বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন কীবোর্ড
| |

বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন কীবোর্ড নাম ও ডাউনলোড লিংক

কখনো কি ভেবেছেন? আপনি বাংলায় কথা বলবেন তা ইংরেজিতে লেখা উঠবে! আপনাদের মাঝের বেশিরভাগ মানুষের উত্তর নিশ্চয়ই এটা হবে যে – “না”। তবে বর্তমানে প্রযুক্তির এত এত উন্নয়নে ব্যাপারটা খুব একটা অস্বাভাবিক নয়। তাই স্বাভাবিকভাবে আপনি এই বিষয়কে ইজি ভাবে নিতে পারবেন এমনকি এখনই চেষ্টা করবেন বাংলা টু ইংলিশ ট্রান্সলেট কিবোর্ড নামানোর।

কেননা বাংলা টু ইংলিশ ট্রান্সলেট কিবোর্ড এর সুবিধা অনেক। আর তাছাড়াও যারা ইংলিশে দুর্বল বা ইংলিশ শেখা ট্রাই করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিবোর্ড “বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন”। বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন কিবোর্ড বর্তমানে অহরহ রয়েছে। তবে এর মধ্যে বাছাইকৃত কিছু কিবোর্ড আপনি ব্যবহার করতে পারবেন ফ্রিতে এবং কোনরকম ঝামেলা ছাড়াই।

অনেকেই জানতে আগ্রহী, বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন কিবোর্ড এর নাম ও ডাউনলোড লিংক সম্পর্কে। তাই আজকে আমরা আমাদের এই প্রবন্ধে বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন এর নাম সাজেস্ট করব, যেটা সবচেয়ে সেরা। পাশাপাশি জানিয়ে দেবো– কিভাবে বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন করতে হয় অনলাইনে।

আরো পড়ুনঃ ই-পাসপোর্ট কি? ই পাসপোর্ট করার প্রয়োজনীয় কাগজপত্র

আমাদের আজকের আলোচনায় যে সকল বিষয়বস্তু থাকছে:

  • বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন অনলাইন
  • বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন কীবোর্ড
  • বাংলা থেকে ইংরেজি করার উপায়
  • ইংরেজি লেখা বাংলা করা যায় যেভাবে
  • ইংরেজি থেকে বাংলা অনুবাদ
  • ইংলিশ কিবোর্ড ডাউনলোড
  • ইংরেজি লেখা বাংলা করার উপায়
  • ইংলিশ বাংলা করার সফটওয়্যার

বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন কিবোর্ড নাম ও ডাউনলোড লিংক

বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন কিবোর্ড গুলোর মধ্যে সবচেয়ে সেরা হল জী-বোর্ড। এছাড়াও রয়েছে

Microsoft Swiftkey Keyboard, Chrooma Keyboard, Fonts Keyboard, Ridmik Keyboard. তবে এই মুহূর্তে বর্তমান সময়ে দাঁড়িয়ে সবচেয়ে জনপ্রিয় ও ব্যবহারযোগ্য কিবোর্ড হচ্ছে জী-বোর্ড, যে ভার্চুয়াল কিবোর্ডটি আপনি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন এবং যেটা ডেভলপ করছে পৃথিবীর অন্যতম বড় সফটওয়্যার কোম্পানি গুগল। 

অতএব আপনি যদি বাংলা টু ইংলিশ ট্রান্সলেট করার জন্য কিবোর্ড সেটআপ করতে চান তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো কিবোর্ড হবে এটি। 

বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন কিবোর্ড ডাউনলোড লিংক- ক্লিক করুণ 

জি-বোর্ড/Gboard কি?

জিবোর্ড হচ্ছে একটি ভার্চুয়াল কিবোর্ড, যা বর্তমান সময়ের সবচেয়ে বড় কোম্পানি গুগল ডেভলপ করছে। এটি মূলত সবচেয়ে ব্যবহৃত ও সুবিধা প্রাপ্ত একটি কিবোর্ড, যাতে রয়েছে বিভিন্ন ফিচার। আপনি নিশ্চয় জানবেন কিবোর্ড মূলত দুই ধরনের হয়ে থাকে। যথা:

  • ফিজিক্যাল কিবোর্ড
  • ভার্চুয়াল কিবোর্ড

আমরা ল্যাপটপ অথবা কম্পিউটারে কাজ করার সময় সাধারণত যে কিবোর্ড হাত দিয়ে টাইপ করি সেটা হচ্ছে physical keyboard, অপরদিকে মোবাইল ফোনে বা ল্যাপটপ অর পিসিতে আমরা যে কীবোর্ড ব্যবহার করি যেটা হাত দিয়ে টাইপ করতে হয় না সেটা হচ্ছে ভার্চুয়াল কিবোর্ড। যা পরবর্তীতে আমরা আরো আলোচনার মাধ্যমে আপনাদেরকে বোঝাবো। মূলত এই পর্যায়ে আমরা আপনাদেরকে যে কিবোর্ড সাজেস্ট করলাম বাংলা টু ইংলিশ ট্রান্সলেট এর জন্য এটা হচ্ছে ভার্চুয়াল কিবোর্ড।

ইংরেজিতে নিজের পরিচয় লেখার নিয়ম ও দেওয়ার নিয়ম

বাংলা টু ইংলিশ ট্রান্সলেট করার জন্য জিবোর্ড ব্যবহারের নিয়ম

আপনি যদি বাংলা টু ইংলিশ ট্রান্সলেট করার জন্য জি বোর্ড ব্যবহার করতে চান তাহলে ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ এই কাজগুলো সম্পন্ন করুন যা আমরা নিম্নে উল্লেখ করছি।

প্রথমত: আমাদের উল্লেখিত লিংকে গিয়ে এপিকে ফাইল ডাউনলোড করুন অথবা আপনার ফোনের অ্যাপ স্টোর/গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন জিবোর্ড সফটওয়্যারটি।

দ্বিতীয়ত: সফটওয়্যার বা ইন্সটল প্রক্রিয়া সম্পূর্ণ হলে এরপর অ্যাপসটি ওপেন করুন। 

তৃতীয়ত: এ পর্যায়ে আপনার কাছে কিছু পারমিশন যাওয়া হবে সেগুলো অ্যালাও করুন। 

চতুর্থত: আপনার ফোনে যদি কোন ডিফল্ট কিবোর্ড বা থার্ড পার্টি কিবোর্ড থেকে থাকে তাহলে সেখান থেকে জিবোর্ড কিবোর্ড সিলেক্ট করে তা আপনার সুবিধামতো ব্যবহার করুন।

বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন কিবোর্ড জিবোর্ড এর ফিচার সমূহ কি কি?

বর্তমান সময়ে বহুল ব্যবহৃত জি বোর্ড কিবোর্ড টি মূলত বেশকিছু সুযোগ-সুবিধা প্রদান করে আসছে এবং এতে ফিচার হিসেবে যা যা রয়েছে:

  • স্লাইড টাইপিং
  • ভয়েস টাইপিং
  • ফ্রি হ্যান্ড রাইটিং
  • গুগল সার্চ
  • ইমোজি ও গিফ
  • ওয়ান হ্যান্ডেড টাইপিং
  • মাল্টিপল ল্যাঙ্গুয়েজ
  • কাস্টম থিমস

বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন কিবোর্ড জি-বোর্ড সেটাপ রুলস 

কখনো কখনো জিবোর্ড সেটআপ এর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন নিয়ম অনুসরণ করতে হয়। তাই এ পর্যায়ে আমরা আপনাদেরকে অ্যান্ড্রয়েড এবং আইফোনে কিভাবে জিবোর্ড কিবোর্ড সেটআপ করবেন তার বেসিক নিয়ম দুই ভাবে তুলে ধরবো। 

অ্যান্ড্রয়েড ফোনে আপনি যেভাবে জিবোর্ড কিবোর্ডটি সেটাপ করে নিতে পারবেন:

প্রথমত: ইন্সটল প্রক্রিয়া সম্পন্ন হলে ওপেন করে এবং এনাবেল ইন সেটিং বাটনে ট্রাপ করুন। 

দ্বিতীয়তঃ আপনাকে সেটিংস স্কিন দেখানো হলে জিবোর্ড এর পাশে থাকা টোগল অন করুন এবং ok ট্রাপ করুন।

তৃতীয়ত: সিলেক্ট ইমপোর্ট মেথড এর ক্লিক করুন।

চতুর্থত: সিলেক্ট করুন জি বোর্ড পরবর্তীতে Done অপশনে ট্র্যাপ করে সেটআপ

 কমপ্লিট করুন।

পঞ্চমত: সেটিং থেকে ল্যাঙ্গুয়েজ অপশনে গিয়ে বাংলা, abc অথবা BN.EN সিলেক্ট করুন অর্থাৎ আপনি যে ভাষা থেকে যে ভাষাতে রূপান্তর করতে চাচ্ছেন তা সিলেক্ট করে ব্যবহার করুন জি-বোর্ড কিবোর্ড। 

আইওএস ফোনে আপনি যেভাবে জিবোর্ড কিবোর্ড টি সেটআপ করে নিতে পারবেন:

প্রথমত: ডিভাইসের সেটিংস এ প্রবেশ করুন।

দ্বিতীয়ত: ট্র্যাপ করুন জেনারেল অপশনে। 

তৃতীয়ত: ট্র্যাপ করুন কিবোর্ড এ।

চতুর্থত: অ্যাড নিউ কীবোর্ড সিলেক্ট করে নিন।

পঞ্চমত: থার্ড পার্টি কীবোর্ড এর তালিকা হতে জি বোর্ড সিলেক্ট করুন। 

পঞ্চমত: যে সকল বিষয়ে আপনার পারমিশন চাওয়া হচ্ছে সেই প্রত্যেকটি এলাও করে দিন।

ষষ্ঠমত: ঠিক একই প্রক্রিয়ায় ল্যাঙ্গুয়েজ অপশনে গিয়ে আপনার পছন্দসই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে ব্যবহার করুন জনপ্রিয় এই কিবোর্ড টি। 

বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন অনলাইন

বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন অনলাইন এ করতে চাইলে প্রথমে আপনি আপনার ফোন অথবা ল্যাপটপ থেকে google ব্রাউজারে চলে যান। এরপর গুগল ট্রান্সলেট অথবা বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন অনলাইন লিখে সার্চ করুন। সঙ্গে সঙ্গে আপনার গুগল ট্রান্সলেট ওয়েবসাইট টি শো করবে। 

তাই আপনি যে বাক্য বাজে এই শব্দটির ইংরেজি জানতে চান তা পেস্ট করুন অথবা লিখুন। ঠিক একইভাবে ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে হিন্দি, হিন্দি থেকে বাংলা ইত্যাদি অসংখ্য ভাষায় আপনি গুগল ট্রান্সলেট থেকে ট্রান্সলেশন করতে পারবেন। তাই বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন অনলাইন সুবিধাটি দেরি না করে এখনই একবার ট্রাই করে দেখুন। 

বাংলা থেকে ইংরেজি করার উপায় | ইংরেজি লেখা বাংলা করার উপায়

আপনি বাংলা থেকে ইংরেজি করুন অথবা ইংরেজি থেকে বাংলা, এর জন্য আপনাকে মূলত কোন ওয়েবসাইট অথবা অ্যাপস এর সাহায্য নিতে হবে। বাংলা থেকে ইংরেজি অথবা ইংরেজি থেকে বাংলা করার জন্য বর্তমান সময়ে সেরা সার্ভিস প্রদান করছে নিম্নলিখিত ওয়েবসাইটগুলো। যথা: 

১. Translate.google.com- ক্লিক করুন 

২. www.easyhindityping.com- ক্লিক করুন 

৩. www.typingbaba.com- ক্লিক করুন 

পরিশেষে: তো পাঠক বন্ধুরা, আশা করছি আমাদের এই আলোচনার মাধ্যমে আপনি খুব সহজেই বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন কিবোর্ড আপনার ফোনে সেটাপ করে নিতে পারবেন সেই সাথে যে কোন বাংলা বাক্য অথবা ইংরেজি বাক্য অনলাইন থেকে ট্রান্সলেটও করতে পারবেন। 

তো অবশ্যই কমেন্ট করে জানাবেন “বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন কিবোর্ড নাম ও ডাউনলোড লিংক, নিয়ে আপনাদের মনে কোন প্রশ্ন আছে কিনা এবং আমাদের আজকের আর্টিকেল কেমন লাগলো। আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *