ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করার পর সরকারি চাকরি (চাকরির সেরা টিপস)
ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করার পর সরকারি চাকরি হিসেবে কি কি পদে আবেদন করা যেতে পারে, কোন কোন প্রতিষ্ঠানের সাথে চাকরি করার সুযোগ গ্রহণ করা যেতে পারে এবং ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাশ করার পর কি পদক্ষেপ নেবেন এবং কোন সিদ্ধান্তটি সঠিক হবে! মূলত ডিপ্লোমা শিক্ষার্থীদের গাইডলাইন দেওয়ার উদ্দেশ্যেই এ-ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা করব আমাদের আজকের নিবন্ধনে।
তো অডিয়েন্স বন্ধুরা, আপনি যদি এই বিভাগের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে বলব শুরু থেকে শেষ পর্যন্ত আজকের আলোচনাটি পড়ুন। কারণ এতে করে আপনি জানতে পারবেন– ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে কিরকম স্যালারি পাওয়া যায়, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করার পর সরকারি চাকরি হিসেবে কি কি চাকরি করা যায় এবং কোন কোন প্রকৌশলীগণ চাকরির অফার প্রদান করে থাকে ইত্যাদি এ-সম্পর্কিত যাবতীয় বিষয়।
আরো দেখুন– দ্রুত চাকরি পাওয়ার উপায়
ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করার পর সরকারি চাকরি | ইঞ্জিনিয়ারদের সরকারি চাকরি
ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাশ করার পর সরকারি চাকরি হিসেবে বিভিন্ন ধরনের চাকরির সুযোগ রয়েছে। আপনি টেক্সটাইল ডিজাইনার, প্রোডাকশন ম্যানেজার, কোয়ালিটি কন্ট্রোল অফিসার বা টেক্সটাইল টেকনোলজিস্ট হিসেবে কাজ করতে পারেন যেকোনো প্রতিষ্ঠানের হয়ে।
এছাড়াও, বিভিন্ন টেক্সটাইল কোম্পানিতে টেকনিক্যাল সাপোর্ট বা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের জন্যও চাকরির সুযোগ রয়েছে। আর আপনি যদি একটু এনালাইসিস করেন তাহলে জানতে পারবেন– বাংলাদেশ এবং আন্তর্জাতিক পর্যায়ে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে প্রচুর কোম্পানিস রয়েছে যেখানে আপনি কাজ করার একাধিক সুযোগ লুফে নিতে পারবেন। এর মধ্যে রয়েছে বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি, টেক্সটাইল মিলস, টেক্সটাইল রিসার্চ ইন্সটিটিউট এবং বিভিন্ন বায়িং হাউজ।
আবার টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে অনেক সেক্টরও রয়েছে। যেমন– স্পিনিং, উইভিং, ডাইং, ফিনিশিং, গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং এবং আরও অনেক কিছু। তাই আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোন সেক্টরে ক্যারিয়ার গড়তে পারেন ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাস করে।
যাইহোক ধারাবাহিকতা বজায় রেখে আমরা মূলত আপনাদেরকে সুস্পষ্ট জানাবো– ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাশ করার পর পরবর্তী পদক্ষেপ কি, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করে কি কি চাকরি করা যায়, ডিপ্লোমা করে ডিগ্রী করা যায় কিনা এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর বেতন ও চাকরির বিভিন্ন সুযোগসমূহ সম্পর্কে।
ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাশ করার পর পরবর্তী পদক্ষেপ
যেহেতু প্রতিবছর সরকারি ও বেসরকারি টেক্সটাইল ইনস্টিটিউট মিলিয়ে মোটামুটি কয়েক হাজার শিক্ষার্থী ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাশ করেন, তাই তাদের ক্যারিয়ারের কথা চিন্তা করে একটি প্রশ্ন এসেই থাকে, সেটা হলো – ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাস করার পর পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া সর্বোত্তম।
পড়াশোনা, চাকরি, চাকরি প্লাস পড়াশোনা কোনটি ক্যারিয়ার জীবনের জন্য সঠিক সম্ভাবনার দ্বার খুলে দেবে! সত্যি বলতে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাশ করার পরবর্তীতে একজন শিক্ষার্থী চারটি সুযোগের মধ্যে যেকোনো একটি বা একাধিক সুযোগ গ্রহণ করতে পারে। সেগুলো হলো–
- পড়াশোনা
- চাকরি
- চাকরি প্লাস পড়াশোনা এবং
- বিএসসি
যদি আপনি ভবিষ্যতে খুব ভালো মানের একটি জব পেতে চান তাহলে অবশ্যই মনোযোগ সহকারে পড়তে হবে। এর জন্য দেশে অথবা দেশের বাইরে বিএসসি ভর্তির প্রস্তুতি নিতে হবে পূর্বে থেকেই। সেই সাথে আপনার মধ্যে যদি বেশি পরিশ্রম করার সম্ভাবনা থেকে থাকে তাহলে পড়াশোনা ও চাকরি দুইটি একসঙ্গেই করতে পারবেন।
কেননা ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাশ করার পর মোটামুটি মানের চাকরিতে জয়েন করা সম্ভব হয়, অতঃপর আপনি যদি বিএসসি ডিগ্রী অর্জন করেন তাহলে ভবিষ্যৎ জীবনে বেশ ভালো কিছু করার সুযোগ আসতে পারে। কেননা বাইরের বিশ্ববিদ্যালয়গুলোতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সেক্টরের দাম অনেক বেশি।
আর তাই নিজেকে পরিশ্রমী করুন এবং ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাশ করার পর সঠিক সিদ্ধান্ত নিন। মনে রাখবেন বাংলাদেশে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাশ করার পর সরকারি চাকরি হিসেবে যে চাকরির অফার গুলো দেওয়া হয়ে থাকে সেগুলো খুব বেশি স্ট্যান্ডার্ড মানেন নয়, তবে যদি কেউ বিএসসি ডিগ্রী অর্জন করে তাহলে বাইরের দেশে এবং নিজ দেশেও সরকারি বেসরকারি বিভিন্ন কোম্পানির সাথে বেশ ভালো চাকরির সুযোগ পেতে পারে। এর জন্য প্রয়োজন পর্যাপ্ত স্কিলড। তাই শিখুন শিখুন এবং শিখুন অতঃপর নিজের যোগ্যতার উপর ভিত্তি করে আবেদন করুন।
টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য সরকারি চাকরির সুযোগসমূহ | ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর সরকারি চাকরি ২০২৪
অনেকের ধারণা ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাশ করার পর সরকারি চাকরি নেই। কিন্তু যারা এ ধরনের মন্তব্য করে থাকেন তারা মূলত একদমই ভুল। কারণ একজন ডিপ্লোমা ইম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাশ করা শিক্ষার্থী চাইলেই বিভিন্ন ধরনের গবেষণা ইনস্টিটিউট, টেক্সটাইল ইনস্টিটিউট ও ইঞ্জিনিয়ারিং কলেজে ল্যাব সহকারী ও সহকারী ইনস্ট্রাক্টর সহ উল্লেখযোগ্য বিভিন্ন পদে চাকরির জন্য আবেদন করতেই পারেন।
তবে হ্যাঁ, এটা সত্যি বাংলাদেশে মূলত ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাশ করা শিক্ষার্থীদের কে সরকারি চাকরি হিসেবে খুব স্ট্যান্ডার্ড মানের চাকরির সুযোগ প্রদান করা হয় না। তবে কিছু বেসরকারি কোম্পানি রয়েছে যারা ভালো সেলারি প্রদান করার মাধ্যমে বিভিন্ন পদে জনোবল নিয়োগ দিয়ে থাকে। আর তাই আপনি সেই সকল বেসরকারি চাকরি অথবা বাইরের দেশে ভাল কোন কোম্পানিতে স্ট্যান্ডার্ডম্যান এর কাজের সুযোগ লুফে নিতে পারেন এবং ইনকাম করতে পারেন মোটা এমাউন্টের অর্থ।
যাইহোক আলোচনার এ পর্যায়ে আমরা কিছু প্রতিষ্ঠানের নাম সাজেস্ট করছি। যারা মাঝেমধ্যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের সরকারি চাকরি প্রদানের জন্য বিভিন্ন ধরনের সার্কুলার প্রকাশ করে থাকে। তাই আপনি চাইলে উক্ত প্রতিষ্ঠানের চাকরির সার্কুলার নিয়মিত ফলো করার মাধ্যমে টেক্সটাইল ইঞ্জিনিয়ার সরকারি চাকরির সুযোগ লুফে নিতে পারেন।
- বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
- কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর
- অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অর্থ মন্ত্রণালয়
- বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন
- জুট ডাইভারসিফিকেশন এন্ড প্রমোশন সেন্টার
- বিভিন্ন ব্যাংক (অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার টেক্সটাইল)
- সরকারি টেক্সটাইল কলেজ
- তুলা উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পাটকল কর্পোরেশনসহ প্রভৃতি।
আর হ্যাঁ, আপনি যদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর সরকারি চাকরির সকল সার্কুলার নোটিশ সংগ্রহ করতে চান তাহলে চোখ রাখুন চাকরির খবর প্রকাশিত ওয়েবসাইট গুলোতে।
কেননা উক্ত প্রতিষ্ঠানগুলো যখন জনবল নিয়োগের উদ্দেশ্যে তাদের আপডেট কৃত সার্কুলার প্রকাশ করে থাকে তখন ওই সার্কুলার গুলো চাকরির খবর প্রকাশকৃত ওয়েবসাইট অডিয়েন্সদের কথা বিবেচনা করে নতুন আকারে আবারো আপডেট করে।
আপনি চাইলেই ফলো করতে পারেন bdjobs.com, বিডি জবস টুডে নামের এই ওয়েবসাইট গুলো। আরো বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যেগুলোর সন্ধান পেতে এখনই সার্চ করুন গুগলে।
আরো পড়ুন– কি কি কারণে সরকারি চাকরি চলে যায়
ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের বেতন কেমন | টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর বেতন
সুন্দর ক্যারিয়ারের কথা চিন্তা করলে সবার প্রথমেই এই ভাবনাটি আসে। সেটা হচ্ছে আমি ভবিষ্যতে যে চাকরিটি করতে চাচ্ছি তার বিনিময়ে মূলত মান্থলি কত স্যালারি পেতে পারি? তাই ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের বেতন কেমন, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়াররা সর্বোচ্চ কত পারিশ্রমিক পেয়ে থাকে সে ব্যাপারে সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করব।
সত্যি বলতে চাকরির ক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতন অনেক ধরনের হয়ে থাকে। এখন আপনার বেতন কত হবে এটা মূলত কোন বিষয় নিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছেন অথবা কোন প্রতিষ্ঠানের কোন পদে চাকরিতে নিয়োজিত হয়েছেন তারপর ডিপেন্ড করবে। আর তাছাড়াও অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা কর্মক্ষেত্র ও কম্পানির ধরন ইত্যাদি যাবতীয় বিষয়ের উপর বেতন নির্ভর করে।
তবে আলোচনার এ পর্যায়ে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করার পর একজন নতুন ইঞ্জিনিয়ার সাধারণত যত বেতন পেয়ে থাকেন তা নিচের অংশটুকু পড়ার মাধ্যমে জেনে নিন।
ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
নবীন ইঞ্জিনিয়ার: মাসিক বেতন প্রায় ১৫,০০০ – ২৫,০০০ টাকা।
দুই থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে: মাসিক বেতন প্রায় ২৫,০০০ – ৪০,০০০ টাকা।
পাঁচ বছরের অধিক অভিজ্ঞতা থাকলে: মাসিক বেতন প্রায় ৪০,০০০ – ৭০,০০০ টাকা বা তারও বেশি।
স্টাইল ইঞ্জিনিয়ারিং
স্টাইল ইঞ্জিনিয়ারিং, যা প্রায়শই ফ্যাশন ডিজাইন এবং প্রোডাকশন ম্যানেজমেন্টের সাথে সম্পর্কিত। তাদের বেতন কিছুটা ভিন্ন হতে পারে। যেমন ধরুন–
নবীন স্টাইল ইঞ্জিনিয়ার: মাসিক বেতন প্রায় ২০,০০০ – ৩০,০০০ টাকা।
দুই থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে: মাসিক বেতন প্রায় ৩০,০০০ – ৫০,০০০ টাকা।
পাঁচ বছরের অধিক অভিজ্ঞতা থাকলে: মাসিক বেতন প্রায় ৫০,০০০ – ৮০,০০০ টাকা বা তারও বেশি।
তবে হ্যাঁ, ডিএসসি কমপ্লিট করে আপনি যদি টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে বাইরের কোন দেশে চাকরি পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বেতন লাখের ওপরে গিয়ে পৌঁছাবে। কেননা বাইরের কিছু কিছু দেশে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের বেতন মাথা নষ্ট করার মত। যা আপনাকে দেবে একটি ব্রাইট ফিউচার।
তো যাই হোক, এখন আসুন ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করার পর সরকারি চাকরির বিষয়ে আলোচনার পরবর্তীতে আরও জেনে নেই এই সম্পর্কিত বহুল জিজ্ঞাসিত কিছু প্রশ্ন ও তার উত্তর। আলোচনার এ পর্যায়ে আমরা বিভিন্ন প্রশ্ন-উত্তরের পাশাপাশি বেশ কিছু কুয়েরি সম্পর্কে আলোচনা করব। যেগুলো লিখে ফরহামেশাই অডিয়েন্সরা সার্চ করে থাকেন গুগল সার্চ বারে। তবে আপনি চাইলে জানার জন্য আরও পড়তে পারেন– কি কি রোগ থাকলে সরকারি চাকরি হয় না এবং এইচএসসি পাশ মহিলাদের জন্য সরকারি চাকরি কি কি এই সম্পর্কিত গুরুত্বপূর্ণ পোস্ট।
জিজ্ঞাসিত প্রশ্নাবলী ও উত্তর সমূহ
১. ডিপ্লোমা করে কি ডিগ্রী করা যায়?
যদি কোন ব্যক্তি এইচএসসি পাশ করার পরবর্তীতে ডিপ্লোমা করে থাকেন সেক্ষেত্রে ডিগ্রী করার সুযোগ পাওয়া যায়। তবে কেউ যদি এসএসসি পাস করে ডিপ্লোমা করে থাকেন সেক্ষেত্রে ডিগ্রী পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে না। অতএব ডিপ্লোমা করে আপনি ডিগ্রি করতে পারবেন কিনা এটা নির্ভর করছে আপনি ঠিক কোন সময়ে ডিপ্লোমা করছেন তার ওপর।
২. ডিপ্লোমা করে কি অনার্স করা যায়?
না, ডিপ্লোমা করে অনার্স সম্পূর্ণ করা সম্ভব হয় না। তবে আপনি যদি এইচএসসি পাস করে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্নের জন্য ভর্তি হয়ে থাকেন সেক্ষেত্রে ডিগ্রী কোর্সে ভর্তি হওয়ার সুযোগটি পেতে পারেন।
৩. ডিপ্লোমা করে বিসিএস দেওয়া যায়?
হ্যাঁ অবশ্যই, ডিপ্লোমা করেও বিসিএস দেওয়া যায়। তবে মনে রাখবেন আপনি যদি চার বছরের ডিপ্লোমা কোর্সে ভর্তি হন সে ক্ষেত্রে ডিপ্লোমা সম্পন্ন হওয়ার পরবর্তীতেই বিসিএস পরীক্ষা দিতে পারবেন আর যদি তিন বছরের ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়ে থাকেন সেক্ষেত্রে তিন বছরের ডিপ্লোমা ডিগ্রী সম্পন্ন করে দুই বছর মাস্টার্স কমপ্লিট করে অতঃপর বিসিএস পরীক্ষায় আবেদন করার সুযোগ পাবেন।
৪. ডিপ্লোমা করে কি পুলিশ হওয়া যায়?
হ্যাঁ ডিপ্লোমা শেষ করে একজন ব্যক্তি পুলিশ কনস্টেবল হিসেবে যোগদান করতে পারেন। অতএব ডিপ্লোমা করে পুলিশে হওয়া যায় এই উত্তরটি সঠিক।
৫. ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদোন্নতি কি কি?
চাকরির ক্ষেত্রে পদোন্নতি খুবই গুরুত্বপূর্ণ। তাই অনেকেই প্রশ্ন করেন ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের পদোন্নতির সুযোগ রয়েছে কিনা এবং যদি থেকে থাকে তাহলে কি কি, সত্যি বলতে ডিপ্লোমা করে আপনি যদি পুলিশ হিসেবে যোগদান করেন তাহলে এক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর থেকে সাব-ইন্সপেক্টর এবং ইন্সপেক্টর পদে পদোন্নতি সুযোগ পাবেন। একইভাবে চাকরির শূন্য পদের উপর নির্ভর করে আপনার পদোন্নতির সম্ভাবনা মিলবে।
৬. কৃষি ডিপ্লোমা করে কি কি চাকরি করা যায়?
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক পরিচালিত চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন এগ্রিকালচার ডিগ্রী সম্পন্ন করে সাধারণত সরকারি পরিচালক হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, বৃক্ষ পরীক্ষক হিসেবে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট সহ বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে চাকরি করার সুযোগ পাওয়া যায়।
৭. ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং জব সার্কুলার সোর্স
ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং জব সার্কুলার বাংলাদেশের বিভিন্ন চাকরির খবর প্রকাশিত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা সম্ভব হবে এছাড়াও যে প্রতিষ্ঠানের আওতায় চাকরি করতে ইচ্ছুক তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও জব সার্কুলার সংগ্রহ করতে সক্ষম হবেন।
৮. ডিপ্লোমা পাশে ব্যাংকে চাকরি হয় কিনা?
হ্যাঁ অবশ্যই ডিপ্লোমা পাশেও ব্যাংকে চাকরি হয়ে থাকে, আর তাইতো মাঝেমধ্যেই ডিপ্লোমা পাশে অফিসার পদে পূবালী ব্যাংক দিচ্ছে চাকরির সুযোগ, বাংলাদেশ ব্যাংকে ডিপ্লোমা পাশে চাকরি সার্কুলার ইত্যাদি এই হেডলাইন গুলোয় বিভিন্ন নিউজ প্রকাশিত হয়ে থাকে। তাই আপনি ডিপ্লোমা পাস করে ব্যাংকেও চাকরির সুযোগ পেতে পারেন।
৯. ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ার ভবিষ্যৎ
ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করে বেশ ভালো একটি ক্যারিয়ার গড়ে তোলা সম্ভব যদি আপনার মাঝে একাধিক স্কিল ডেভেলপ করতে পারেন এবং bsc অথবা বিসিএস এ টিকে যেতে পারেন। কেননা বাংলাদেশ বিসিএস এর কদর সর্বাধিক অন্যদিকে বিএসসি ডিগ্রী সম্পন্ন করে আপনি বাইরের দেশে ডিপ্লোমা এন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাস করে বেশ ভালো স্ট্যান্ডার্ডম্যানের চাকরিতে যোগদানের সুযোগ পেতে পারেন। তাই ডিপ্লোমা ইনটেক্সটেল ইঞ্জিনিয়ারিং পড়ার ভবিষ্যৎ বলা যায় সুজ্জল।
তো সুপ্রিয় পাঠকবন্ধুরা, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করার পর সরকারি চাকরি কি কি করা যেতে পারে বা ভবিষ্যতে আপনার ক্যারিয়ার কেমন হতে পারে এই ধারণা দেওয়ার উদ্দেশ্যেই আমাদের আজকের এই আলোচনা। আশা করছি আপনারা আপনাদের কাঙ্খিত প্রশ্নের সমাধান পেয়েছেন আমাদের আজকের আলোচনার মাধ্যমে। তো সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে বিস্তারিত জানতে হলে ফলো করবেন আমাদের ওয়েবসাইট। সবাইকে আল্লাহ হাফেজ।