এইচএসসি পাস মহিলাদের জন্য সরকারি চাকরি কি কি
|

এইচএসসি পাস মহিলাদের জন্য সরকারি চাকরি কি কি!

এইচএসসি পাস মহিলাদের জন্য সরকারি চাকরিঃ বাংলাদেশে এইচএসসি পাস মহিলাদের জন্য বিভিন্ন সরকারি চাকরির সুযোগ রয়েছে। এই চাকরিগুলো শুধুমাত্র আর্থিক স্বাধীনতা দেয় এমনটা নয় বরং সমাজে সম্মান ও নিরাপত্তা প্রদান করে থাকে। 

যারা চাকরি প্রত্যাশী, একজন মেয়ে হয়ে ভবিষ্যতে চাকরির মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তারা মাঝেমধ্যেই এসএসসি এইচএসসি পাশে কি কি চাকরি করা যায় এ ব্যাপারে জানতে চান। আর তাই আজকের আলোচনায় আমরা জানাবো এইচএসসি পাশ করার পর মূলত কোন কোন চাকরিতে আবেদন করা যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত। 

এই নিবন্ধে আপনি পাবেন বিভিন্ন ধরনের সরকারি চাকরির পদ সম্পর্কিত তথ্য, প্রয়োজনীয় যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং আরও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাবলী, যেগুলো চাকরির সাথে সামঞ্জস্যপূর্ণ। তো যাই হোক– আসুন জেনে নেই, এইচএসসি পাস মহিলাদের জন্য সরকারি চাকরির নাম বা শূন্য পদ সম্পর্কে। 

এইচএসসি পাস মহিলাদের জন্য সরকারি চাকরি | এইচএসসি পাশে সরকারি চাকরি ২০২৪

এইচএসসি পাশে মহিলাদের জন্য একের অধিক সরকারি চাকরির শুন্য পদ ফাঁকা রয়েছে। মূলত হাতে গোনা বেশ কয়েকটি কোম্পানি বা প্রতিষ্ঠান প্রতিনিয়ত তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এইচএসসি পাশে মহিলাদের নিয়োগ দিয়ে চলেছে। বিশেষ করে– বাংলাদেশ ব্যাংক, সড়ক পরিবহন কর্পোরেশন, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন, কর্মচারী কল্যাণ বোর্ড, নৌপরিবহন অধিদপ্তর, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ পুলিশ, প্রাণিসম্পদ মন্ত্রণালয়, জেলা প্রশাসকের কার্যালয়, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তির জাদুঘর সহ প্রভৃতি। 

এক কথায় বাংলাদেশের বিভিন্ন বিভাগ বা কার্যালয়ের এইচএসসি পাশে মহিলাদেরকে চাকরি প্রদান করা হয়ে থাকে।  আর এটা আমরা সবাই জানি– শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার উপর বিবেচনা করে চাকরির পদ নির্ধারিত হয়ে থাকে। তো আপনি যদি এইচএসসি পাশে মহিলাদের জন্য সরকারি চাকরি কি কি এ বিষয়ে আরো ক্লিয়ার ধারণা পেতে চান তাহলে নিচের অংশটুকু আরও ভালোভাবে পড়ুন। 

এইচএসসি পাস মহিলাদের জন্য সরকারি চাকরি কি কি হতে পারে?

এইচএসসি পাস মহিলাদের জন্য বাংলাদেশ ব্যাংকে চাকরি

বাংলাদেশ ব্যাংক নিয়মিতভাবে বিভিন্ন পদে নিয়োগ দিয়ে থাকে, যেখানে এইচএসসি পাস মহিলারাও আবেদন করতে পারেন। সাধারণত, অফিস সহায়ক বা ক্লার্ক পদের জন্য এইচএসসি যোগ্যতা প্রয়োজন হয়। আর তাই আপনি চাইলে আপনার এতোটুকু শিক্ষাগত যোগ্যতা দিয়ে বাংলাদেশ ব্যাংকের চাকরির সুযোগটি লুফে নিতে পারেন। 

এইচএসসি পাস মহিলাদের জন্য প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিভিন্ন সময়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ দিয়ে থাকে। এই পদে আবেদন করার জন্য সাধারণত এইচএসসি পাস এবং প্রশিক্ষণ প্রাপ্তির সনদ প্রয়োজন হয়। আর তাই এইচএসসি পাশ মহিলাদের জন্য সরকারি চাকরি হিসেবে সহকারী শিক্ষকতাও হতে পারে। 

এইচএসসি পাশ মহিলাদের জন্য পুলিশ কনস্টেবল

বাংলাদেশ পুলিশের বিভিন্ন কনস্টেবল পদে নিয়োগ হয়, যেখানে এইচএসসি পাস মহিলারা আবেদন করতে পারেন। আর আমরা জানি যেকোনো চাকরির যেকোনো শূন্য পদে আবেদনের জন্য মূলত এসএসসি এইচএসসি অথবা নাট্য ডিগ্রির প্রয়োজন পড়ে পাশাপাশি শারীরিক সক্ষমতা ও অন্যান্য প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হয়। তো আপনি যদি পুলিশ কনস্টেবল হিসেবে সরকারি চাকরিতে মহিলা হয়েও যোগদান করতে চান সেক্ষেত্রে আজই সার্কুলার সংগ্রহ করুন এবং সঠিক প্রক্রিয়ায় আবেদন কার্য সম্পন্ন করুন। 

এইচএসসি পাস মহিলাদের জন্য স্বাস্থ্য সহকারী পদের চাকরি

স্বাস্থ্য অধিদপ্তরে স্বাস্থ্য সহকারী পদে এইচএসসি পাস মহিলাদের নিয়োগ দেয়া হয়। এজন্য মাঝেমধ্যে সার্কুলার প্রকাশ করা হয় তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। আর এই পদে কাজ করার জন্য সাধারণত স্বাস্থ্য বিষয়ক কোন প্রশিক্ষণ থাকতে হয়। তো আপনি যদি কোন প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে থাকেন এবং এইচএসসি পাশ করে থাকেন তাহলে আজই আবেদন করতে পারেন চলমান সার্কুলার সংগ্রহ করে। 

এইচএসসি পাস মহিলাদের জন্য এনজিও বা সামাজিক সংগঠনে কাজ

বিভিন্ন সরকারি ও বেসরকারি এনজিও ও সামাজিক সংগঠনে এইচএসসি পাস মহিলাদের জন্য বিভিন্ন পদে নিয়োগ দেয়া হয়। এগুলো সাধারণত স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের সাথে সম্পর্কিত। আর তাই এইচএসসি পাশের পর চাকরিতে নিযুক্ত করার জন্য উক্ত সার্কুলার গুলো সংগ্রহ করে সঠিক প্রক্রিয়ায় আবেদন কার্য সম্পন্ন করে লুফে নিতে পারেন এই সুযোগগুলো। 

এছাড়াও এইচএসসি পাসে মহিলাদের জন্য আরো রয়েছে ঔষধ কোম্পানির চাকরি, মাল্টিন্যাশনাল কোম্পানির চাকরি সহ প্রভৃতি। যাই হোক, প্রত্যেকটি প্রতিষ্ঠান মূলত একেক সময় একেক যোগ্যতা ও দক্ষতা ও অভিজ্ঞতার বিষয়গুলো উল্লেখ করে চাকরির সার্কুলার বা চাকরির নোটিশ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে থাকে। তাই আপনি চাইলে আপনার পছন্দের যেকোনো একটি চাকরিতে যোগদান করতেই পারেন। 

তবে ২০২৪ সালে এইচএসসি পাশের সরকারি চাকরি হিসেবে মহিলাদেরকে যে সকল পদে নিয়োগ দেওয়া হতে পারে সেগুলো জানতে নিচের শূন্য পদের নাম গুলো জানান। পাশাপাশি আরো জেনে নিন উক্ত পদের চাকরিগুলো মূলত কোন গ্রেডের অন্তর্ভুক্ত, আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে কিনা এবং তাদের প্রতিষ্ঠানের নাম সম্পর্কে। 

তবে এই আর্টিকেলটি পড়ার পাশাপাশি আপনি চাইলে আমাদের ওয়েবসাইট থেকে আরও পড়তে পারেন– দ্রুত চাকরি হওয়ার উপায় সম্পর্কিত আরও একটি পোস্ট। যেটা আমরা আমাদের ওয়েবসাইটে ইতিমধ্যে প্রকাশ করেছি। 

সরকারি চাকরির খবর | এইচএসসি পাস মহিলাদের জন্য সরকারি চাকরি ২০২৪

শূন্য পদের নামবিস্তারিত তথ্য
নাজির কাম ক্যাশিয়ারপদের সংখ্যা: ০৩ টি গ্রেড: ১৬বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকাশিক্ষাগত যোগ্যতা: যেকোনো শিক্ষাবোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস রেজাল্ট: দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ পাস হতে হবেকম্পিউটার দক্ষতা: থাকতে হবেইংরেজিতে টাইপিং গতি: সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ২০ টি শব্দ বাংলা টাইপিং গতি: সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ২০ টি শব্দ প্রতিষ্ঠানের নাম: ডিসিএমবিআরঅফিসিয়াল ওয়েবসাইট:www.moulvibazar.gov.bd
কার্য সহকারীপদের সংখ্যা: ০১ টি গ্রেড: ১৬বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকাশিক্ষাগত যোগ্যতা: যেকোনো শিক্ষাবোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস রেজাল্ট: দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ পাস হতে হবেকম্পিউটার দক্ষতা: থাকতে হবেইংরেজিতে টাইপিং গতি: সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ২০ টি শব্দ বাংলা টাইপিং গতি: সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ২০ টি শব্দ সার্টিফিকেট: ০৬ মাসের সিভিল ড্রাফ্টটিং সার্টিফিকেট থাকতে হবেপ্রতিষ্ঠানের নাম: ডিসিএমবিআরঅফিসিয়াল ওয়েবসাইট: www.moulvibazar.gov.bd
অফিস সহায়কপদের সংখ্যা: ১৩ টি গ্রেড: ২০ তমবেতন: ৮,২৫০-২০,০১০ টাকাশিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পাস অথবা মাধ্যমিক পাস হতে হবেরেজাল্ট: পাস হলেই হবেকম্পিউটার দক্ষতা: প্রয়োজন নেইইংরেজিতে টাইপিং গতি: প্রয়োজন নেইবাংলা টাইপিং গতি: প্রয়োজন নেইসার্টিফিকেট: আলাদাভাবে প্রয়োজন নেইপ্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহীঅফিসিয়াল ওয়েবসাইট: www.rajshahi.gov.bd
অফিস সহকারি কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিকপদের সংখ্যা: ০৭ টি গ্রেড: ১৬বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকাশিক্ষাগত যোগ্যতা: যেকোনো শিক্ষাবোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস রেজাল্ট: দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ পাস হতে হবেকম্পিউটার দক্ষতা: থাকতে হবেইংরেজিতে টাইপিং গতি: সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ২০ টি শব্দ বাংলা টাইপিং গতি: সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ২০ টি শব্দ প্রতিষ্ঠানের নাম: ডিসিএমবিআরঅফিসিয়াল ওয়েবসাইট: www.moulvibazar.gov.bd
ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটরপদের সংখ্যা: ০৯ টি গ্রেড: ১৬ তমবেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকাশিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পাস হতে হবে।রেজাল্ট: পাস হলেই হবেকম্পিউটার দক্ষতা: থাকতে হবেইংরেজিতে টাইপিং গতি: প্রতি মিনিটে ২০ টি শব্দ বাংলা টাইপিং গতি: প্রতি মিনিটে ২০ টি শব্দসার্টিফিকেট: আলাদাভাবে প্রয়োজন নেইপ্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডঅফিসিয়াল ওয়েবসাইট: www.bkkb.gov.bd
প্রসেস সার্ভারপদের সংখ্যা: ০২ টি গ্রেড: ২০ তমবেতন: ৮,২৫০-২০,০১০ টাকাবয়স: ১৮-৩০ বছরশিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পাস বা মাধ্যমিক পাস হতে হবে।রেজাল্ট: পাস হতে হবে।কম্পিউটার দক্ষতা: প্রয়োজন নেইইংরেজিতে টাইপিং গতি: প্রয়োজন নেই বাংলা টাইপিং গতি: প্রয়োজন নেইসার্টিফিকেট: আলাদাভাবে প্রয়োজন নেইপ্রতিষ্ঠানের নাম: চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, ঢাকাঅফিসিয়াল ওয়েবসাইট: https://cmmdhaka.judiciary.gov.bd/en
এয়ারক্রাফট মেকানিক (মেইনটেন্যান্স)পদের সংখ্যা: ৪০ টি গ্রেড: নিজস্ব বেতন স্কেলবেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকাশিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগ থেকে এবং পদার্থবিজ্ঞান ও গণিতে ন্যূনতম ৩.৫ থাকতে হবে। রেজাল্ট: এইচএসসি পরীক্ষায় প্রথম শ্রেণি বা সমমানের রেজাল্ট থাকতে হবে। কম্পিউটার দক্ষতা: প্রয়োজন নেইইংরেজিতে টাইপিং গতি: প্রয়োজন নেইবাংলা টাইপিং গতি: প্রয়োজন নেইসার্টিফিকেট: আলাদাভাবে প্রয়োজন নেইপ্রতিষ্ঠানের নাম: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড অফিসিয়াল ওয়েবসাইট: www.biman-airlines.com

তবে হ্যাঁ, উল্লেখিত পদগুলো ছাড়াও বিভিন্ন শূন্য পদে বিভিন্ন প্রতিষ্ঠান বা কোম্পানি এইচএসসি পাশ মহিলাদের চাকরি প্রদানের জন্য সার্কুলার প্রকাশ করতে পারে। এর জন্য নিয়মিত চাকরির নিউজ প্রকাশিত বা চাকরির সার্কুলার প্রকাশিত ওয়েবসাইটগুলো ফলো করার চেষ্টা করুন এবং সর্বশেষ আপডেট কৃত সার্কুলার গুলো নজরে রাখুন। 

এখন আসুন জেনে নেই– কিভাবে সরকারি চাকরির জন্য আবেদন করবেন এ বিষয়ে প্রয়োজনীয় আরো খুঁটিনাটি। 

সরকারি চাকরির আবেদনের নিয়ম | অনলাইনে সরকারি চাকরির আবেদনের সঠিক নিয়ম 

সরকারি চাকরির জন্য আবেদন প্রক্রিয়া সাধারণত নিচের ধাপগুলো অনুসরণ করতে হয়। যথা —

নিয়োগ বিজ্ঞপ্তি খোঁজা: বিভিন্ন পত্রিকা, সরকারি ওয়েবসাইট ও জব পোর্টালে নিয়মিত নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজুন। 

আবেদনপত্র পূরণ: নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত ফর্ম পূরণ করুন।

প্রয়োজনীয় কাগজপত্র: প্রয়োজনীয় কাগজপত্র যেমন শিক্ষাগত যোগ্যতার সনদ, নাগরিকত্বের সনদ, ছবিসহ আবেদনপত্র জমা দিন।

লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকার: লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারে উত্তীর্ণ হওয়ার জন্য প্রস্তুতি নিন।

ফলাফল : ফলাফল প্রকাশিত হলে যথাসময়ে যোগদান করুন।

আর হ্যাঁ, সরকারি চাকরি হোক বেসরকারি চাকরি হোক অথবা কোম্পানি চাকরি মূলত যে কোন চাকরিতে আবেদনের দুইটি নিয়ম থাকে বা দুইটি পদ্ধতির বিষয় উল্লেখ করা থাকে সার্কুলারে। একটি হচ্ছে অনলাইন পদ্ধতি আরেকটি হচ্ছে অফলাইন পদ্ধতি। 

অনলাইন পদ্ধতিতে আপনি যদি আবেদন করতে চান সেক্ষেত্রে– ইমেইলের মাধ্যমে আবেদন করতে হতে পারে অথবা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি এপ্লাই নাও অপশনে ক্লিক করে প্রয়োজনীয় ইনফরমেশন সাবমিট করার মাধ্যমে আবেদন কার্য সম্পন্ন করার প্রয়োজন পরতে পারে। আর যদি অফলাইন পদ্ধতিতে আবেদনের কথা উল্লেখ থাকে তাহলে ডাকযোগে অথবা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আবেদনকার্য প্রক্রিয়া সম্পন্ন করতে হতে পারে। 

যাই হোক এর জন্য মূলত আপনাকে প্রথমত চাকরির সার্কুলার টি ভালোভাবে পড়তে হবে। তাই প্রথমেই এটা নির্বাচন করুন যে আপনার যোগ্যতার উপর ভিত্তি করে আপনি কোন পদে আবেদন করতে পারেন, উক্ত পদে আবেদনের জন্য মূলত কি পদ্ধতিতে আবেদনকার্য সম্পন্ন করতে হবে এবং আবেদনের পর ধারাবাহিকতা বজায় রেখে কি কি কাজ করতে হবে । ব্যাস এতোটুকুই। আর সরকারি চাকরি হোক অথবা বেসরকারি চাকরি এর জন্য চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে হবে অবশ্যই অবশ্যই। 

সরকারি চাকরির প্রস্তুতি | এইচএসসি পাস মহিলাদের জন্য সরকারি চাকরি ২০২৪

চাকরির পরীক্ষায় টিকতে চাইলে অবশ্যই লিখিত ও ভাইভা পরীক্ষার জন্য শক্তপোক্ত প্রস্তুতি নিতে হবে। এর জন্য সাধারণ জ্ঞান ইম্প্রুভ করুন অর্থাৎ সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে ধারণা রাখুন বেশি বেশি। অতঃপর বিষয়ভিত্তিক প্রস্তুতি নিন। এক কথায়– আপনার পদের জন্য প্রয়োজনীয় বিষয়গুলোতে ভালো দক্ষতা অর্জন করুন। সেই সাথে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত হোন। 

আর হ্যাঁ, আপনি যদি জানতে চান চাকরিতে টিকার জন্য মূলত কি কি করতে হতে পারে এবং চাকরির পরীক্ষায় ভালো করার জন্য কিভাবে পড়তে হতে পারে তাহলে এই সম্পর্কে আমাদের ওয়েবসাইটে অন্যান্য আরো কিছু পোস্ট করুন। কেননা আপনাদের সুবিধার কথা বিবেচনা করে ইতোমধ্যে আমরা আমাদের ওয়েবসাইটে এই সম্পর্কিত বেশ কয়েকটি আর্টিকেল প্রকাশ করেছি। 

বহুল জিজ্ঞাসিত প্রশ্নোত্তর 

১. কোন ধরনের সরকারি চাকরিগুলিতে এইচএসসি পাস মহিলারা আবেদন করতে পারেন?

এইচএসসি পাস মহিলারা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক, পুলিশ কনস্টেবল, ব্যাংক কর্মচারী, এবং স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারেন। 

২. সরকারি চাকরির প্রস্তুতি কিভাবে নিতে হয়?

সরকারি চাকরির প্রস্তুতির জন্য সাধারণ জ্ঞান, বিষয়ভিত্তিক দক্ষতা, এবং শারীরিক ও মানসিক প্রস্তুতি নিতে হয়। 

৩. কীভাবে নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়?

নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকা, সরকারি ওয়েবসাইট, এবং জব পোর্টাল থেকে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়। 

৪. সরকারি চাকরির জন্য কোন ধরণের প্রশিক্ষণ প্রয়োজন?

একেক চাকরির জন্য একেক ধরনের প্রশিক্ষণের প্রয়োজন পড়ে। যেমন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার জন্য প্রশিক্ষণ সনদ, এবং স্বাস্থ্য সহকারীর জন্য স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ প্রয়োজন।

৫. চাকরির লিখিত পরীক্ষার জন্য কীভাবে প্রস্তুতি নিতে হয়?

লিখিত পরীক্ষার জন্য নিয়মিত পড়াশোনা, সাধারণ জ্ঞান বৃদ্ধি এবং মডেল টেস্ট প্র্যাকটিস করার মাধ্যমে শক্তপোক্ত প্রস্তুতি নিতে হয়। 

৬. এইচএসসি পাশে বেসরকারি চাকরি ২০২৪

এইচএসসি পাশে ২০২৪ সালে বেশ কয়েকটি কোম্পানি প্রতিষ্ঠান শূন্য পদে জনবল নিয়োগ দেবে। উল্লেখিত কিছু প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট অনুসন্ধান করে আপনি চাইলে চাকরির সার্কুলার সংগ্রহ করতে পারেন। যেমন–

  • মিনিস্টার গ্রুপ জব সার্কুলার 
  • জেন্টেল পার্ক জব সার্কুলার 
  • নিউট্রিসিয়া লিমিটেড জব সার্কুলার 
  • স্টার ড্রাগণ ইন্টারন্যাশনাল জব সার্কুলার 
  • আমেরিকান সেন্টার অফ রিজেনারিটিভ হেলথ এন্ড রিসার্চ জব সার্কুলার 
  • ক্রিস্টাল হোম ডেকর জব সার্কুলার সহ প্রভৃতি। 

৭. এইচ এস সি পাশে কি কি চাকরি করা যায়? 

এইচএসসি পাশে অসংখ্য চাকরিতে যোগদান করা সম্ভব হয়। যেমন–

  • হিসাব সহকারি 
  • অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 
  • সাটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 
  • রেডিও টেকনিশিয়ান 
  • স্টুডিও এক্সিকিউটিভ 
  • গুদাম রক্ষক সহ প্রভৃতি। 

পরিশেষে: তো অডিয়েন্স বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা। মূলত এইচএসসি পাস মহিলাদের জন্য সরকারি চাকরি পেতে অনেক সুযোগ রয়েছে। শুধু একটু প্রচেষ্টা ও ধৈর্য ধরে প্রস্তুতি নিলে এই সুযোগগুলো কাজে লাগিয়ে আপনি খুবই তাড়াতাড়ি সমাজে সম্মানজনক অবস্থান করতে পারেন। 

আশা করি, এই নিবন্ধটি আপনাদের জন্য সহায়ক হবে এবং আপনাদের ক্যারিয়ার গঠনে সহায়তা করবে। তো সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে নতুন টপিকে আবারও কথা হবে। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *