ফরেক্স ট্রেডিং কি
|

ফরেক্স ট্রেডিং কি এবং কিভাবে ফরেক্স ট্রেডিং করে আয় করবেন?

ফরেক্স ট্রেডিং কি এবং কিভাবে ফরেক্স ট্রেডিং করে আয় করবেন:- আজকাল প্রযুক্তির কল্যাণে অনেক কিছুতেই বদল ঘটেছে। আর তাইতো বর্তমানে মানুষ নতুনত্বর সাথে পরিচিত হচ্ছে এবং ইনকামের জন্য বেছে নিচ্ছে স্মার্ট পদ্ধতিগুলো। অনলাইন মার্কেটপ্লেস থেকে বিভিন্ন মাধ্যমে অর্থ উপার্জন করা সম্ভব। কিন্তু আপনি কি জানেন–ফরেক্স ট্রেডিং এখন অর্থ উপার্জনের দারুন মাধ্যম হয়ে দাঁড়িয়েছে!

অনেকেই হয়তো জানেন আবার অনেকেই এ বিষয়ে শুনেছেন কিন্তু বিস্তারিত অবগত নন। আর তাই আজকের এই আলোচনার মাধ্যমে আমরা আপনাদেরকে জানাবো– কিভাবে ফরেক্স ট্রেডিং করে আয় করবেন এবং ফরেক্স ট্রেডিং কি সেসব বিষয়ে বিস্তারিত। তাহলে আসুন আলোচনা পর্ব শুরু করা যাক এবং জেনে নেওয়া যাক- ফরেক্স ট্রেডিং কি এবং কিভাবে ফরেক্স ট্রেডিং করে আয় করবেন।

ফরেক্স ট্রেডিং কি?

ফরেক্স ট্রেন্ডিং মানে হচ্ছে বৈদেশিক মুদ্রার লেনদেন। এটি মূলত এমন একটা ডিজিটাল ও স্মার্ট মাধ্যম, যেখানে বিভিন্ন জাতীয় মুদ্রা লেনদেন করা হয়। যখন কোন দেশের মুদ্রার মান প্রচন্ড হারে কমে যায় তখন সেই দেশের মুদ্রা কিনে নেওয়ার পর মুদ্রার মান বৃদ্ধি পাবার পরবর্তীতে সেগুলো পুনরায় বিক্রি করা হয়। আর বৈদেশিক মুদ্রা কেনা এবং বেচার পুরো প্রসেসটাই হচ্ছে ফরেক্স ট্রেডিং। 

তবে হ্যাঁ, আপনি যদি ফরেক্স ট্রেডিং কি এই প্রশ্নের উত্তরটি আরো সহজ ভাবে পেতে চান তাহলে ফরেক্স ট্রেডিং শব্দের মানে বের করতে পারেন। কেননা এর অর্থ জানলে আপনি খুব সহজেই ফরেক্স ট্রেডিং এর সংজ্ঞা আন্দাজ করতে পারবেন। 

কারণ ফরেক্স ট্রেডিং শব্দের ফরেক্স এর অর্থ হচ্ছে ফরেন এক্সচেঞ্জ অর্থাৎ এর মানে দাঁড়ালো বৈদেশিক মুদ্রা আদান-প্রদান বা লেনদেন। অতএব সহজ ভাষায়, বাইরের দেশের মুদ্রার আদান-প্রদানই হচ্ছে ফরেক্স ট্রেডিং। কিন্তু কথা হচ্ছে– ফরেক্স ট্রেডিং মূলত কিভাবে করতে হয় এবং ট্রেডিং এর অর্থ কি?.

ট্রেডিং এর অর্থ কি|ট্রেডিং কাকে বলে?

ট্রেডিং বলতে বিভিন্ন ধরনের শেয়ার মার্কেট বা স্টক মার্কেট এর মাধ্যমে ব্যবসা করাকে বোঝায়। মূলত শেয়ার মার্কেট বা স্টক মার্কেটের মাধ্যমে আপনি যদি বিজনেস করে থাকেন তাহলে সেটাকে ট্রেডিং ব্যবসা বলে সম্বোধন করা হবে। তাহলে এ বিষয়বস্তুর উপর ভিত্তি করে ট্রেডিং এর অর্থ দাঁড়ালো মার্কেটিং এর একটি মাধ্যম বা মার্কেটিং প্রসেস।

ট্রেডিং ব্যবসা হচ্ছে ঐ সকল ব্যবসা যেগুলো করার জন্য প্রথমত বিনিয়োগ করতে হয়। আবার একটু ভিন্নভাবে বললে বলা যায় ট্রেডিং হচ্ছে আর্থিক ভাবে লাভবান হওয়ার জন্য স্বল্প সময়ের নিমিত্তে নির্দিষ্ট কিছু অর্থ বা সম্পদ বিনিময় করার একটি স্মার্ট পদ্ধতি। 

এই ট্রেডিং মূলত বিভিন্ন ধরণের সম্পত্তি শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকে। যেমন:-

  • শেয়ার, 
  • মুদ্রা, 
  • কৃষি প্রকৌশল, 
  • স্থাপত্য সামগ্রী, 
  • কৃষি উপকরণ, 
  • কৃষি পণ্য, 
  • প্রকৌশল উপকরণ, 
  • ইলেকট্রনিক্স, 
  • প্রযুক্তি, 
  • পেট্রোলিয়াম এবং বিভিন্ন ধরণের স্মার্ট সার্ভিস ইত্যাদি ইত্যাদি।

আর হ্যাঁ, এই ট্রেডিং মূলত ওপরে উল্লেখিত বিভিন্ন ধরণের সম্পত্তি শ্রেণীর উপর ভিত্তি করে নিম্নবর্ণিত পদ্ধতিতে ঘটতে পারে। সেগুলো হলো –

  • স্টক মার্কেট (শেয়ার বাজার), 
  • মুদ্রা মার্কেট (বৈদেশিক মুদ্রা বিনিময়),
  • কৃষি উপকরণ বা কৃষি পণ্যের মার্কেট,
  • স্থাপত্য উপকরণ বা স্থাপত্য সামগ্রীর মার্কেট,
  • ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক উপকরণের মার্কেট প্রভৃতি।

ফরেক্স ট্রেডিং কিভাবে করে?

ইতিমধ্যে আমরা বলেছি ফরেক্স ট্রেডিং হচ্ছে বৈদেশিক মুদ্রা অল্প দামে কিনে সেটা অধিক দামে বিক্রি করার একটা মাধ্যম। যখন একটা দেশের মুদ্রার মান অনেক বেশি কমে যায় তখন সেটাকে কিনে অন্য আরেক দেশের মুদ্রার বিনিময়ে বেচে দেওয়াটাই হচ্ছে ফরেক্স ট্রেডিং। 

কিন্তু কথা হচ্ছে কিভাবে কোন ওয়েতে ফরেক্স ট্রেডিং করতে হয়! এই কাজটি করার জন্য কি অনেক বেশি বিনিয়োগ করার প্রয়োজন পড়ে? ফরেক্স ট্রেডিং যেহেতু বৈদেশিক মুদ্রা কেনাবেচার একটা মাধ্যম তাহলে এটা কি অনেক সহজ একটা ব্যাপার! 

তাদের উদ্দেশ্যে বলবো না একদমই সহজ মনে হলেও ফরেক্স ট্রেডিং এতটাও সহজ ব্যাপার নয়। তবে হ্যাঁ, আপনি যদি এনালাইসিস প্রিয় হয়ে থাকেন, নতুনত্ব জানার আগ্রহ থেকে থাকে আপনার মাঝে তাহলে বলা যায় আপনি ফরেক্স ট্রেডিং করতে পারবেন এবং এই বিষয়ে সাকসেসও অর্জন করতে সক্ষম হবেন। 

মূলত ফরেক্স ট্রেডিং করার জন্য বেশ কিছু এজেন্ট বা ব্রোকারের সাহায্য নিতে হয়। আপনি মূলত বিভিন্ন কোম্পানি বা ব্রকারের মাধ্যমকে কেন্দ্র করে টাকা ইনভেস্ট করতে পারবেন এবং ওই সকল মুদ্রা লেনদেন করতে সক্ষম হবেন। আর তাই এর মাধ্যমে যদি আপনি অর্থ উপার্জন করতে চান তাহলে প্রথমত ফরেক্স ট্রেডিং সম্পর্কে বিস্তারিত জানুন শিখুন এবং পরবর্তীতে মার্কেটে নেমে পড়ুন জোর উদ্যোমে। 

আর হ্যাঁ অনেকেই জানার আগ্রহ প্রকাশ করেন– ফরেক্স ট্রেডিং করার জন্য মূলত কোন কোন জিনিসের প্রয়োজন পড়ে? দেখুন যেহেতু এটি একটা অনলাইন ভিত্তিক কাজ তাই প্রয়োজনীয় সামগ্রীর তালিকায় অবশ্যই ল্যাপটপ অথবা কম্পিউটার থাকতেই হবে। পাশাপাশি আরো লাগবে

  • ভালো ইন্টারনেট সংযোগ
  • ইনভেস্ট করার মত টাকা
  • প্রচুর পরিমাণে ধৈর্য
  • সৃজনশীল বুদ্ধিমত্তা
  • ফরেক্স ট্রেডিং সম্পর্কে বেসিক ধারণা
  • মার্কেটিং সম্পর্কে জ্ঞান
  • এবং একটি মোবাইল ফোন।

মনে রাখবেন, অনলাইন প্লাটফর্মে আপনি যদি টিকে থাকতে চান এবং ফরেক্স ট্রেডিং এ সফল হতে চান তাহলে অবশ্যই আপনাকে দক্ষতা সম্পন্ন হতে হবে। কেননা আপনার দক্ষতা এই সেক্টরে এনে দেবে সফলতা। 

কিভাবে ফরেক্স ট্রেডিং করে আয় করবেন

আপনি যদি ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে ইনকাম করতে চান তাহলে জানতে হবে ইনকামের মাধ্যমে বা পদ্ধতি সমূহ। আর ইতোমধ্যে আমরা উল্লেখ করেছি যে ফরেক্স ট্রেডিং মার্কেটিং টা মূলত ব্রোকার বা কোন কোম্পানির মাধ্যমে সম্পন্ন করা হয়ে থাকে। 

আর যেহেতু কম দামি মুদ্রা কিনে সেটা পরবর্তীতে অন্য দেশে অধিক দামি মুদ্রা হিসেবে বিক্রি করা হয় আর এই পুরো প্রসেসটা ফরেক্স ট্রেডিং নামে পরিচিত, তো প্রথমত আপনাকে অবশ্যই ইনভেস্ট করতে হবে এটা নিশ্চয়ই বুঝতে পারছেন। 

আর তাই ফরেক্স ট্রেন্ডিং করে আয় করার জন্য আপনাকে প্রথমত ইনভেস্টমেন্ট করার মাধ্যমে কম রেটে ঐ সকল মুদ্রা কিনে নিতে হবে পরবর্তীতে ভবিষ্যতে যদি ওই মুদ্রা গুলোর মান বৃদ্ধি পায় তাহলে সেগুলো অধিক দামে বিক্রি করে লাভবান হওয়া যাবে। এর জন্য আপনাকে বুঝতে হবে ফরেক্স ট্রেডিং মার্কেটিং। 

অতএব এ ব্যাপারে এনালাইসিস করুন এবং নিজের দক্ষতা বৃদ্ধি করুন। মনে রাখার জরুরী যে এই সেক্টরের সফল হতে চাইলে অবশ্যই অভিজ্ঞতা ও দক্ষতা সম্পন্ন হতে হবে। কেননা যার যত অভিজ্ঞতা সে তত বেশি পরিমাণে টাকা ইনকাম করতে পারে ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে। 

আর হ্যাঁ, ফরেক্স ট্রেডিং মূলত মোবাইলের মাধ্যমে করা যায়। তাই যদি আপনার ল্যাপটপ অথবা কম্পিউটার না থেকে থাকে তাহলে আপনি মোবাইল ব্যবহার করেও এই কাজটি করতে পারবেন এবং ইনকাম করতে সক্ষম হবেন প্রচুর পরিমাণে অর্থ। 

তাহলে আর দেরি কেন আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করেই শুরু করে দিতে পারেন ফরেক্স ট্রেডিং মার্কেটিং। এর জন্য প্রথমত খুঁজে বের করুন কোম্পানির বিভিন্ন প্রকার এবং ইউটিউব অথবা ফরেক্স ট্রেডিং বই পড়ার মাধ্যমে জেনে নিন এই মার্কেটিং সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়বস্তু সম্পর্কে এ টু জেড। 

ফরেক্স ট্রেডিং বই / ফরেক্স ট্রেডিং শিখুন

যেহেতু ফরেক্স ট্রেডিং অর্থ উপার্জনের একটা দারুন মাধ্যম তাই এ ব্যাপারে জানতে হলে আপনাকে বিভিন্ন বই পড়তে হবে অথবা কোর্স সম্পূর্ণ করতে হবে। আলোচনার এ পর্যায়ে মূলত আমরা আপনাদেরকে কিছু বই বা গাইড বুক সাজেস্ট করব। আপনার যদি ফরেক্স ট্রেডিং সম্পর্কে আগ্রহ থেকে থাকে তাহলে আপনি ফরেক্স ট্রেডিং বই সংগ্রহ করার মাধ্যমে ফরেক্স ট্রেডিং শিখে ফেলতে পারেন এখনই।

ফরেক্স ট্রেডিং শেখার জন্য আপনার সবচেয়ে সহায়ক হিসেবে ভূমিকা রাখবে গুগল মামা এবং ইউটিউব। কেননা এই রিলেটেড পোস্ট ও ভিডিও গুলো দেখে আপনি ফরেক্স ট্রেডিং সম্পর্কে বেসিক ধারণা অর্জন করতে পারবেন। পাশাপাশি নিম্নে উল্লেখিত বইগুলো পড়ার মাধ্যমেও আপনি জানতে পারবেন ফরেক্স ট্রেডিং সম্পর্কে এ টু জেড। বইগুলো হলো:-

  • ফরেক্স ট্রেডিং এর কৌশল (হার্ড কভার) লেখক টিম হ্যারিস
  • ফরেক্স ট্রেডিং-জিরো টু অ্যাডভান্স লেভেল লেখক মিজানুর রহমান

এছাড়াও

  • জাপানিজ ক্যান্ডেলস্টিক চার্টিং টেকনিক্স” (Japanese Candlestick Charting Techniques) – স্টিভন নিসন
  • “ফরেক্স প্রাইস অকশন স্কেলিং” (Forex Price Action Scalping)
  • “ডেই ট্রেডিং ফরেক্স বুক” (Day Trading Forex with Price Patterns) – লৌরেন্স আ. সিল্বার
  • “ট্রেডিং ইন দ্য জোন” (Trading in the Zone) – মার্ক ডাগলাস এবং “The Little Book of Currency Trading: How to Make Big Profits in the World of Forex” – লিটল বুক সিরিজের এই বইটি লুকা লভ, একজি প্রশিক্ষক এবং ফরেক্স ব্রোকার, ফরেক্স ট্রেডিং সম্পর্কিত মৌলিক জ্ঞান ও ট্রেডিং স্ট্রেটেজি সম্পর্কে আলোচনা করে।

 তাই আপনি চাইলে এই বইগুলো সংগ্রহ করে ফরেক্স ট্রেডিং সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। তবে হ্যাঁ ফরেক্স ট্রেডিং বই ডাউনলোড এর জন্য আমরা মূলত এ পর্যায়ে দুইটি ডাউনলোড লিংক শেয়ার করব। সেগুলো হলো:-

তাহলে আর দেরি কেন, এখনই সংগ্রহ করে ফেলুন এই দুইটি ফরেক্স ট্রেডিং বই এবং জেনে নিন এর সম্পর্কে বিস্তারিত। আর হ্যাঁ ফরেক্স ট্রেডিং নিয়ে মানুষের মনে আরও বেশ কিছু প্রশ্ন রয়েছে। যেমন- ফরেক্স ট্রেডিং বাংলাদেশ বৈধ নাকি অবৈধ, ফরেক্স ট্রেডিং কি হালাল নাকি হারাম ইত্যাদি ইত্যাদি। তাই আলোচনার এ পর্যায়ে আমরা এই দুটি বিষয় সম্পর্কে ক্লিয়ার ধারণা প্রদান করব।

ফরেক্স ট্রেডিং কি বাংলাদেশে বৈধ

ফরেক্স ট্রেডিং বাংলাদেশ একদমই বৈধ নয়, এটি মূলত অনৈতিক কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত আর তাই এই কাজ করলে দণ্ডনীয় অপরাধের শামিল হতে হবে আপনাকে এবং ধরা পড়লে অবশ্যই বাংলাদেশের আইন মোতাবেক শাস্তি ভোগ করতে হবে।

কেননা বাংলাদেশ ব্যাংক বাংলাদেশে ফরেক্স লেনদেন নিয়ন্ত্রণ করে আর তাই শুধুমাত্র তারাই এই লেনদেন প্রক্রিয়াটি সম্পন্ন করার অধিকার রাখে। বাংলাদেশের আইনে বলা হয়েছে লাইসেন্স প্রাপ্ত দালালরা ফরেক্স এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট 1947 এর অধীনে fx পণ্য বিক্রি করতে পারে কিন্তু বিদেশে বসবাসকারী বাংলাদেশীদের সাথে সাধারণ মানুষ বৈদেশিক মুদ্রা লেনদেন করতে পারেনা। 

অতএব আপনি যদি বৈধভাবে বাংলাদেশে অবস্থান করে ফরেক্স ট্রেডিং শুরু করতে চান তাহলে আপনাকে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে। আর আপনি যদি তাদের অনুমতি নিয়ে এই সেক্টরে নেমে পড়েন তাহলে সেটা বৈধ হিসেবে গ্রহণযোগ্যতা পাবে আর যদি বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত এক্সচেঞ্জার ছাড়া ফরেক্স ট্রেডিং শুরু করেন তাহলে সেটা অবৈধ হিসেবে গণ্য করা হবে।

ফরেক্স ট্রেডিং কি হালাল নাকি হারাম

ফরেক্স ট্রেডিং হালাল নাকি হারাম এটা মূলত আপনার কর্মকান্ডের ওপর নির্ভর করবে। কেননা আপনি যতক্ষণ পর্যন্ত ফরেক্স ট্রেডিং করে শোধ গ্রহণ করবেন না ততক্ষণ পর্যন্ত সেটা হালাল হিসেবে গণ্য হবে। তবে আজকাল মানুষ ফরেক্স ট্রেডিং করে প্রচুর অর্থ ইনকাম করার পরবর্তীতে সেগুলো বিভিন্ন পন্থা অবলম্বন করে শোধ গ্রহণ করে থাকে আর তাই সেটা হারাম হিসেবে গ্রহণযোগ্যতা পায়।

আপনি যদি আপনার পরিশ্রম দিয়ে সঠিক ওয়েতে ফরেক্স ট্রেডিং করে থাকেন এবং কোন প্রকার সুদ গ্রহণ না করেন তাহলে ফরেক্স ট্রে ইং করা হালাল। অতএব আপনি দুই মাধ্যমেই ইনকাম করতে পারবে।  এখন এটা আপনাকে নির্ধারণ করতে হবে যে আপনি হারাম পথে রোজগার করবেন নাকি হালাল পথ বেছে নেবেন। 

তো সুপ্রিয় পাঠক বন্ধুরা, ফরেক্স ট্রেডিং কি এবং কিভাবে ফরেক্স ট্রেডিং করে আয় করবেন এ সম্পর্কিত আলোচনার ইতি টানছি এখানেই। আশা করি আমাদের আলোচনার মাধ্যমে আপনারা ফরেক্স ট্রেডিং সম্পর্কে বেসিক ধারণা অর্জন করতে সক্ষম হচ্ছেন। তো সবাই ভালো থাকবেন সুস্থ। আল্লাহ হাফেজ। 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *