ফরেক্স ট্রেডিং
|

ফরেক্স ট্রেডিং কি? ফরেক্স কিভাবে কাজ করে? আয় কত?

ইন্টারনেট ব্যবহার করে অনলাইন কোর্স, সাহায্য, গাইড বা টিউটোরিয়ালের সাহায্য নিয়ে আজকাল অনেকেই ফরেক্স ট্রেডিং শুরু করছে। সেই সাথে বেশ ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতেও সক্ষম হচ্ছে। আপনিও কি ফরেক্স ট্রেডিং করে ঘরে বসে ইনকাম করতে চান? উত্তর যদি “হ্যাঁ” হয় তবে ঝটপট পড়ে ফেলুন আজকের এই আর্টিকেলটি। 

ফরেক্স ট্রেডিং কি?

সবচেয়ে বৃহত্তম আর্ন্তজাতিক কারেন্সি ট্রেডিং মাকেট হিসেবে বেশ জনপ্রিয় এই ফরেক্স ট্রেডিং। আপনি জেনে অবাক হবেন বিশ্বের সবচেয়ে বৃহত্তম ব্যাংকের মাধ্যমে মেজর ট্রেডিং ভলিউমে ট্রেড হয় এই ফরেক্স ট্রেডিং সেক্টরটিতে।ইনকামেন পরিমাণ বাড়তি থাকার পাশাপাশি বেশ জনপ্রিয়তার খাতিরে ফরেক্স ট্রেডিং করা ট্রেডারের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। 

এই আন্তর্জাতিক অনলাইন কারেন্সি মার্কেটে জাতীয় এবং আঞ্চলিক মুদ্রা লেনদেন করা হয়। যেমন USD, EUR, GBP, JPY এবং অন্যান্য। নিয়মিত ফরেক্স একটি নির্দিষ্ট মুদ্রার বিনিময় হার নির্ধারণ করে। ফলে এর মানটাও ওঠানামা করে। 

প্রতিটি ফরেক্স মার্কেটের অংশগ্রহণকারীদের কাজ হলো এক মূল্যে (চুক্তি খোলা) ট্রেড অর্ডার করা এবং হারের পার্থক্য থেকে মুনাফা লাভ করার উদ্দেশ্যে অন্য মূল্যে বিপরীত এক্সচেঞ্জ অপারেশন পরিচালনা করা। এক্ষেত্রে আপনাকে চুক্তি করতে হবে। মনে রাখবেন এক্ষেত্রে স্টক ট্রেডিংয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি সামান্য পরিবর্তনও একজন ফরেক্স ট্রেডারের ইনকাম দ্বিগুণ করে দিতে পারে। 

বিটকয়েন কি ? বিটকয়েন কিভাবে কাজ করে ?

ফরেক্স ট্রেডিং করতে কি কি লাগে?

ফরেক্স ট্রেডিং করতে সর্বপ্রথম যথেষ্ট জ্ঞানের দরকার পড়ে। পরবর্তীতে প্রচুর ইনভেস্ট করার মন-মানসিকতা থাকতে হয়। সেই সাথে ঝুঁকি নেওয়ার প্রতিও আগ্রহ থাকা চাই। তবে সঠিকভাবে জেনে-বুঝে কাজে না নামলে প্রচুর পরিমাণ ইনভেস্ট এবং ঝুঁকিতেও কোনো কাজ হবে না। সাম্প্রতিক ফরেক্স ট্রেডিং রিলেটেড সব খবরাখবর সম্পর্কে সচেতন থাকতে হবে। ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করে ফরেক্সের ডেইলি প্রাইজিং নিয়ে রিসার্চ করতে হবে। মোটামুটি এসমস্ত প্রয়োজনীয়তা পূরণ করতে পারলেই আপনি ফরেক্স ট্রেডিং শুরু করতে পারেন। 

ফরেক্স ট্রেডিং কিভাবে কাজ করে?

Foreign Exchange Trade অথবা Foreign Currency Exchange একটি নির্দিষ্ট নিয়ম মেনে কাজ করে থাকে। যার মূল কাজ হলো বিভিন্ন দেশের মুদ্রা ক্রয়-বিক্রয় করার মাধ্যমে ট্রেড করা।

উদাহারনের সাহায্যে বলতে গেলে, আপনার কাছে যদি ৭০ টাকা থাকে এবং সেই ৭০ টাকা দিয়ে আপনি ১ ডলার কিনে রেখে দিতে পারলে কিছুদিন পর দেখলেন টাকার বিপরীতে ডলারের দাম বেড়ে প্রতি ডলার সমান ৭৫ টাকা হয়ে গেলো। এবার আপনি সেই ডলার বিক্রি করে ৫ টা লাভ করলেন। মূলত এভাবেই ফরেক্স ট্রেডিং এর প্রসেস পরিচালিত হয়। 

ফরেক্স ট্রেডিং কি এবং কিভাবে ফরেক্স ট্রেডিং করে আয় করবেন?

ফরেক্স ট্রেডিং কিভাবে শিখবো?

ফরেক্স ট্রেডিং করার আগে এর প্রতিটি প্রসেস আপনাকে ভালোভাবে রপ্ত করতে হবে। এক্ষেত্রে আপনি ঘরে বসেই ফরেক্স ট্রেডিং শিখতে পারবেন। তবে মূলত ৩ টি মাধ্যমের যেকোনো একটি মাধ্যমকে কাজে লাগিয়ে শেখার কাজটি সেরে ফেলতে পারেন। এগুলি হলো: 

  • ভিডিও টিউটোরিয়াল
  • ব্লগ পড়ুন
  • কোর্স করুন

ভিডিও টিউটোরিয়াল দেখুন:

ফরেক্স ট্রেডিং রিলেটেড বিভিন্ন ভিডিও বর্তমানে ইউটিউবে রয়েছে। আপনি চাইলে এসব ভিডিও এর সাহায্য নিতে পারেন। অনেকেই প্র্যাকটিল ফুল প্রজেক্ট ইউটিউবে এনে শেয়ার করে। আপনিও এসব প্রজেক্ট বেইজড ভিডিও দেখা শুরু করতে পারেন। 

ব্লগ পড়ুন:

যারা পড়তে পড়তে শিখতে চান তারা ফরেক্স রিলেটেড বিভিন্ন কন্টেন্ট বা ব্লগ পড়তে পারেন। তবে ইংরেজি কন্টেন্ট বা ব্লগ পড়লে সর্বাবস্তায় জেনুইন তথ্য পাবেন আশা করি। যদিও আজকাল বাংলাদেশী ফরেক্স ট্রেডারেরাও অনেক এগিয়ে যাচ্ছে এবং বিভিন্ন কার্যকরী টিপস শেয়ার করছে। 

কোর্স করুন: 

প্রফেশনালি ফরেক্স ট্রেডিং শিখতে হলে সরাসরি কোর্স করুন। অনলাইন কিংবা অফলাইন যেকোনো কোর্সে জয়েন হয়ে আজই শেখা শুরু করে দিতে পারেন। এতে করে ফরেক্স ট্রেডিং ব্যাপারটি দ্রুত ক্যাচ করতে সক্ষম হবেন। 

ফরেক্স ট্রেডিং করে কিভাবে আয় করা যায়?

ফরেক্স ট্রেডিং এর আয়ের ব্যাপারটি মূলত টাকা দিয়ে টাকা আয় করার মতো ব্যাপার! ব্যাংকে রাখলে যেমন টাকা বাড়ে ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রেও টাকা ঘুরিয়ে আনতে পারলে সেই টাকা দিয়েই টাকা আসে। 

ফরেক্স ট্রেডিং করে ইনকাম করতে চাইলে অবশ্যই আপনাকে বিভিন্ন দেশের মুদ্রা নিয়ে ঘাঁটাঘাঁটি করতে হবে। যেমন ধরুন আপনার যদি ডলার কেনা থাকে, ডলারের বিপরীতে ইউরো এর দাম পরে গেলে আপনি ডলার বিক্রয় করে ইউরো কিনে রাখতে পারেন। পরবর্তীতে ইউরোর দাম বাড়ার পর তা বিক্রয় করে বাড়তি কিছু ইনকাম জেনারেট করা গেলো! 

মনে রাখবেন ফরেক্স ট্রেডিং করে ইনকামের পথ কিন্তু শতভাগ খোলা এবং ইনকাম জেনারেট হওয়ার সম্ভাবনা নিয়েও কোনো ঘাটতি নেই! সুতরাং ইনভেস্ট করুন এবং সেটা ঠিক প্রসেসেই করার চেষ্টা করুন। ইনকাম জেনারেট হবেই! 

ফরেক্স ট্রেডিং করে কত টাকা ইনকাম করা যায়?

প্রসেস জানিয়ে দেওয়ার পর এবার আসি ইনকামের ব্যাপারে। অনেকের মনে হয়তো ইতিমধ্যেই প্রশ্ন জেগেছে ফরেক্স ট্রেডিং করে কত টাকা ইনকাম করা যায় সে-সম্পর্কে। ফরেক্স ট্রেডিংয়ের ইনকাম নির্ভর করবে আপনার ইনভেস্টের উপর। তবে অনেক সময় কম ইনভেস্টও আশার বাইরে ইনকাম জেনারেট করার সুযোগ পেতে পারেন। এক্ষেত্রে আপনাকে চোখ-কান খোলা রেখে চলতে হবে। কোন সময় কোন দরদাম চলছে তার খেয়াল রাখতর হবে। সঠিকভাবে আগাতে পারলে এই সেক্টর হতে প্রতি মাসে ইজিলি ২/৩ হাজার ডলার ইনকাম করতে পারবেন। 

ফরেক্স ট্রেডিং এর সুবিধা কি?

কাজের ব্যাপারে তো জানা গেলো। এই পর্যায়ে ফরেক্স ট্রেডিংয়ের সুবিধা একেবারেই না জানলে নয়। চলুন এই পর্যায়ে আমরা জেনে নিই ফরেক্স ট্রেডিং কিছু গুরুত্বপূর্ণ সুবিধা! যার কারণে আপনারও এই সেক্টরে ইনভেস্ট করাটা বেশ লাভজনক প্রজেক্ট হতে পারে। 

যাদের পুঁজি রয়েছে কিন্তু ঘরে বসে তা ইনভেস্ট করে আয় করার সুযোগ পাচ্ছেন না ফরেক্স ট্রেডিং তাদের ক্ষেত্রে সোনায় সোহাগা সেক্টর হতে পারে। কেননা কাজটি আপনি ঘরে বসেই সারতে পারবেন। 

আপনি জেনে অবাক হবেন কদিন আগেও ফরেক্স ট্রেডার হিসেবে কোনো সাধারণ পাবলিক চান্স পেতো না বা কাজ করার সুযোগ পেতো না। কিন্তু বর্তমানে যে কেউই এই সেক্টরটিতে ইনভেস্ট করে মোটা অংকের ইনকাম জেনারেট করতে পারে৷ 

ফরেক্স সেক্টরে ট্রেডিং করার ক্ষেত্রে আপনি আপনার সুবিধামতো সময়কে গুরুত্ব দিতে পারেন। কেননা এই সেক্টরটির ক্ষেত্রে চারটি ভিন্ন ভিন্ন সেশন নিয়ে সপ্তাহের সোম থেকে শুক্রুবার ২৪ ঘন্টায় খোলা রাখার ব্যবস্থা থাকছে। 

অনেকেই একটি লাভজনক বাজারে নিজের সীমিত টাকা দিয়ে বিশাল পরিধিতে ট্রেড করার জন্য লিভারেজ সুবিধা চায়। এক্ষেত্রে ফরেক্স ট্রেডিং হতে পারে পারফেক্ট সমাধান। 

ফরেক্স ট্রেডিংয়ে মুনাফাজনিত ঝুঁকি থাকলেও ইনভেস্ট রিলেটেড কোনো ঝুঁকি নেই। কেননা আপনার সকল লেনদেন আপনার ব্যক্তিগত একটি একাউন্ট এর মাধ্যমে পরিচালিত হওয়ার সুযোগ থাকছে। ফলে এখানে অন্য কারো এক্সেস এর কোন সুযোগ নেই৷ 

ফরেক্স ট্রেডিং করে সফল হওয়ার কিছু টিপস

এবার আসি ফরেক্স ট্রেডিং করে সফল হওয়ার কিছু টিপস সম্পর্কে। টিপস এন্ড ট্রিকস প্রতিটি কাজকে আরো সহজ করে তুলে। চলুন জেনে নেওয়ার এসম্পর্কিত কিছু টিপস সম্পর্কে। 

  • টানা ট্রেডিং করবেন না। মাঝেমধ্যে বিরতি নেওয়ার চেষ্টা করুন৷
  • কখনো কম্পিটিশনে নামবেন না। বিশেষ করে ইনভেস্ট করার ক্ষেত্রে তো একেবারেই না!
  • লোন করে অনেকেই ট্রেড করার চেষ্টা করে। যা একেবারেই করা যাবে না।
  • যারা মান্থলি টার্গেট করে রেখেছেন, বিশেষ করে ইনকামের তারা ফোর্স করে হুটহাট ট্রেড করতে নেমে যাবেন না।
  • কমপক্ষে পরপর ৬/৭ টা ট্রেডে সুফল না পেলে অতিরিক্ত ট্রেড করতে যাবেন না।

ট্রেডিং হোক শতভাগ নিরাপদ! লোভে পড়ে বোকামি করার চেষ্টা করবেন না। ধীরে ধীরে বুদ্ধিমানের মতো আগাতে পারলে পরবর্তী সফল ট্রেডার হিসেবে বিশ্বের বুকে আপনার নামটিও থাকবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *