুবাই দিরহাম২৯ টাকা ১২ পয়সা ● (ব্যাংক/বিকাশ/ক্যাশ)
ওমান রিয়াল২৮৬ টাকা ০৬ পয়সা ● (ব্যাংক/বিকাশ/ক্যাশ)
বাহরাইন দিনার২৮৩ টাকা ৪৫ পয়সা ● (ব্যাংক) (বিকাশ ২৮৩.২৪) (ক্যাশ ২৮৩.৪৪)
কাতার রিয়াল৩০ টাকা ৩০ পয়সা ▼ (ব্যাংক/বিকাশ/ক্যাশ)
কুয়েতি দিনার৩৫৫ টাকা ৯৯ পয়সা ● (ব্যাংক/বিকাশ) (ক্যাশ ৩৪৮.৮৭)
মালয়েশিয়ান রিঙ্গিত২৪ টাকা ৯৫ পয়সা ● (ব্যাংক)(বিকাশ ২৪.০০)(ক্যাশ ২৪.০০)
ইন্ডিয়ান রুপি১ টাকা ২৭৯ পয়সা ●
সিঙ্গাপুর ডলার৮২ টাকা ০০ পয়সা ● (ব্যাংক) (বিকাশ ৭৯.৮৯) (ক্যাশ ৭৯.৯৩)
অস্ট্রেলিয়ান ডলার৭৩ টাকা ০৯ পয়সা ● (ব্যাংক) (বিকাশ ৭২.৫১) (ক্যাশ ৭২.০৯)
কানাডিয়ান ডলার৭৮ টাকা ১৬ পয়সা ● (ব্যাংক/ বিকাশ) (ক্যাশ ৭৭.১৪)
জাপানি ইয়েন০ টাকা ৭৯২ পয়সা ● (ব্যাংক) (বিকাশ ০.৭৯৪) (ক্যাশ ০.৭৯০)
দক্ষিণ আফ্রিকান রান্ড৫ টাকা ৮৮ পয়সা ▲
দক্ষিণ কোরিয়ান ওন০ টাকা ০৮৪৪ পয়সা ▲ (ব্যাংক) (বিকাশ ০.৮২৩) (ক্যাশ ০.৮২৩)
সুইজারল্যান্ড ফ্রেঞ্চ১১৩ টাকা ৯৬ পয়সা ● (ব্যাংক) (বিকাশ ১১৩.১৫) (ক্যাশ ১১১.৭৬)
নিউজিল্যান্ড ডলার৬৬ টাকা ০৫ পয়সা  ● (ব্যাংক) (বিকাশ ৬৬.১৫) (ক্যাশ ৬৪.১৬)

২০২২ সালে কোন দেশের টাকার মান কত ছিল?

  • আমেরিকান ১ ডলার = ৮৫.৭৪ টাকা
  • ভারতীয় ১ রুপি = ১.১৫ টাকা
  • পাকিস্তানি ১ রুপি = ০.৪৮ টাকা
  • মালয়েসিয়ান ১ রিংগেট = ২০.৫৩ টাকা
  • সৌদি ১ রিয়াল = ২২.৫৪ টাকা
  • কাতারি ১ রিয়াল = ২৩.৫৫ টাকা
  • কুয়েতি ১ দিনার = ২৮৩.৪১ টাকা
  • আরোব আমিরাত ১ দিরহাম = ২৩.৩৪ টাকা
  • ভুটানিজ ১ এনগুল্টরুম = ১.১৫ টাকা
  • কানাডিয়ান ১ ডলার = ৬৭.৮৩ টাকা
  • ইরাকি ১ দিনার = ০.০৫৮৭ টাকা
  • সিঙ্গাপুর ১ ডলার = ৬৩.৫৭ টাকা
  • বাহরাইন ১ দিনার = ২২৭.৪৫ টাকা
  • ব্রুনেই ১ ডলার = ৬৩.৫০ টাকা
  • মালদিপ ১ রুফিয়া = ৫.৫৭ টাকা
  • থাই ১ বাত = ২.৫৮ টাকা
  • ভিয়েতনামি ১ ডং = ০.০০৩৮ টাকা
  • তাজিকিস্হান ১ সোমোনি = ৭.৫৯ টাকা
  • ইয়েমেনি ১ রিয়াল = ০.৩৪ টাকা
  • ১ ইউরো = ৯৭.৫০ টাকা
  • ১ অট্র্রেলিয়ান ডলার = ৬২.৩২ টাকা
  • ১ রোমানিয়া রন = ১৯.৭০ টাকা
  • ১ জাপানী ইয়েন = ০.৭৪ টাকা
  • ১ চীনা ইউয়ান = ১৩.৪৯ টাকা
  • ১ মিশরীয় পাউন্ড = ৫.৪৬ টাকা

পৃথিবীর কোন দেশের টাকার মান কত?

ইতোমধ্যে আমরা বেশ কয়েকটি দেশের টাকার মান ছকের মাধ্যমে তুলে ধরেছি। এ পর্যায়ে আপনাদেরকে আজকের টাকার রেট জানাবো যেটা সম্প্রতি আপডেট হয়েছে। এইসবটি মনোযোগ সহকারে পড়লে আপনি মধ্যপ্রাচ্য দেশ সমূহের টাকার রেট সেইসাথে অন্যান্য দেশসমূহের টাকার সঠিক পরিমাণ জানতে পারবেন। তাই অবশ্যই মনোযোগ সহকারে এই চার্টটি পড়ুন। 

মধ্যপ্রাচ্য দেশসমূহের টাকার রেট

দেশ ও বৈদিশিক মুদ্রা বাংলাদেশি টাকা ৳ (BDT)  
সৌদিআরব(১ রিয়াল)২৮ টাকা ২১ পয়সা
ইউনাইটেড আরব আমিরাত (১ দিরহাম)২৯ টাকা ১২ পয়সা
ওমান (১ ওমানি রিয়াল)২৮৬ টাকা ০৬ পয়সা
বাহরাইন (১ বাহরাইন দিনার)২৮৩ টাকা ৪৫ পয়সা
কাতার (১ কাতারি দিনার) ৩০ টাকা ৩২ পয়সা 
কুয়েত (১ কুয়েতি দিনার)৩৫৫ টাকা ৯৯ পয়সা 
মালয়েশিয়া (১ রিংগিত)২৫ টাকা ০০ পয়সা  

অন্যান্য দেশ সমূহের টাকার রেট

দেশ ও বৈদিশিক মুদ্রা বাংলাদেশি টাকা ৳ (BDT)  
আমেরিকা (১ ইউ এস ডলার)১০৬ টাকা ৫০ পয়সা
ইউরোপ (১ ইউরো)১১৩ টাকা ২৬ পয়সা  
ইতালিয়ান (১ ইউরো)১২০ টাকা ০০ পয়সা
ব্রিটেন (১ পাউন্ড)১২৮ টাকা ৬৮ পয়সা
সিঙ্গাপুর (১ সিঙ্গাপুর ডলার)৮২ টাকা ০০ পয়সা  
অস্ট্রেলিয়া (১ অস্ট্রেলিয়ান ডলার)৭৩ টাকা ০৯ পয়সা  
কানাডা (১ কানাডিয়ান ডলার)৭৮ টাকা ১৬ পয়সা  
সুইজারল্যান্ড (১ ফ্রেঞ্চ)১১৩ টাকা ৯৬ পয়সা
নিউজিল্যান্ড (১ ডলার) ৬৬ টাকা ০৫ পয়সা
জাপান (১ জাপানি ইয়েন)০ টাকা ৭৯২ পয়সা  
দক্ষিণ আফ্রিকান (১ রান্ড) ৫ টাকা ৮৭ পয়সা
দক্ষিণ কোরিয়ান (১ ওন)০ টাকা ৮৪১ পয়সা 
ভারত (১ রুপি)১ টাকা ২৭৯ পয়সা

বিশ্বের সবচেয়ে দামি মুদ্রা কোন দেশের?

অনেকের ধারণা হয়তো পৃথিবীর উন্নয়নশীল দেশগুলো দামি মুদ্রার অধিকারী। আর তাই বেশিরভাগ মানুষের অনুমান আমেরিকা, কানাডা, জার্মানি ফ্রান্স সহ এই সকল দেশের টাকার মূল্য সব থেকে বেশি। কিন্তু সত্যি বলতে আপনার যদি এমন ধারণা থেকে থাকে তাহলে সম্পূর্ণ ভুল। উন্নয়নশীল দেশের সাথে টাকার মানের কোন সম্পর্ক নেই।

আর তাইতো কুয়েত হল সবচেয়ে দামি মুদ্রার অধিকারী দেশ। সুতরাং আপনাকে যদি কেউ প্রশ্ন করে থাকে, কোন দেশের টাকার মান বেশি এবং কোন দেশ সবার শীর্ষ অবস্থান করছে? তাহলে এর সঠিক ও যুক্তিসঙ্গত উত্তর হবে কুয়েত। আশা করছি ওপরের আলোচনা এবং চার্টগুলো আপনি পড়ে তার সম্পূর্ণভাবে বুঝতে সক্ষম হবেন।

আরো পড়ুনঃ ইতালি ভিসা আবেদন লিংক ও নিয়ম কানুন

টাকার মান কম অথবা বেশি কিসের উপর নির্ভরশীল?

একটি দেশের টাকার মান শুধুমাত্র কারেন্সির ইউনিটির উপর ভিত্তি করে সস্তা বা দামে নির্বাচন করা সম্ভব নয়। কোন দেশের টাকার মান সব থেকে বেশি হয়ে থাকে মূলত ক্রয় ক্ষমতার ওপর ভিত্তি করে। সবচেয়ে নিম্নমানের কারেন্সি দুটো হচ্ছে: 

১ মার্কিন ডলার= ইরানিয়ান রিয়াল 42,142.11338

১ মার্কিন ডলার= ভিয়েতনাম ডং 23,445.50

তবে হ্যাঁ, বর্তমানে অর্থাৎ নতুন বছরে পা ফেলার পরবর্তীতে এমন অনেক কয়েকটি দেশে কারেন্সি ইউনিট পরিবর্তন করা হয়েছে। আর সেসবের অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে কয়েকটি হচ্ছে: ইন্দোনেশিয়া, তুরস্ক, রাশিয়া জিম্বাবুয়ে সহ প্রভৃতি। 

কোন দেশের টাকার মান সবচেয়ে কম?

টাকার মানের দিক থেকে তালিকার সবার নিচে রয়েছে ভিয়েতনাম ও হো চো মিন নামক এই দুইটি দেশ। তাই কোন দেশের টাকার মান সবচেয়ে কম এই প্রশ্নটি যদি কখনো আপনার পরীক্ষায় এসে থাকে তাহলে নিঃসন্দেহে উত্তর দিয়ে ফেলুন, ভিয়েতনাম অথবা হো-চো-মিন। 

পরিশেষে: তো সুপ্রিয় পাঠক বন্ধুরা, কোন দেশের টাকার মান বেশি নিশ্চয়ই আপনারা এই প্রশ্নের উত্তর আমাদের আজকের প্রবন্ধে খুব ভালোভাবে পেয়ে গেছেন। তবুও যদি বোঝার ক্ষেত্রে কোন সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং নিয়মিত টেক ও ইনফর্ম রিলেটেড এ ধরনের আর্টিকেল পেতে আমাদের সাথে থাকবেন। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ। 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *