ভালো গেম ডাউনলোড করবো
|

ভালো গেম ডাউনলোড করবো | ভালো গেম ডাউনলোড করার নিয়ম

ভালো গেম ডাউনলোড করবো কিভাবে? ভিডিও গেম ডাউনলোড করার সঠিক নিয়ম জানতে চাই, বর্তমানে প্লে স্টোরে রয়েছে এমন দশটি সেরা গেম কি কি? কোন গেমগুলো কোন প্রকার ঝামেলা ছাড়াই সহজে ডাউনলোড করা যায়? এমনই রকমারি প্রশ্ন করে থাকেন– যারা অনলাইন গেমে খুব একটা অভিজ্ঞ নন বা যারা অনলাইন গেম সম্পর্কে অধিক বেশি জানতে পছন্দ করেন।আর তাই সেই সব ইউজারদের কথা চিন্তা করে সাজিয়েছি আমাদের আজকের এই আর্টিকেলটি।

কেননা আজ আমরা ভালো গেম ডাউনলোড করবো কিভাবে? সেই সকল ইনস্ট্রাকশন খুব সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে তুলে ধরব আপনাদের সামনে। তো আপনি যদি গেম ডাউনলোড করার সঠিক নিয়ম জানতে চান এবং ভালো গেম ডাউনলোড করবো কিভাবে? এই প্রশ্নের সঠিক উত্তর পেতে চান, তাহলে আজকের এই আর্টিকেল স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলুন এবং আমাদের নির্দেশিত নিয়মাবলী মেনে ভিডিও গেম ডাউনলোড করুন এখনই।

জেনে নিনঃ ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার 2023 এর এ টু জেড

ভালো গেম ডাউনলোড করবো কিভাবে?

দেখুন আপনি নিশ্চয়ই জানবেন বর্তমানে গেমিং প্লাটফর্মে এখন অসংখ্য গেম রয়েছে, যা বলে শেষ করার মতো নয়। আর ঐ সকল গেমগুলোর মধ্যে কিছু গেম রয়েছে অধিক বেশি জনপ্রিয়, আর কিছু গেম রয়েছে যেগুলো খুব একটা গ্রাহকদের মন জয় করতে পারেনি। তবে আপনার প্রশ্ন যদি এটি হয় যে ভালো গেম ডাউনলোড করবো কিভাবে? তাহলে বলবো– প্রথমত আপনাকে অনলাইন গেম সম্পর্কে জানতে হবে।

পাশাপাশি আরো জানতে হবে কোন গেমগুলো আমাদের জন্য সুবিধা জনক আর কোন গেমগুলো আমাদের জন্য ক্ষতিকর। কেননা, আপনি যদি ভালো গেম ডাউনলোড করতে চান তাহলে প্রথমত আপনাকে খারাপ গেম চিহ্নিত করা জানতে হবে। আর তবেই আপনি ভালো গেম গুলো ডাউনলোড করতে সক্ষম হবেন। তাই আলোচনার এ পর্যায়ে আমরা ভালো গেম ডাউনলোড করার ইনস্ট্রাকশন দেওয়ার পূর্বে তুলে ধরব কিছু ভালো গেম এবং কিছু খারাপ গেমের নাম সমূহ।

আগামীকালের আবহাওয়া কেমন থাকবে দেখতে চাই সরাসরি

সবচেয়ে ভালো গেমের নাম

পৃথিবীতে সবচেয়ে ভালো গেম কোনটি? অনলাইন ভিডিও গেম গুলোর মধ্যে কোন গেমগুলো ভালো গেমের তালিকায় অবস্থান করছে? সবচেয়ে ভালো গেমের তালিকায় pubg, ফ্রী ফায়ার কি রয়েছে? এমন প্রশ্ন মূলত গেমপ্রেমীদের মনে এসেই থাকে।

একটা গেম ভালো এবং খারাপ হয়ে ওঠার পেছনে অর্ধেক দায়ী থাকে একজন গেম প্লেয়ার এবং অর্ধেক দায়ী থাকে ওই গেম এর উদ্ভট ইনস্ট্রাকশন। এ সম্পর্কে আমরা মূলত পরবর্তীতে আলোচনা করব। তবে এ পর্যায়ে তুলে ধরব– পৃথিবীর সবচেয়ে ভালো গেমের নাম, যেগুলো জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করছে এবং ভালো গেম হিসেবে তালিকায় রয়েছে। যথা:-

  • Ludo King
  • Clash Of Clans
  • PUBG
  • Farlight 84
  • Free Fire
  • Badlanders
  • Gangstar Vegas
  • Subway Surfers
  • Temple Run
  • Repulze 
  • Pokemon Go
  • Apex Legends Mobile 
  • Call of Duty: Mobile
  • Genshin Impact
  • Nintendo games
  • The Room series
  • Levelhead

তবে হ্যাঁ, এর বাইরেও আরো বেশ কিছু অনলাইন ভিডিও গেম রয়েছে যেগুলো ভালো গেম হিসেবে গ্রাহকদের কাছে সুপরিচিত। তবে পৃথিবীর সবচেয়ে ভালো গেম কোনটি সেটা নির্দিষ্ট করে বলা খুবই কঠিন।

কেননা একটা গেম মূলত ততক্ষণ পর্যন্ত ভালো বা সুবিধা জনক, যতক্ষণ পর্যন্ত ওই গেমের প্রতি একজন প্লেয়ারের ভালোলাগা অতিরিক্ত আসক্তিতে পরিণত না হয়। কেননা অতিরিক্ত আসক্তিকতা  পরবর্তীতে নানা প্রকার সমস্যার সৃষ্টি করে, আর সেই সমস্যার উপলক্ষ থেকেই ওই গেমকে খারাপ বলে বিবেচনা করা হয়।

আর যদি গেম খেলায় কোন টেকনিক্যাল সমস্যা দেখা দেয় সেই দিক বিবেচনায় আপনি খারাপ গেম চিহ্নিত করতে চান তাহলেও এর আলাদা একটা লিস্ট করতে পারবেন। কেননা মূলত সবদিক সাজানো বোঝানো না থাকার কারণে ওই গেম গুলো খুব একটা জনপ্রিয় নয় অর্থাৎ খারাপ গেম এর তালিকা অবস্থান করছে। যার কিছু কিছু গেম এখনো পর্যন্ত গেমিং সার্ভারে আপলোড করা রয়েছে আর কিছু কিছু গেম ইতিমধ্যে ডিলিট করা হয়েছে সার্ভার থেকে।

ফ্রী ফায়ার গেম খেললে কি ক্ষতি হয় | ফ্রী ফায়ার কি হারাম?

সবচেয়ে খারাপ গেমের নাম

তো বন্ধুরা, এবার আসুন জেনে নেওয়া যাক– কিছু বাজে বা ভয়ংকর গেমের নাম, যেগুলো খারাপ গেমের তালিকায় অবস্থান করছে। যথা:-

  • Grand Theft Auto: The Trilogy – The Definitive Edition
  • Battlefield 2042
  • eFootball 2022
  • Balan Wonderworld
  • DOOM 3 VR Edition
  • Sad Satan etc.

মূলত এই খেলা গুলোর মধ্যে কিছু কিছু খেলা ক্রিটিক্যাল সমস্যার কারণে বাজে খেলা হিসেবে পরিচিতি পেয়েছে এবং কিছু খেলা ভয়ঙ্কর হিসেবে খারাপ খেলার তালিকায় অবস্থান করছে। কেননা অনলাইন ভিডিও গেম গুলোর মধ্যে কিছু কিছু খেলা রয়েছে যেগুলো মানুষের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করতে পারে।

আর এই সম্পর্কে জানতে অন্য কিছু নয় শুধু স্যাড স্যাটার্ন খেলাটি সম্পর্কে বিস্তারিত জানান। এজন্য এখনই সার্চ করতে পারেন গুগল অথবা ইউটিউবে। আর হ্যাঁ যদি এই খেলাটির কিছু ভয়ঙ্কর দৃশ্য দেখতে চান তাহলে আমাদের সাজেস্ট করা ভিডিওটিও দেখতে পারেন। তবে হ্যাঁ যাদের হার্ট দুর্বল যারা অধিক বেশি ভয় পেয়ে থাকেন তাদেরকে বলবো এই ভিডিওটি থেকে দূরে থাকতে।

নতুন ভালো গেম এর তালিকা

গেম বলতে বর্তমানে টিনেজার বয়সেই ছেলেমেয়েদের কাছে ভিডিও গেম পরিচিত। কেননা বর্তমানে প্রায় সকলেই অল্পস্বল্প ভিডিও গেমের প্রতি আসক্ত। আর এই আসক্তির খবরা-খবর যারা অল্পস্বল্প জানেন তারা মূলত নতুন নতুন ভিডিও গেম খেলার আগ্রহ প্রকাশ করেন এবং মাঝে মাঝেই অনলাইনে সার্চ করেন– কোন ভিডিও গেমটি সবচেয়ে ভালো, কোনটি অফলাইন গেম, নতুন ভালো গেম এর তালিকা বা নতুন গেমের নাম সমূহ, কোনটা ছোট গেম, কোনটা বড় গেম ইত্যাদি ইত্যাদি।

সত্যি বলতে বর্তমানে অনলাইন মোবাইল ভিডিও গেম গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফ্রী ফায়ার, ব্যাং ব্যাং pubg সহ আরো কিছু খেলা। যে খেলা গুলো খুব সুন্দরভাবে সাজানো এবং প্লেয়ারদের জন্য মানসম্মত। আর মজার ব্যাপার হচ্ছে এখন এই খেলা গুলো খেলে অনলাইনে অর্থ উপার্জন করাও সম্ভব। শুধু এই তিনটি খেলা নয়। এই খেলাগুলোর পাশাপাশি ইতিমধ্যে নিচের উল্লেখিত ভিডিও গেম গুলো খেলে প্লেয়াররা অর্থ উপার্জন করতে সক্ষম হয়েছেন। গেমগুলোর নাম হলো:-

  • উইঞ্জো গেম (Winzo Game)
  • বিটকয়েন গেম ( Bitcoin Game) 
  • পাবজি গেম (Pubg Game)
  • আরিনা অফ ভেলোর গেম (Arena of Valor Game)
  • ফ্রী ফায়ার গেম (Free Fire Game)
  • Paytm ফার্স্ট গেম (Paytm Fast Game) 
  • ফ্যানকগ্লাস গেম (Fanclash Game)
  • ক্যাসিনো গেমস (Casino Game)
  • পোকেমন গেম (Pokemon Game)
  • হ্যাঁগো গেম  (Hago Game)
  • মোবাইল লেজেনস গেম (Mobile Legens Game)
  • এমপিএল গেম (MPL) 
  • ড্রিম ইলেভেন গেম (Dream 11 Game) 
  • জুপি গেম (Zupee Game)
  • বিগকাশ গেম (Bigcash Game)
  • মাই ১১ সার্কেল গেম (My11Circle Game)
  • রজধান গেম (Rozdhan Game)
  • হাওজাত গেম (Howzat Game)
  • কিউরেকা (Qureka Play)
  • বাল্ব স্মাস (Blub Smash Game)
  • এসইও গেম (SEO Game) সহ প্রভৃতি।

তবে হ্যাঁ যারা বর্তমান সময়ের নতুন নতুন গেম গুলো খুঁজে বেরান, তারা মূলত google facebook আবার ইউটিউবে সার্চ করেন জনপ্রিয় নতুন গেম ডাউনলোড করব কিভাবে বা জনপ্রিয় নতুন গেম কোনগুলো এমন কিবোর্ড লিখে।

তো এই মুহূর্তে প্লে স্টোর থেকে আপনি পাঁচটি গেম খুব সহজেই ডাউনলোড করতে পারবেন যেগুলো নতুন এবং অনেক বেশি মজার। সেগুলো হচ্ছেঃ

  • Angry Birds Journey
  • Hill Climb Racing 2
  • Earn to Die 2
  • The Archers 2
  • Real Bike Racing

মোবাইলে খেলার জন্য বাংলাদেশের ৫ টি জনপ্রিয় ও ভালো গেম

ভালো গেম ডাউনলোড করার নিয়ম

যারা ভিডিও গেম আগে কখনোই খেলেননি তাদের কাছে গেম ডাউনলোড করার বিষয়টি একেবারেই নতুন হতে পারে। আর তাই গেম কিভাবে ডাউনলোড করতে হয়, ভালো গেম ডাউনলোড করার উপায় কি, যে কোন গেম ডাউনলোড করবো কিভাবে এমন প্রশ্ন করে থাকেন বেশ কিছু ইউজার। তো তাদের উদ্দেশ্যে মূলত আমাদের এই পয়েন্টটি লেখা।

আপনি যদি অনলাইনে ভিডিও গেম খেলতে চান তাহলে যে কোন গেম ডাউনলোড করার জন্য আমাদের সাজেস্টক কৃত এই একই নিয়ম প্রযোজ্য। তাই বিষয়টি ভালোভাবে বুঝতে নিচের ইনস্ট্রাকশন গুলো মনোযোগ সহকারে পড়ুন।

ধাপ ১:- প্রথমত নির্বাচন করুন আপনি কোন গেমটি খেলতে চান

ধাপ ২:- পরবর্তীতে প্রবেশ করুন গুগল প্লে স্টোরে

ধাপ ৩:- এরপর সার্চ বক্সে আপনার পছন্দের গেমটি লিখে সার্চ করুন (বাংলা অথবা ইংরেজি যে কোন ভাষায় সার্চ করতে পারেন)

ধাপ ৪:- সিলেক্ট করুন সাজেস্টক কৃত প্রথম গেমটি। 

এক্ষেত্রে মনে রাখবেন, একই নামের একাধিক গেম থাকতে পারে। তাই এ পর্যায়ে অবশ্যই ওই মোবাইল গেমটির apps রেটিং ডাউনলোড সংখ্যা এবং রিভিউ চেক করে নেওয়া জরুরি। যদি আপনি আপনার সিলেক্ট করা গেমটির আসল apps থেকে খেলতে চান এবং সম্পূর্ণভাবে উপভোগ করতে চান। 

কেননা একই ধরনের গেম তৈরি করা হলেও আসল গেমের পরবর্তীতে যে গেমগুলো বানানো হয় তাতে কিছু ফাংশন এর কমতি থাকে। তাই যেকোনো ভালো গেম ডাউনলোড করার সময় অবশ্যই এ বিষয়টি মাথায় রাখুন। 

ধাপ ৫:- ক্লিক করবেন ডাউনলোড বাঁটনে। ডাউনলোড প্রক্রিয়া সম্পন্ন হলে ইন্সটল করবেন। 

ধাপ ৬:- পরবর্তীতে অ্যাপসটি ওপেন করে আপনি আপনার নিজস্ব একাউন্ট আপনার মেইল বা ফোন নাম্বার দিয়ে ক্রিয়েট করার পরবর্তীতে খেলতে পারবেন উক্ত গেম।

আর আপনি মূলত পৃথিবীর সবচেয়ে ভালো এবং পৃথিবীর সবচেয়ে খারাপ এক কথায় সকল প্রকার ভিডিও গেম শুধুমাত্র এই একই নিয়মে ডাউনলোড করতে পারেন।

আর হ্যাঁ অন্যদিকে আপনি যদি এই গেমগুলো ল্যাপটপ বা কম্পিউটারে খেলতে চান তাহলে ধারাবাহিকভাবে আপনাকে যে কাজগুলো সম্পন্ন করতে হবে সেগুলো হলো:-

ধাপ ১:- প্রথমতই ল্যাপটপ বা কম্পিউটারের যেকোনো একটি ইমুলেটর ইন্সটল করতে হবে। মূলত আপনি blue streck, Ldplayer, Memu Player, Nox Player, Gameloop এগুলোর মধ্যে থেকে যেকোনো একটি আপনার পিসিতে সেটআপ করে নিতে পারেন।

ধাপ ২:- প্রথম কাজ সম্পন্ন হলে দ্বিতীয় পর্যায়ে এসে আপনি আপনার পছন্দের খেলাটির মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি ডাউনলোড করবেন।

ধাপ ৩:- ডাউনলোড প্রক্রিয়া সম্পন্ন হলে ইন্সটল কার্যক্রম সম্পন্ন করবেন এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি ওপেন করে ক্রিয়েট করে নেবেন নিজস্ব একাউন্ট।

আর হ্যাঁ, কেউ কেউ জানতে আগ্রহী জনপ্রিয় কম্পিউটার গেম ডাউনলোড করব কিভাবে? আমরা ইতোমধ্যে আমরা যে দুটি প্রসেস আপনাদের সাথে সাজেস্ট করেছি এটা মূলত মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার এর সাহায্যে আপনি আপনার পছন্দের গেম গুলো খেলতে পারবেন। কিন্তু এমন কিছু জনপ্রিয় কম্পিউটার গেম রয়েছে যেগুলো খেলতে চাইলে আপনাকে টাকা খরচ করতে হবে। 

কেননা শুরুর দিকে ওই সকল গেম ফ্রিতে খেলার সুযোগ প্রদান করা হলেও বর্তমানে সেগুলো স্টকে রয়েছে আর তাই ওই সকল কম্পিউটার গেম খেলতে চাইলে অবশ্যই পেমেন্ট করার মাধ্যমে খেলতে হবে। এ পর্যায়ে আমরা কয়েকটি কম্পিউটার গেম এর নাম সাজেস্ট করছি। যথা:-

  • Need For Speed: Hot Pursuit
  • Euro Truck Simulator 2
  • CALL OF DUY MODERN
  • I.G.I. Origins
  • Need for Speed Most Wanted

তবে হ্যাঁ, কম্পিউটার গেম এর প্রিমিয়াম ভার্সনগুলো থেকে আপনি ক্র্যাক ভার্সন ডাউনলোড করার মাধ্যমে সেগুলো খেলতে পারবেন ফ্রিতে। কিন্তু ক্র্যাক ভার্সনগুলোতে কিছু ভাইরাস থেকে থাকে যেগুলো কম্পিউটারে ইন্সটল করলে কম্পিউটারের ক্ষতি হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। আর এই কারণে ক্র্যাক গেম ডাউনলোড করে খেলার পরামর্শ আমরা কখনোই দেব না।

তবুও আপনাদের সুবিধার্থে আমরা এ পর্যায়ে জনপ্রিয় কিছু ওয়েবসাইটের নাম সাজেস্ট করব যেগুলো কম্পিউটার গেম ডাউনলোড করার জন্য সবচেয়ে সেরা হিসেবে বিবেচিত। সেগুলো হচ্ছে:-

  • Ocean of Games
  • Game Top
  • Rarbg
  • Steam
  • GOG

পরিশেষে: তো সুপ্রিয় পাঠক বন্ধুরা, ভালো গেম ডাউনলোড করবো কিভাবে আশা করি আজকের এই আলোচনার মাধ্যমে আপনারা আপনাদের উত্তর পেয়ে গিয়েছে। আমাদের উল্লেখিত ইন্সট্রাকশন ফলো করে আপনি মূলত যে কোন অনলাইন ভিডিও গেম ডাউনলোড করতে পারবেন। আর যদি ডাউনলোডের ক্ষেত্রে কোন সমস্যার সম্মুখীন হন তাহলে আমাদের কমেন্ট করে জানান। কেননা আমরা কমেন্ট বা পরবর্তী আপডেটের মাধ্যমে আপনাদের সমস্যার সমাধান দিতে চেষ্টা করব

আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারো নতুন কোন আলোচনায় আপনাদের সাথে কথা হবে।  আল্লাহ হাফেজ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *