গুগল থেকে টাকা আয়
| |

কিভাবে গুগল থেকে টাকা আয় করা যায়

আমরা যেকোনো প্রশ্ন জানতে সবার আগে গুগলের সাহায্য নিয়ে থাকি। আচ্ছা আপনার মনে কি কখনো প্রশ্ন জেগেছে গুগল থেকে ইনকাম করা যায় কিনা এসম্পর্কিত কোনো প্রশ্ন? হয়তো জেগেছে বা জাগেনি! তবে আসল সত্য হলো গুগল থেকে যেকেউ ঘরে বসেই ইনকাম জেনারেট করতে পারে। আজ আমরা আলোচনা করবো গুগল থেকে টাকা আয় করার নিশ্চিত কিছু উপায় সম্পর্কে। চলুন তবে গুগল থেকে এই ইনকাম করার ট্রিকস সম্পর্কে জেনে নেওয়া যাক।

গুগল এডসেন্স থেকে আয় করার নিশ্চিত উপায়

আপনি হয়তো জেনে থাকবেন অনলাইন দুনিয়ায় গুগল থেকে ঘরে বসে ইনকামের যে সকল উপায় আছে তার মধ্যে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ও বহুল প্রচলিত মাধ্যম হলো গুগল এডসেন্স। গুগল এর একটি জনপ্রিয় এডভার্টাইজিং প্লাটফর্ম এই গুগল এডসেন্স থেকেও আবার ইনকাম করার বিভিন্ন পথ রয়েছে৷ চলুন এই পর্যায়ে গুগল এডসেন্স থেকে আয় করার নিশ্চিত উপায় সম্পর্কে জেনে নেওয়া যাক। 

গুগল এডসেন্স কি?

গুগল এডসেন্স থেকে ইনকাম জেনারেট করার উপায় সম্পর্কে জানার আগে জেনে নেওয়া যাক গুগল এডসেন্স কি সে-সম্পর্কে। অনলাইন এডের মাধ্যমে বিভিন্ন কোম্পানির পণ্যের প্রচার প্রসার করাটাই হলো গুগল এডসেন্সের কাজ। সেদিক থেকে এটিকে একধরণের এড কোম্পানি বলা চলে। বিভিন্ন কোম্পানি তাদের সার্ভিস ও প্রোডাক্ট এর প্রচার এবং বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে থাকে এই গুগল এডসেন্সের মাধ্যমে। গুগল এডসেন্স এপ্রোভড সাইট ও ইউটিউব চ্যানেলে সেই এডগুলি প্রচার করা হলে সাইট বা চ্যানেলের মালিকেরা টাকা পেয়ে থাকে। 

গুগল এডসেন্স থেকে কিভাবে ইনকাম করা যায়?

গুগল এডসেন্স থেকে ইনকাম জেনারেট করতে হলে আপনার ইউটিউব বা ওয়েবসাইটের দরকার পড়বে।

মনে করুন আপনি একটি সাইট বানালেন যেটাতে মূলত অনলাইনে ইনকাম সংক্রান্ত আর্টিকেল নিয়ে কাজ করা হয়। এক্ষেত্রে আপনার সাইটে বিভিন্ন অনলাইন সার্ভির রিলেটেড এড প্রচার হবে।

আবার আপনি যদি একটি ইউটিউব চ্যানেলের মালিক হয়ে থাকেন এবং আপনার যদি কেবল টেক রিলেটেড কন্টেন্ট তৈরি করার ইচ্ছা থাকে তবে আপনার সেই চ্যানেলে কেবল টেক রিলেটেড এডই প্রচারিত হবে।

আবার যারা মাল্টি নিশ বা বিভিন্ন টপিক নিয়ে কাজ করবেন তাদের সাইট বা চ্যানেলে মিক্স করা এড প্রচার হবে। আর এই এড প্রচার করার বিনিময়ে আপনিও কিছু অর্থ বা পেমেন্ট পেয়ে যাবেন।

ওয়েবসাইট থেকে ইনকাম

গুগল এডসেন্স থেকে ইনকাম করার সবচেয়ে বড় সুবিধা হলো ওয়েবসাইট তৈরি করে তা এডসেন্স এপ্রুভ করে নেওয়া। এক্ষেত্রে আপনাকে ভিডিও বানাতে হবে, স্ক্রিপ্ট লিখতে হবে না, ভয়েস দিতে হবে না। কেবল ঘরে বসেই নিজে যে টপিকটা ভালো পারেন সেই টপিকের উপর নিয়মিত লিখতে হবে।

আপনি যেকোনো ধরণের ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারেন। সেটি হতে পারে কন্টেন্ট রিলেটেড আবার টুলস টাইপের। অনেকেই আবার ই-কমার্স রিলেটেড সাইট তৈরি করার কথা ভাবে। তারাও চাইলে তাদের সাইটে এডসেন্স এপ্রুভ করিয়ে ইনকাম জেনারেট করতে পারে। 

তবে বর্তমানে ব্লগারের ওয়েবসাইট বেশ জনপ্রিয়। কেননা এখানে আপনি ফ্রিতে ওয়েবসাইট তৈরি করে ঘরে বসেই ইনকাম শুরু করে দিতে পারবেন। যদিও কাস্টম ডোমেইন সবসময়ই বেটার৷ 

ইউটিউব থেকে ইনকাম

অনেকে ভিডিও কন্টেন্ট বেশ পছন্দ করেন এবং বানাতে ভালোবাসেন। তারা চাইলে গুগল এডসেন্স ব্যবহার করে ইউটিউব চ্যানেল থেকেও ইনকাম জেনারেট করতে পারেন। 

এক্ষেত্রে আপনার প্রয়োজন পড়বে কপিরাইট ফ্রি কন্টেন্টের। সাথে এসইও গুরুত্বপূর্ণ। তবে ইউটিউব চ্যানেলকে এডসেন্স এপ্রুভ করাতে তাদের চাহিদা অনুযায়ী ভিউস এবং সাবস্ক্রাইবারের দরকার পড়ে। 

যারা ভালো কার্টুন টাইপের ভিডিও বানাতে পারেন, অনলাইনে ভালো টিচিং সার্ভিস দিতে পারেন, যারা আইটি সেক্টরের যেকোনো একটি সাব-সেক্টরে বেশ দক্ষ, যারা ভালো ভ্লগ তৈরি করেন, যাদের কন্ঠ ভালো তারা এই ইউটিউবকে কাজে লাগিয়ে গুগল এডসেন্স থেকে ইনকাম জেনারেট করতে পারেন। 

গুগল এডমোব থেকে আয় করার নিশ্চিত উপায়

জানিয়ে রাখা ভালো গুগল এডমোব সাধারণত অ্যাপ্লিকেশনে বিজ্ঞাপন দিয়ে থাকে। চলুন এ-সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

গুগল এডমোব কি?

গুগলের অন্যতম একটি নেটওয়ার্ক হলো এই গুগল এডমোব। যা থেকে আপনি ঘরে বসেই ইনকাম জেনারেট করতে পারেন। আপনি যদি গুগোল এডমোব থেকে টাকা ইনকাম করতে চান তাহলে, আপনাকে একটি অ্যাপস তৈরি করে গুগল এডমোব এড পাবলিশ করতে হবে।

গুগল এডমোব থেকে কিভাবে ইনকাম করা যায়?

ইতিমধ্যেই হয়তো বুঝে গেছেন গুগল এডমোব থেকে কিভাবে ইনকাম করা যায় সে-সম্পর্কে।

এক্ষেত্রে সবার আগে আপনাকে গুগল এডমোব নেটওয়ার্কে যুক্ত হতে হবে। যদিও এডমোব নেটওয়ার্কে যুক্ত হওয়ার জন্য তেমন কিছু প্রয়োজন হয় না। জিমেইল আইডি দিয়ে সহজেই আপনারা কোনো ঝামেলা ছাড়াই এই একাউন্ট খুলতে পারবেন। যুক্ত হওয়ার জন্য সর্বপ্রথম admob.com অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দ্বারা রেজিষ্ট্রেশন করে নিতে হবে। 

আপনাকে একটি অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে যদি আপনি গুগল এডমোব থেকে ইনকাম জেনারেট করতে চান।  পরবর্তীতে এই অ্যাপ পাবলিস্ট করতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে আপনার অ্যাপ্লিকেশনটি পাবলিশ করা হয়ে গেলে আপনার ইনকাম করার পথ তৈরি হবে। যদিও তখনই ইনকাম শুরু হয়ে যাবে না।

পরবর্তী ধাপে প্লে স্টোরে অ্যাপ্লিকেশনগুলো মানুষ ডাউনলোড করা শুরু করলে আপনি আপনার অ্যাপ্লিকেশনটি গুগোল এডমোব মনিটাইজেশন এর জন্য এপ্লাই করার যোগ্যতা অর্জন করবেন। তবে তার আগে আপনার পাবলিশ করা অ্যাপ ডাউনলোড করতে করতে সংখ্যা বাড়াতে হবে।

এবার আপনি যদি সেই অ্যাপ দ্বারা গুগল এডমোব থেকে ইনকাম করতে চান তবে আপনাকে এডমোবে এপ্রুভ করাতে হবে অ্যাপটিকে। এরপর এড বসিয়ে তা প্রচার করতে পারলেই ইনকাম শুরু। তবে মনে রাখবেন গুগল এডমোব থেকে ইনকাম জেনারেট করতে হলে অবশ্যই তাদের নিয়ম-নীতি মেনে আপনাকে এখানে কাজ করতে হবে।

গুগল এডওয়ার্ড থেকে আয় করার নিশ্চিত উপায়

গুগল এডওয়ার্ড দ্বারা আপনি বিভিন্ন এড মানুষের কাছে পৌঁছাতে পারবেন। এখানে এড দেখানোর উপকারিতা হলো আপনার বিজনেসের প্রসার ঘটানো এবং নিজের প্রোডাক্ট বা সার্ভিস সেল করে৷ চলুন গুগল এডওয়ার্ড সম্পর্কে বিস্তারিত জেনে নিই। 

গুগল এডওয়ার্ড কি?

গুগল এডওয়ার্ড হলো গুগলেরই একটি সার্ভিস বা আপনার প্রোডাক্ট বা সার্ভিসের এড দেখিয়ে তা সেল করতে সাহায্য করবে।

এক্কেবারে সোজা কথায় এই গুগল এডওয়ার্ডের মাধ্যমে আপনি বিভিন্ন প্রোডাক্ট এর এড দিতে পারবেন এবং এখান থেকে বিক্রয় করতে পারবেন।

যাদের নিজেদের বিজনেস পেইজ রয়েছে এবং তা বড় করতে চান তারাও এর সাহায্য নিতে পারেন।

গুগল এডওয়ার্ড থেকে কিভাবে ইনকাম করা যায়?

গুগল এডওয়ার্ড থেকে ইনকাম করতে হলে নিজদের প্রোডাক্ট বা সার্ভিসের এড ডিটেইলস তাদের সাথে শেয়ার করতে হবে। তাদের আপনার এই প্রডাক্ট বা সার্ভিস প্রচারের স্বার্থে কোন ক্যাটাগরি, কোন দেশের, কোন বয়সের মানুষের কাছে এই এড পৌঁছাতে চান তা জানাতে হবে। 

গুগল এডওয়ার্ডের জন্য পারফেক্ট ইউজার হলেন তারা, যারা নিজেদের বিজনেস রান করছেন অথবা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের বড় প্রজেক্ট হাতে নিয়েছেন। বলে রাখা ভালো এতে কিন্তু অবশ্যই ইনভেস্ট করতে হবে। 

ইতি কথা

গুগল থেকে ইনকাম করার লেটেস্ট ৩ টি উপায় সম্পর্কে আজ আলোচনা করবো। গুগল নিয়ে ঘাঁটাঘাঁটি না করে এবার গুগল থেকে আয় করার টেকনিক নিয়ে রিসার্চ করুন। সফলতা আপনার জন্যেই অপেক্ষা করছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *