আগামীকালের আবহাওয়া কেমন থাকবে দেখতে চাই সরাসরি
|

আগামীকালের আবহাওয়া কেমন থাকবে দেখতে চাই সরাসরি

আগামীকালের আবহাওয়া কেমন থাকবে দেখতে চাই সরাসরি, আগামীকালকে তাপমাত্রা মোটামুটি কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে? কালকে কি বৃষ্টি হতে পারে নাকি প্রচন্ড গরম পরবে!  মূলত আপনারা বিভিন্ন পত্রিকায় বা নিউজে সচরাচর আজকের আবহাওয়া সম্পর্কে জানতে পারেন।

কিন্তু কখনো কখনো নিজেদের প্রয়োজনে, পূর্ব পরিকল্পিত কিছু কাজ বাস্তবায়নের জন্য জানার প্রয়োজন পড়ে আগামীকালের আবহাওয়া কেমন থাকবে সেটা। আর তাই অনেকেই এ বিষয়ে জানার জন্য হরহামেশাই প্রশ্ন করে বেড়ান google অথবা youtube–এ। ঠিক এ কারণেই আগামীকাল আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের এই নিবন্ধন টি তে। তো বন্ধুরা তাহলে আসুন জেনে নেওয়া যাক আগামীকালকের আবহাওয়া।

সকল বিভাগের আগামী ৭ দিনের আবহাওয়ার খবর

আগামী ৭ দিনের আবহাওয়ার খবর ঢাকা

DHAKA WEATHER

আগামী ৭ দিনের আবহাওয়ার খবর ঢাকা রাজশাহী

RAJSHAHI WEATHER

আগামী ৭ দিনের আবহাওয়ার খবর সিলেট

SYLHET WEATHER

আগামী ৭ দিনের আবহাওয়ার খবর খুলনা

KHULNA DIVISION WEATHER

আগামী ৭ দিনের আবহাওয়ার খবর চট্টগ্রাম

CHATTOGRAM WEATHER

ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম

আগামীকালের আবহাওয়া কেমন থাকবে দেখতে চাই সরাসরি

আগামীকালের আবহাওয়া কেমন থাকবে?

দেখুন এটা আমরা সবাই জানি, আবহাওয়া দ্রুত পরিবর্তনশীল। আর তাই একই দেশের মধ্যে বিভিন্ন জেলায় গরমের তাপমাত্রা কম বেশি হয়ে থাকে । কিন্তু বিভিন্ন কাজের জন্য বা কোথাও যাবার কারণে কখনো কখনো প্ল্যান তৈরি করার আগে আমরা জানতে আগ্রহ প্রকাশ করি– আগামীকালের আবহাওয়া কেমন থাকবে? কেউ কেউ জানতে চাই আজকে কি বৃষ্টি হবে, কালকে কি বৃষ্টি হবে অথবা সামনের সপ্তাহে আবহাওয়া কেমন থাকতে পারে?

আর তাই আগামীকালের আবহাওয়া কেমন থাকবে সরাসরি দেখার ইচ্ছা ঐ সকল মানুষদের। কিন্তু কথা হচ্ছে বর্তমান সময়ে আবহাওয়া দ্রুত পরিবর্তনশীল। আর ঠিক এ কারণে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে– আমাদের এই বাংলাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে এবং ভোরবেলা বৃষ্টি পড়ার সম্ভাবনা থাকতে পারে তবে সেটা অঞ্চল অনুসারে।

আপনি যদি আগামীকালের আবহাওয়া জানতে চান বা কাল বৃষ্টি হবে কিনা, আগামী কাল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, এ সম্পর্কে জানতে হলে বৃষ্টিপাতের পরিমাণ, বায়ু এবং তাপমাত্রার ন্যূনতম পরিমাণ জানতে হবে। যেটা আমরা ধারাবাহিকভাবে তুলে ধরব আপনাকে।

কেননা আজকের এই আর্টিকেলে আপনি আজকের আবহাওয়ার খবর জানার মাধ্যম সম্পর্কে অবগত হতে পারবেন। পাশাপাশি আগামীকালের আবহাওয়া আগামী সাত দিনের আবহাওয়া আগামী ১৪ দিনের আবহাওয়া ইত্যাদি সব সম্পর্কেই অবগত হতে পারবেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক- আগামীকালের আবহাওয়া উষ্ণ হবে নাকি শীতল!

আগামীকালের আবহাওয়া কতটা তাপউজ্জ্বল হবে! তাপমাত্রা কত থাকবে কালকে এবং বাতাসের গড় গতি কত থাকতে পারে! এ সম্পর্কে সবকিছু।

আগামীকালের আবহাওয়া কেমন থাকবে দেখতে চাই সরাসরি ২২ জুন ২০২৩

আগামীকাল অর্থাৎ ২২ শে জুন ২০২৩ তারিখে আবহাওয়া  আংশিক মেঘলা থাকবে। কেননা– কালকের আবহাওয়ার রিপোর্ট থেকে জানা যায় আগামীকাল বৃহস্পতিবার অর্থাৎ বাইশে জুন এ রাত বারোটার পর থেকে সকাল ৯ টা পর্যন্ত আংশিক মেঘলা থাকবে।

পরবর্তীতে অর্থাৎ দশটা থেকে দুপুর ২ টা নাগাদ হালকা বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা থাকবে। এরপর তিনটা থেকে শুরু করে চারটা পর্যন্ত আবারও আংশিক মেঘলা আবহাওয়া বিরাজ করবে। পরবর্তীতে পাঁচটা নাগাদ আবারও হালকা বৃষ্টি ও বজ্রপাত হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। ছয়টা নাগাদ আংশিক মেঘলা আবহাওয়া দেখা দেবে এরপর আবারো বৃষ্টি হতে পারে। এক কথায় আগামী কালকের আবহাওয়া মেঘাচ্ছন্ন থাকবে। কখনো বৃষ্টি কখনো বজ্রপাত অথবা কখনো মেঘলা অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকবে।

আর হ্যাঁ এটা মূলত পুরো বাংলাদেশে নয়। রাজশাহী ডিস্ট্রিকে মূলত এমন আবহাওয়া বিরাজ করবে। এবার আসুন আগামীকাল প্রতি ঘন্টায় রাজশাহীতে আবহাওয়া ও তাপমাত্রা সে সাথে বায়ুপ্রবাহর গড় গতি কত থাকবে সে সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়া যাক।

রাজশাহীতে কালকের আবহাওয়া | কালকে কি বৃষ্টি হবে?

আগামীকাল অর্থাৎ রোজ বৃহস্পতিবার ২২ শে জুন আবহাওয়া কেমন থাকবে রাজশাহীতে তার ধারণা পেতে আমরা নিচের চার্ট টি তুলে ধরছি। পাশাপাশি যে কোন জেলার যেকোনো দিনের অর্থাৎ আগামী কালকের আবহাওয়া, আগামী পাঁচ দিনের আবহাওয়া এবং আগামী সাত দিনের আবহাওয়া জানার জন্য নিচে সাজেস্ট করব একটি ওয়েবসাইট।

যেখান থেকে আপনি যেকোনো সময় যে কোন মুহূর্তে যেকোনো দিনের আবহাওয়া তাপমাত্রা বা আবহাওয়ার ধর্ম সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি জানিয়ে দেবো উক্ত ওয়েবসাইটে যেকোনো জেলার আবহাওয়া দেখার নিয়মাবলী সম্পর্কে। তাহলে আসুন 2023 সালের বাইশে জুন অর্থাৎ আগামীকালের আবহাওয়া রাজশাহীতে কেমন থাকবে সেটা সরাসরি দেখে নেওয়া যাক।

আগামীকালের আবহাওয়া
সময়সীমাকার্যকর তাপমাত্রাআবহাওয়াবাতাসের গড় গতি
১২ঃ০০ AM৯১°আংশিক মেঘলা৬mph 
১ঃ০০ AM৯১°আংশিক মেঘলা৬mph 
২ঃ০০ AM৯১°আংশিক মেঘলা৬mph 
৩ঃ০০ AM৯১°আংশিক মেঘলা৬mph 
৪ঃ০০ AM৯১°আংশিক মেঘলা৬mph 
৫ঃ০০ AM৯২°হালকা বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনা৫-৯mph 
৬ঃ০০ AM৯২°আংশিক মেঘলা৫ mph
৭ঃ০০ AM৯৩°আংশিক মেঘলা৬ mph
৮ঃ০০ AM৯৪°আংশিক মেঘলা৭ mph
৯ঃ০০ AM৯৫°আংশিক মেঘলা৭ mph
১০ঃ০০ AM৯৬°বৃষ্টি বজ্রপাত ও ঝড়ের সম্ভাবনা৭ mph
১১ঃ০০ AM৯৮°হালকা বৃষ্টি ও বজ্র ঝড়ের সম্ভাবনা৭ mph
১২ঃ০০ PM১০০°হালকা বৃষ্টি ও বজ্র ঝড়ের সম্ভাবনা৭ mph
১ঃ০০ PM১০১°হালকা বৃষ্টি ও বজ্র ঝড়ের সম্ভাবনা৬ mph
২ঃ০০ PM১০২°হালকা বৃষ্টি ও বজ্র ঝড়ের সম্ভাবনা৬ mph
৩ঃ০০ PM১০৩° আংশিক মেঘলা৬ mph
৪ঃ০০ PM১০১°আংশিক মেঘলা৫ mph
৫ঃ০০ PM৯৯°হালকা বৃষ্টি ও বজ্র ঝড়ের সম্ভাবনা৪-৯ mph
৬ঃ০০ PM৯৭° আংশিক মেঘলা৪-৯ mph
৭ঃ০০ PM৯৫°হালকা বৃষ্টি বজ্র ঝড়ের সম্ভাবনা৪-৯ mph
৮ঃ০০ PM৯৪°বৃষ্টির সম্ভাবনা ও বজ্রবিদ্যুৎ৪ mph
৯ঃ০০ PM৯৩°আংশিক মেঘলা৪-৯ mph
১০ঃ০০ PM৯৩°আংশিক মেঘলা৪-৯ mph
১১ঃ০০ PM ৯২° বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ৪-৯ mph 

চার্ট অনুসারে বোঝা যাচ্ছে আগামীকাল আবহাওয়া মেঘলাচ্ছন্ন থাকবে। অর্থাৎ রাজশাহীর আবহাওয়ার পূর্বাভাস কিছুটা আজকের মতই। দিনের বেলা তাপমাত্রা ৮১ থেকে ৯০ এবং রাতে ৮১ থেকে ৮২ পরিবর্তিত হবে অন্যদিকে বাতাসের গতি ৬ এম পি এইচ এবং ঝড়ো হাওয়ার গতিবেগ 12 এমপিএইচ পর্যন্ত বাড়বে।

আজকে কি বৃষ্টি হবে?

আজকে অর্থাৎ একুশে জুন বুধবার বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। কেননা তাপমাত্রা এবং বাতাসের গতিবেগ সবমিলিয়ে আজকের আবহাওয়া মেঘাচ্ছন্ন। আপনি যদি আজকের বৃষ্টি হওয়ার সম্ভাবনা কতটুকু এ বিষয়ে বিস্তারিত জানতে চান তাহলে নিচের নিয়ম অনুসরণ করে আমাদের উল্লেখিত ওয়েবসাইট ভিজিট করুন আর এখনই জেনে নিন আজকে বৃষ্টি হবে কিনা!

আজ রাত্রে কি বৃষ্টি হবে?

আজ রাত্রে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এটা মূলত আজকের আবহাওয়ার উপর নির্ভর করে বলা হচ্ছে। তবে তাপমাত্রা বাতাসের গতিবেগ এবং বৃষ্টির সম্ভাবনা কতটুকু রয়েছে তার পার্সেন্টেজ জানতে হলে নিচের ইনস্ট্রাকশন ফলো করুন।

আগামীকালের আবহাওয়া | বাংলাদেশ আজকের আবহাওয়া কেমন থাকবে তা দেখার নিয়ম

আগামীকাল আবহাওয়া কেমন থাকবে? বাংলাদেশে আজকের আবহাওয়া কেমন থাকবে? যে কোন জেলার আবহাওয়া দেখার জন্য কোন ওয়েবসাইট ভিজিট করা সুবিধাজনক! কোন মাধ্যমে আগামীকালের আবহাওয়া সহ আগামে পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস অথবা সামনের সপ্তাহে আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে জানা যাবে? এই সকল প্রশ্নের উত্তর পেতে ভিজিট করতে পারেন meteodays.com এই ওয়েবসাইট।

এর জন্য মূলত আপনাকে ধারাবাহিকভাবে যে কাজগুলো করতে হবে সেগুলো হলো:-

প্রথমত: ভিজিট করতে হবে উক্ত ওয়েবসাইট এ। অথবা google chrome ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে আজকের আবহাওয়া বা আগামীকাল আবহাওয়া এমন কোন কিওয়ার্ড লিখে।

দ্বিতীয়ত: সরাসরি meteodays.com ওয়েবসাইটে যেতে হবে।

তৃতীয়ত: সিলেক্ট করতে হবে অথবা সাজেস্টকৃত বক্সে লিখতে হবে জেলার নাম আপনি যে জেলার আবহাওয়া সম্পর্কে জানতে ইচ্ছুক। যেমন ধরুন আমি রাজশাহী বিভাগের বাসিন্দা আর তাই রাজশাহী জেলার আজকের আবহাওয়া অথবা রাজশাহীর কালকের আবহাওয়া কেমন থাকবে সেটা জানতে এসো। তাই সার্চ বক্সে রাজশাহী নামটি লিখে আবহাওয়া পান অপশনটিতে ক্লিক করব।

ব্যাস, আপনার সামনে রাজশাহীর আবহাওয়া তুলে ধরা হবে। ঠিক একইভাবে আপনি রাজশাহী জেলার আগামীকালকের আবহাওয়া সাত দিন পরের আবহাওয়া আগামী ১৪ দিনের আবহাওয়া সবকিছুই জানতে পারবেন। আর এটা মূলত যে কোন জেলার।

ভালো গেম ডাউনলোড করবো | ভালো গেম ডাউনলোড করার নিয়ম

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস

আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানতে হলে চোখ রাখুন নিউজ পোর্টালে অথবা আমাদের সাজেস্টক কৃত ওয়েবসাইট ভিজিট করে জেনে নিন আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস। এক্ষেত্রে মূলত আপনাকে ধারাবাহিকভাবে যে কাজগুলো করতে হবে সেগুলো হচ্ছে:

  • প্রথমে আপনি কোন জেলার আবহাওয়া দেখবেন সেটা নির্বাচন করতে হবে। আর তাই উক্ত ওয়েবসাইটে ভিজিট করার পরবর্তীতে ওই জেলা লিখে সার্চ করুন
  • দ্বিতীয়ত ওপরের বার গুলো লক্ষ্য করুন যেখানে আপনি 5 দিন সাত দিন অথবা আগামী কালের কিংবা আগামী ১৪ দিনের আবহাওয়ার পূর্বাভাস দেখার অপশন খুজে পাবেন এবং আপনি আগামী যতদিনের আবহাওয়ার পূর্বাভাস জানতে চান সিলেক্ট করুন।
  • তৃতীয়ত বিভাগ তারিখ অর্থাৎ কত তারিখ থেকে কত তারিখের আবহাওয়া জানতে ইচ্ছুক তা সঠিকভাবে বসিয়ে সার্চ ডিটেলস অপশনটিতে ক্লিক করুন।

ব্যাস, আপনার কাজ এটুকুই। কেন না সঙ্গে সঙ্গে আপনার সামনে আগামী পাঁচ দিনের অথবা সামনের সপ্তাহে আবহাওয়া কেমন থাকবে তার সকল ডিটেলস চার্ট আকারে তুলে ধরা হবে আপনার সামনে।

তো সুপ্রিয় পাঠক বন্ধুরা: আগামীকালের আবহাওয়া কেমন থাকবে আশা করি আজকের এই আর্টিকেলটি পড়ার পর আপনি জানতে পেরেছেন এবং আগামীকালের আবহাওয়া কেমন থাকতে পারে অথবা আগামী সাত দিনের বা ১৪ দিনের আবহাওয়া কেমন থাকবে তা দেখতে চাইলে সরাসরি আপনাকে কোথায় ভিজিট করতে হবে এবং কি কি কার্যাবলী সম্পন্ন করতে হবে তা  বুঝতে পেরেছেন আমাদের আজকের এই আর্টিকেলের মাধ্যমে।

সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারো নতুন আলোচনায় আপনাদের সাথে কথা হবে। সবাইকে আল্লাহ হাফেজ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *