|

ফিক্সড ডিপোজিট করার জন্য কোন ব্যাংক সবচেয়ে ভাল | জেনে নিন- কোন ব্যাংকে কত মুনাফা

ফিক্সড ডিপোজিট করার জন্য কোন ব্যাংক সবচেয়ে ভালঃ মানুষের মনে হর-হামেশাই এই প্রশ্নটি এসে থাকে। কেননা, ভবিষ্যৎ আর্থিক সচ্ছলতার কথা সকলের মাথাতেই আসে। মূলত ভবিষ্যতের কথা চিন্তা করেই সকলে অর্থ সঞ্চয় করতে চায়। কেউ চায় সেটা জমা রাখার মাধ্যমে, আবার কেউ চায় তা বিনিয়োগের মাধ্যমে। 

কিন্তু আমরা প্রত্যেকেই জানি, আমরা যদি ব্যবসায়িক ঝুঁকি এড়িয়ে নিশ্চিত মুনাফার জন্য বিনিয়োগ করতে চাই তাহলে সবচেয়ে উপযুক্ত মাধ্যম হবে– ফিক্সট ডিপোজিট। কেননা, ব্যবসায় বা অন্য কোথাও বিনিয়োগ করলে মুনাফা হতে পারে আবার নাও হতে পারে। কিন্তু আমরা যদি ফিক্সড ডিপোজিট করি তাহলে নিশ্চিতভাবে মুনাফাসহ বিনিয়োগের অর্থ একটি নির্দিষ্ট সময় পর ভোগ করতে পারব।

তবে হ্যাঁ আমাদের মাঝে অনেকেই রয়েছেন, যারা ফিক্সড ডিপোজিট কাকে বলে বা এটা কি এ সম্পর্কেও জানেন না। তাই আমরা “ফিক্সড ডিপোজিট করার জন্য কোন ব্যাংক সবচেয়ে ভালো” এই বিষয়টি জানানোর পাশাপাশি জানাবো– ফিক্সড ডিপোজিট মানে কি এবং এটি করলে কি হয়। তো সুপ্রিয় পাঠক বন্ধুরা তাহলে আসুন দেরি না করে আজকের প্রবন্ধটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নেওয়া যাক।

ফিক্সড ডিপোজিট করার জন্য কোন ব্যাংক সবচেয়ে ভাল

ফিক্সড ডিপোজিট করার জন্য সবচেয়ে ভালো ব্যাংকের তালিকায় অনেকগুলো ব্যাংক অবস্থান করছে। তাছাড়াও একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ জানার বিষয় হল, এক্ষেত্রে নির্দিষ্ট করে কোন একটি ব্যাংকের নাম বলাটা খুবই কঠিন। কারণ কিছুদিনের মধ্যে যে ব্যাংকটি অধিক সুদ প্রদান করছে এমনও হতে পারে কিছুদিন পর তারা তা পরিবর্তন করল। 

তাই এ বিষয়টি ভালোভাবে বোঝার জন্য আপনাকে ব্যাংকের এফডিআর এর মেয়াদ সেই সাথে ইন্টারেস্ট রেট সম্পর্কে বিস্তারিত জানতে হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে স্টেপ বাই স্টেপ ফিক্সড ডিপোজিট করার জন্য কোন ব্যাংক সবচেয়ে ভালো সে সম্পর্কে সুস্পষ্টভাবে এ টু জেড জেনে নেওয়া যাক।

ফিক্সড ডিপোজিট কি?

সিক্সট ডিপোজিট হলো- একটি নির্দিষ্ট মেয়াদ এবং অফারের জন্য ব্যাংকগুলো দ্বারা প্রদত্ত এক ধরনের আর্থিক উপকরণ সুদের নির্দিষ্ট হার, যাকে স্থায়ী আমানতও বলা হয়। আরো সহজ ভাবে বললে বলা যায়, ফিক্সড ডিপোজিট হচ্ছে এক ধরনের বিনিয়োগের উপকরণ। যেকোনো ব্যাংক এবং নন ব্যাংক আর্থিক সংস্থা ফিক্সড ডিপোজিট এর মাধ্যমে তাদের গ্রাহকদের অর্থ সঞ্চয় করতে সাহায্য প্রদান করে। এটি একটা নিরাপদ বিনিয়োগের মাধ্যম। 

ফিক্সড ডিপোজিট বিনিয়োগের মাধ্যমে গ্রাহকরা ভালো রিটার্ন পেয়ে থাকে এবং মেয়াদ শেষে সুদ সমেত বিনিয়োগের সমস্ত টাকা উসুল করে নিতে পারে। তাছাড়াও ফিক্সড ডিপোজিট করাটা অনেক সহজ একটা মাধ্যম। সেই সাথে এর মাধ্যমে ভালো অর্থ সঞ্চয়কারী পরিকল্পনাও তৈরি করা যায়, যা ভবিষ্যতের জন্য খুবই সুবিধাদায়ক। আর সবচেয়ে নিশ্চয়তার একটা ব্যাপার হচ্ছে, ফিক্সড ডিপোজিট এর সুদের হার মার্কেটের উঠা নামার সাথে কোনভাবেই প্রভাবিত হয় না। তাই লস হওয়ার কোন সম্ভাবনাই থাকে না। 

ফিক্সট ডিপোজিট করা কোথায় বেশি লাভজনক?

ইতোমধ্যে আমরা আপনাদেরকে জানিয়েছি দেশের প্রায় সকল ব্যাংকেই ফিক্সড ডিপোজিট করা সম্ভব হয়। শুধু তাই নয়, আমাদের বাংলাদেশ পোস্ট অফিসেও এটা করার ব্যবস্থা রয়েছে। তবে ফিক্সড ডিপোজিট ব্যাংকে করাটাই অধিক ভালো। কেননা পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করলে সুদের হার অনেক কম হয়, যেটা আপনার জন্য লসজনক হয়ে দাঁড়াবে। 

মূলত দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তুলনায় বেশি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ফিক্সড ডিপোজিটে সুদ অধিকারের দিয়ে থাকে। তাছাড়াও মেয়াদ বেশি হলে ঢাকা ব্যাংক প্রায় ৮% হারে সুদ দিয়ে থাকে বলে জানা যায়। পাশাপাশি অন্যান্য ব্যাংকগুলোও এই একই হারে সুদ প্রদান করে। এখন আমাদের মাঝে এমন অনেকেই রয়েছেন যারা ইসলামিক মন মানসিকতার মানুষ। 

তো আপনি যদি তাদের মধ্যে হয়ে থাকেন তাহলে সুদ থেকে দূরে থাকতে চাইলে ফিক্সড ডিপোজিট করা উপযুক্ত হবে ইসলামিক ব্যাংকগুলোতে। কেন ইসলামিক ব্যাংকগুলোতে মুনাফা হার অনেক ভালো। সেই সাথে তাদের শর্তাবলী, রীতিনীতিও কিছুটা ভিন্ন।

ফিক্সড ডিপোজিট রেট 2023 বাংলাদেশ

নতুন বছরে পা রাখতেই সবাই এখন জানতে আগ্রহী ২০২৩ সালে দাঁড়িয়ে বাংলাদেশে ফিক্সড ডিপোজিট রেট কত? তাই আপনি যদি নতুন বছরে ফিক্সড ডিপোজিটে টাকা রাখার পরিকল্পনা করেন তাহলে এই তথ্যগুলো জানা খুবই জরুরী। এর আগে অর্থাৎ গত বছরে ২০২২ সালে ধাপে ধাপে পাঁচবার ফিক্সড ডিপোজিট রেট বাড়িয়েছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আগে ছিল ৪.৪০ শতাংশ পরবর্তীতে বাড়িয়ে তা দাড়ায় ৬.২৫ শতাংশে। 

আর এই ব্যাংকের সাথে পাল্লা দিয়ে ২০২২সালে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি পায়। সেই সাথে আনা হয় নতুন একটি ফেক্সট ডিপোজিট প্রকল্প এসবিআই উইকেয়ার। এই প্রকল্পের ন্যূনতম মেয়াদ ৫ থেকে ১০ বছর যা আগামী ২০২৩ সালের ৩১ শে মার্চ পর্যন্ত চলমান থাকবে। 

একইভাবে এইচডিএফসি ব্যাংকের তরফেও এমন একটি প্রকল্প আনা হয়েছে। যার মেয়াদ চলমান থাকবে ২০২৩ সালের ৩১ শে মার্চ অব্দি। এখানে আপনি পাঁচ কোটি টাকার বেশি বিনিয়োগ করতে পারবেন। আর হ্যাঁ প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে অতিরিক্ত পঁচিশ বিপিএস প্রিমিয়াম দেওয়া হবে। ২০২৩ সালের ৭ই এপ্রিল অব্দি ফিক্সড ডিপোজিটের সুবিধা প্রদান করবে আইসিআইসিআই ব্যাংক। 

জানা যায়, প্রবীণ নাগরিকদের জন্য ফিক্সড ডিপোজিট এর উপরে অতিরিক্ত ১০ বেসিস পয়েন্ট হারে সুদ দেওয়া হবে এই ব্যাংকে। প্রকল্পের মেয়াদ পাঁচ বছর পর্যন্ত চলমান থাকবে বিনিয়োগের সর্বোচ্চ অর্থ সীমা হবে দুই কোটি টাকা। তো পাঠক বন্ধুরা, আপনি যদি এ বিষয়ে আরো বিস্তারিত জানতে চান তাহলে নিচের চার্ট টি মনোযোগ সহকারে পড়ুন। 

বিশেষ দ্রষ্টব্য: ফিক্সট ডিপোজিট রেট পরিবর্তনশীল। তাই পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। কেননা আমরা আপনাদের জানানোর উদ্দেশ্যে চেষ্টা করব ফিক্সড ডিপোজিট রেট ২০২৩ বাংলাদেশ সম্পর্কে।

 

Name of the Banks

Savings Deposit

Special Notice Deposit (SND) Deposit

Fixed Deposit

< 1.00 crore

1.00 crore but <25.00 crore

25.00 crore but <50.00 crore

50.00 crore but <100.00 crore

100.00 crore and above

3 months but<6 months

6 months but<1 year

1 year but<2 years

2 years but<3 years

3 years and above

December, 2022

SCBs

AGRANI

2.60

2.88

3.00

3.25

3.50

3.75

6.25

6.50

6.75

6.00

7.00

BASIC

3.50-4.00

3.50

3.50

3.50

3.50

3.50

6.75

6.75

6.75-7.00

7.00

6.75-7.00

BDBL

4.00

2.75

3.00

3.25

3.50

3.75

6.25

6.50

6.50

   

JANATA

2.75

2.75

3.00

3.25

3.50

4.00

7.00

7.00

7.00

   

RUPALI

3.00-3.50

2.50

3.00

3.25

3.50

4.00

6.25-6.50

6.50

6.50-6.75

6.50-6.75

6.50-6.75

SONALI

3.00

2.25

2.50

2.75

3.00

3.25

5.50-6.17

6.12-6.42

6.00-6.35

6.00-6.35

 

DFIs

BKB

3.50

3.50

3.50

3.50

3.50

3.50

5.75-6.00

5.85-6.00

6.00

   

PKB

3.00-3.50

             

5.50

   

RAKUB

3.00

3.00

3.00

3.00

3.00

3.00

 

6.00

6.25

6.50

6.00-6.25

PCBs

AB-BANK

2.50

1.25

1.75

2.38

2.75

3.00

5.75-6.75

5.25-6.45

6.50

6.25-6.45

 

AL-ARAFAH

2.00

2.25

2.25

2.25

2.25

2.25

4.50-5.75

4.50-5.75

4.50-5.75

4.50-5.75

4.50-5.75

BANK ASIA

1.56-3.74

2.64

2.64

3.14

3.14

3.39

3.24-6.48

5.54-6.48

6.38-6.48

6.48

6.48-6.63

BCBL

3.25-3.50

2.50

3.00

3.00

3.00

3.00

6.00

6.00

6.00

   

Bengal

2.50-3.25

2.50

2.50

2.50

2.75

3.00

6.50-7.00

6.50-7.00

6.50-7.00

6.50-7.00

6.50-7.00

BRAC

0.50-3.50

0.25

0.75

1.25

1.50

2.00

6.35-7.00

6.50-7.25

6.75-7.25

7.00-7.25

7.00-7.25

CBBL

1.50-5.50

2.00

2.25

2.50

2.75

3.00

5.50-6.50

6.00-6.50

6.00-6.50

6.00-6.50

6.00-6.50

DHAKA

3.50

2.00

2.25

2.50

2.75

3.00

5.00-6.33

5.00-6.33

5.00-6.33

5.50-6.33

6.21

DUTCH-BANGLA

0.50-3.25

1.00

2.00

2.50

2.50

2.50

2.00-5.81

2.50-5.85

3.00-5.90

3.00-5.90

3.00-5.90

EBL

2.00

1.00

2.00

2.00

2.00

2.00

2.25-6.35

2.50-6.50

2.75-6.50

3.00

3.00

EXIM

2.50

2.00

3.00

3.00

3.00

3.00

7.00

7.00

7.00

7.00

7.00

FIRST SECU

2.25

2.25

2.25

2.25

2.25

2.25

5.60

5.60

5.75-6.00

   

GIBL

3.00

2.50

2.50

2.50

2.50

2.50

6.00

6.00

6.00

6.00

6.00

ICB

4.50

3.00

4.00

4.00

4.00

4.00

5.60-6.00

5.60-6.00

5.75-6.15

5.75-6.15

5.75-6.15

IFIC

2.00

2.00

2.00

2.50

3.00

3.50

7.00

7.00

7.00

7.00

7.00

ISLAMI

2.50-4.40

2.50

2.50

2.50

2.50

2.50

6.75

6.80-6.85

4.00-6.85

6.90

5.75-7.00

JAMUNA

2.00

1.00

2.00

3.00

4.50

7.08

4.00-6.96

4.00-6.96

4.00-6.96

   

MDBL

2.50-3.75

2.50

3.25

3.25

4.00

4.25

4.25-6.50

4.25-7.00

4.00-7.00

   

MERCANTILE

4.00

1.00

1.50

2.50

3.00

3.50

4.25-6.35

4.50-6.35

4.75-6.35

4.75-6.35

 

MGBL

2.50

3.00

3.25

3.25

3.25

3.50

6.35-7.00

6.50-7.25

6.50-7.25

6.75-7.00

6.75-7.00

MMBL

2.00-4.00

2.00

2.00

2.00

2.00

3.00

4.50-6.35

4.75-6.50

5.00-6.75

   

MUTUAL TRUST

2.50

1.25

1.50

1.75

2.00

2.50

3.50-6.00

3.75-6.00

4.00-6.00

4.00-6.00

4.00-6.00

NBL

2.00

2.00

2.00

3.00

3.00

3.00

5.50-6.33

6.50

6.50

6.50

7.00

NCCBL

2.00

2.00

2.00

2.00

2.00

2.00

5.00-6.50

5.50-6.75

5.50-7.00

5.50-7.00

5.50-7.00

NRBBL

1.50-3.00

3.00

3.00

3.50

4.00

4.00

4.00-6.50

6.00-6.50

6.25-6.50

6.50

 

NRBCBL

3.50-6.00

2.00

2.25

2.50

2.75

6.00

6.50

6.75

6.75

7.00

6.25-7.00

ONE BANK

2.00-5.25

2.00

3.75

2.75

3.00

3.50

6.00-7.12

6.50-7.12

7.00-7.12

7.00-7.12

7.00-7.12

Padma

4.50-6.25

3.50

4.00

8.00

8.00

8.00

6.25-6.75

6.50-7.00

7.00-8.50

   

PREMIER

2.00-2.50

2.00

2.50

2.75

3.00

3.50

4.50-7.00

4.50-6.75

4.50-7.00

4.50-6.70

4.50-6.70

PRIME

1.25-4.00

0.50

1.00

2.00

2.00

3.15

4.50-6.38

4.50-6.33

4.50-6.62

4.50-6.15

4.50-6.15

PUBALI

2.00

2.78

2.90

3.51

4.00

4.53

6.00-6.53

6.53

6.53

6.53

6.53-7.11

SBACBL

3.00-5.50

2.50

2.50

2.50

2.50

2.50

4.00-7.50

4.00-7.50

4.00-7.50

4.00-7.50

4.00-7.50

SHAHJALAL

1.50-2.50

2.00

2.00

2.00

2.00

2.00

4.50-6.00

4.50-6.00

4.50-6.00

4.50-6.00

4.50-6.00

SHIMANTO

2.00-7.50

2.00

2.00

2.00

2.00

2.00

3.00-6.70

4.00-6.70

5.00-6.75

5.50-6.70

5.50-6.70

SIBL

3.00

2.00

2.50

2.75

3.25

4.00

3.00-7.00

7.00-7.25

7.25-7.50

   

SOUTHEAST

1.25-1.75

1.50

1.75

2.00

2.25

2.50

4.00-6.50

4.00-6.50

4.00-6.75

4.00-6.50

 

STANDARD

2.00

2.00

2.25

2.50

3.00

3.00

4.25-6.33

4.50-6.33

4.75-6.33

5.50-6.33

 

THE CITY

0.18-1.73

2.49

2.49

2.49

2.49

2.49

2.38-6.14

3.11-6.17

3.36-6.29

3.83-6.21

3.83-6.21

TRUST BANK

3.00-3.50

1.00

1.00

1.00

2.00

2.00

3.00-6.33

3.50-6.33

3.75-6.33

3.75-6.33

3.75-6.33

UCBL

2.75

1.75

2.00

2.25

2.50

2.75

3.75-7.00

3.75-7.00

4.00-6.50

4.50-6.50

4.50-6.50

UNBL

3.00

3.00

3.00

3.00

3.00

3.00

6.00

6.00-6.25

6.00-6.25

6.00-6.25

6.00-6.25

UTTARA

2.75-4.00

2.25

2.75

3.25

3.75

4.25

4.00-5.75

4.25-6.00

4.50-6.25

4.50-6.25

4.50-6.25

FBs

AL FALAH

6.25

0.50

5.00

6.00

6.25

6.25

2.25-7.25

2.00-7.25

2.75-7.25

6.33

6.33

CITI N.A.

0.45

0.05

0.05

0.05

0.05

0.40

0.10

0.10

0.10

   

COMMERCIAL B.

3.00

1.00

1.00

1.25

1.50

2.50

1.50-7.00

2.50-7.00

3.25-7.00

6.65-7.50

6.65-8.00

HABIB

2.50

2.50

3.50

3.50

3.50

3.00

4.50-5.00

4.75-6.75

5.00-7.00

5.00-6.50

6.00-6.50

HSBC

0.25-4.00

0.05

0.05

0.10

0.30

0.45

0.20-4.50

0.25-5.50

0.30-6.00

0.30-6.00

0.30-6.00

NBP

4.50

0.20

0.30

0.40

0.50

1.00

5.75

5.75

5.75

6.50

6.50

SBI

1.00-2.00

1.00

1.50

4.00

4.00

4.00

3.50-6.66

3.50-6.66

3.50-6.66

3.50-6.66

3.50-6.66

STAN.CHART

0.05-4.00

0.05

0.05

0.10

0.30

0.45

0.05-6.96

0.05-6.96

3.50-6.96

0.03-3.48

0.03

WOORI

0.50-2.00

0.50

0.50

0.50

0.50

0.50

1.25-6.96

1.50-6.96

1.75-6.96

3.00-6.96

3.00-6.96

 

ইসলামী ব্যাংক ফিক্সড ডিপোজিট রেট

আপনি যদি ইসলামী ব্যাংকে ডিপিএস করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে একটি নির্দিষ্ট সময়ের জন্য মাসিক কিস্তি পরিশোধ করে এই ফিক্সড ডিপোজিট পরিচালনা করতে হবে, যেগুলোর নির্দেশনা প্রদান করবে ব্যাংক। 

এখন কথা হল ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট রেট কত? মূলত এই মুহূর্তে ইসলামী ব্যাংকে রেড বা প্রফিট রেট তিন মাসে ৫.৫%, এক বছরে প্রায় ৫.৬%, ২ বছরে প্রায় ৫.৮% এবং ৩ বছরে প্রায় ৬%। এখানে ট্যাক্স যুক্ত হবে। মুদারাবা সেভিংস বন্ড একাউন্ট: ডিপোজিট করা যাবে ১০০০, ৫০০০, ২৫০০০, ৫০০০০, ১০০০০০, ৫০০০০০, ১০০০০০০ টাকা।

সোনালী ব্যাংক ফিক্সড ডিপোজিট রেট

সোনালী ব্যাংকে ফিক্সড ডিপোজিট এর হার তিন বছরের জন্য ৯.০০% এবং পাঁচ বছরের জন্য ১০.০০%। আপনি যদি সোনালী ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে তিন বছর মেয়াদে মাসিক প্রদেয় মুনাফা পাবেন ৯.০০ শতাংশ অর্থাৎ প্রতি মাসে ৩.৭৫ টাকা। আর পাঁচ বছর মেয়াদে পাবেন ৪১৭ টাকা প্রতি মাসে অর্থাৎ ১০.০০ শতাংশ। 

পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট রেট

পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট রেট ২.৯০-৮ শতাংশ পর্যন্ত হতে পারে। তবে যদি বিনিয়োগকারী প্রবীণ নাগরিক হয়ে থাকেন সেক্ষেত্রে ০.২৫% থেকে ০.৫% সুদ বেশি হতে পারে।

যেহেতু ভবিষ্যতের কথা চিন্তা করে অর্থ সঞ্চয়ের জন্য আপনি ফিক্সড ডিপোজিট করার কথা ভাবছেন তাই প্রথমত আপনার পছন্দের ব্যাংকটির রেট সম্পর্কে বিস্তারিত জানুন। পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করুন অর্থ বিনিয়োগের। 

তো সুপ্রিয় পাঠক বন্ধুরা, ফিক্সড ডিপোজিট করার জন্য কোন ব্যাংক সবচেয়ে ভালো সম্পর্কিত আমাদের আজকের আর্টিকেলটি এখানেই শেষ করছি। আপনাদের যদি কোন মন্তব্য থেকে থাকে আমাদের কমেন্ট করে জানান। নিয়মিত পোষ্টের নোটিফিকেশন পেতে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *