লিড জেনারেশন কি? লিড জেনারেশন করে কত টাকা আয় করা যায়?
অনলাইনে ইনকাম করার যে ক’টি সহজ মাধ্যম রয়েছে তার মাঝে লিড জেনারেশন সবচেয়ে বেশি জনপ্রিয় কাজ। জনপ্রিয়তা রয়েছে বলে ভাববেন না এর চাহিদা নেই। বরঞ্চ দিনদিন লিড জেনারেশন কাজের চাহিদা বাড়ছে। নিত্য নতুন ব্র্যান্ড তাদের কাজের প্রচারণার ক্ষেত্রে ব্যবহার করছে এই লিড জেনারেশন সার্ভিস।
লিড জেনারেশন কি?
যারা প্রোডাক্ট কোম্পানী বা হোলসেলার তাদের কাছে বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিস সেল করার উদ্দেশ্যে প্রচারণার খাতিরে প্রয়োজনীয় বায়ার ডিটেইলস কালেক্ট করার প্রসেস হলো লিড জেনারেশন। অনলাইন বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিস সেল করার জন্য লিডস জেনাশেন করা আবশ্যক। কেননা এতে করে প্রোডাক্টের পরিচিতি তৈরি হওয়ার পরিস্থিতি বা সুযোগ সৃষ্টি হয়।
লিড জেনারেশনের মাধ্যমে কালেক্ট করা সম্ভাব্য ক্রেতা বা সম্ভাব্য ক্রেতার ইনফরমেশন পরবর্তীতে ব্যবহার করে বায়ারকে বুঝিয়ে দিতে হয় এই কাজে। লিড জেনারেশন করতে গিয়ে কালেক্ট করা কোনো কোম্পানীর নাম, মালিকের নাম, ঠিকানা, মোবাইল নম্বার, ইমেইল এড্রেস, ওয়েবসাইট এড্রেস, সোশ্যাল লিংক ইত্যাদি সবকিছুই এক একটি লিড।
লিড জেনারেশন কত প্রকার?
লিড জেনারেশনের ক্ষেত্রে ডিজিটাল মার্কেটারের একটি প্রকারভেদ সৃষ্টি করেছেন। এগুলি হলো:
- মিডল অফ দি ফানেল (মোফু)
- বটম অফ দি ফানেল (বফু)
- টপ অফ দি ফানেল (টোফু)
- মিডল অফ দি ফানেল (মোফু)
অডিয়েন্স ওয়েবসাইটে আসার পর তাকে লিডে কনভার্ট করা হলো মিডল অফ দি ফানেল লিডের জেনারেশন করার কাজ। এক্ষেত্রে আপনার ওয়েবসাইট, পেইজ কিংবা চ্যানেলকে অডিয়েন্সের বিভিন্ন সমস্যার একমাত্র ভরসা স্থল হিসেবে তৈরি করে নিতে হবে।
বটম অফ দি ফানেল (বফু)
এটি হলো প্রোডাক্ট বা সার্ভিস সেল করার টোপের মতো। এখানে আপনাকে নিজের প্রোডাক্ট বা সার্ভিস সেল করার ব্যাবস্থা করে নিতে হবে। অডিয়েন্সের মনে আরো বেশি পরিমানে বিশ্বাসযোগ্যতা তৈরি নিজেরদের প্রচার-প্রচারণা বাড়াতে হবে।
টপ অফ দি ফানেল (টোফু)
অডিয়েন্সের ওয়েবসাইটে প্রবেশের মাধ্যমে টোফুর কার্যক্রম শুরু হয় এবং এটি একটি কোম্পানির ক্ষেত্রে লিড জেনারেশন করার প্রথম ধাপ। এক্ষেত্রে আপনাকে অডিয়েন্স আকৃষ্ট করবার মতো রসদ নিয়ে মাঠে নামতে হবে এবং অডিয়েন্সের প্রাথমিক বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে হবে।
লিড জেনারেশন কিভাবে করে?
বিভিন্নভাবে আপনি একটি কোম্পানির লিড জেনারেশন করতে পারেন। তবে আমি কিছু ইউনিক এবং সহজ টেকনিক শেয়ার করার চেষ্টা করবো। আশা করি ব্যাপারটি আপনি সহজে বুঝতে পারবেন এবং প্রজেক্ট অনুযায়ী কাজে লাগাতে পারবেন।
আপনি যদি বাংলাদেশী হয়ে ইউকের কোনো কোম্পানির লিড জেনারেশন করার কাজ পেয়ে যাবেন তবে কি করবেন? এক্ষেত্রে আপনাকে কি ইউকের সেই নির্দিষ্ট অডিয়েন্সের বাড়িতে বাড়িতে ঘুরতে হবে?
মোটেও না! এক্ষেত্রে ঘরে বসে একটি ল্যাপটপ, ভালো ইন্টারনেট কানেকশন এবং পারফেক্ট স্কিলের সাহায্য নিয়ে লিড জেনারেশন করতে পারেন।
ঘরে বসে কোম্পানিটি রিলেটেড প্রায় ১০০ লিড বের করা কোনো ব্যাপারই না! যদি না আপনি সঠিক পদ্ধতি জানেন।
আপনার যদি অডিয়েন্সের লিংকড-ইনের প্রোফাইল লিড বের করার কাজ করতে হয় তবে ব্যাপারটি করা একেবারেই সহজ মনে হবে আপনার কাছে। এক্ষেত্রে সিম্পলি লিংকডইনে গিয়ে অডিয়েন্সের নাম দ্বারা খুঁজে বের করুন এবং লিংক গুগল শিটে দ্রুত কালেক্ট করে ফেলুন।
আবার আপনাকে যদি বায়ার গুগলের মাধ্যমে লিড কালেক্ট করে নিতে বলে তবে সেটিও করতে পারবেন সহজেই। এক্ষেত্রে আপনাকে গুগল ম্যাপ ওপেন করতে হবে। এর বাম পাশে থাকা সার্চ বক্সে দেশের নাম লিখুন। সার্চ নেয়ার বাই” অপশনে গিয়ে আপনি আপনার কোম্পানির নাম লিখুন। দেখবেন আপনার কোম্পানির নিশ রিলেটেড অনেক কোম্পানি হাজির হয়ে গেছে। সেখানে থাকা অডিয়েন্সের তথ্যাদি টুকে নিয়ে শিটে এড করে ফেলুন।
সবচেয়ে সহজ পদ্ধতি হলো গুগলের সাহায্যে কোনো লিড বের করে আনা। এই ধরণের প্রজেক্ট আবার বেশ দ্রুত শেষও করা যায়। কেননা গুগলে এমন কোনো ইনফরমেশন নেই যা পাওয়া যাবে না।
গুগল থেকে সরাসরি কোনো লিড কালেক্ট করতে চাইলে গুগলে গিয়ে নিশ রিলেটেড কিওয়ার্ড লিখে সার্চ করুন। আপনার কোম্পানিটি যদি ফুড রিলেটেড হয় তবে সার্চ করুন “অমুক ফুড কোম্পানি ইন ইউকে”! সার্চ দিতেই দেখবেন শতশত ওয়েবসাইট এবং ফেইসবুক পেইজ হাজির। যা থেকে আপনি আপনার প্রয়োজনীয় লিড সহজেই পেয়ে যাবেন।
এছাড়াও লিড জেনারেশনের কাজ করতে আপনি বিভিন্ন টুলসের সাহায্য নিতে পারেন। যার এক ক্লিকে হাজার হাজার লিড জেনারেশন করা যাবে। আর্টিকেলে চোখ রাখুন। কেননা আজ আমরা লিড জেনারেশন রিলেটেড বিভিন্ন টুলস সম্পর্কেও আলোচনা করতে চলেছি।
লিড জেনারেশন করে কত টাকা আয় করা যায়?
লিড জেনারেশনের কাজ আজকাল বেশ চাহিদাসম্পন্ন কাজ। সুতরাং আপনি বেশ ভালো পরিমাণ অর্থ চার্জ করতে পারেন। নিয়মিত কাজ করতে পারলে মাসে ১০০$ থেকে শুরু করে ১০০০$ পর্যন্ত ইনকাম করতে পারবেন।
লিড জেনারেশন টুলসগুলি কি কি?
এই পর্যায়ে আমরা কিছু লিড জেনারেশনের কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ টুলস সম্পর্কে জানবো। এসব টুলস আপনার লিড খুঁজে বের করার কাজকে তুলনামূলকভাবে আরো সহজ করে তুলবে। যদিও আপনি কাজটি পুরোপুরি ম্যানুয়ালি করতে পারেন। তবে অনেকেই সময় নষ্ট করতে চান না।
LeadLeapsr
ধরুন আপনার বায়ার আপনাকে লিংকড-ইন প্রোফাইল থেকে ফোন নাম্বার এবং ইমেইল খুঁজে বের করতে বললো। এখন আপনি কি করবেন? এক্ষেত্রে আপনি এই এক্সটেনশনটি ব্যবহার করতে পারেন এবং ইজিলি ফোন নাম্বার সাথে অডিয়েন্সের ইমেইল বের করতে পারেন।
Hunter
ওয়েবসাইটটি আপনাকে অডিয়েন্সের ইমেইল বের করে দিবে। এক্ষেত্রে মাসে ৫০ টি ইমেইল বের করার সুযোগ পাবেন। যারা আরো বাড়তি সার্ভিস চান তারা তাদের বিভিন্ন প্যাকেজ কিনে নিতে পারেন। আর যারা কিনতে চান না তারা বিভিন্ন ব্রাউজার এবং ভিন্ন ইমেইল দিয়ে একাউন্ট খুলে তা ব্যবহার করতে পারেন।
Skrapp.io
যারা প্রতি মাসে ১৫০ টি ইমেইল কালেক্ট করার মতো এক্সটেনশন খুঁজছেন স্ক্র্যাপ তাদের জন্য বেস্ট চয়েজ। এটি আপনাকে লিংকড-ইন থেকে ইমেইল খুঁজে দিতে সাহায্য করবে এবং জানিয়ে দিবে খুঁজে পাওয়া ইমেইল কত পার্সেন্ট ভেরিফাই করা।
লিড জেনারেশন করার সুবিধা কি কি?
লিড জেনারেশন কাজের বিভিন্ন সুবিধা ঘাঁটাঘাঁটি করে কিছু কমন এবং গুরুত্বপূর্ণ সুবিধা আপনার সাথে শেয়ার করলাম:
- লিড জেনারেশন কাজের কোনো নির্দিষ্ট নিয়ম নেই। লিড খুঁজে বের করতে পারলেই হলো। সুতরাং নিয়মের বেড়াজাল নেই।
- কাজটি শিখতে একেবারেই কোনো সমস্যা হবে না।
- মাস শেষে ঘরে বসেই ভালো পরিমাণ ইনকাম জেনারেট করা যাবে।
- কাজ শিখতে পারলে নিজের প্রোডাক্ট বা সার্ভিস কিংবা অ্যাফিলিয়েট সেলিং প্রজেক্ট দ্রুত এগিয়ে নেওয়া যাবে।
- বিভিন্ন তথ্য সম্পর্কে জানার সুযোগ থাকবে।
লিড জেনারেশন কি হালাল?
এটা পুরোটাই নির্ভর করবে আপনার উপর। কেননা এতে যেমন মানবিকতার ব্যাপার আছে তেমনি আছে অন্যায়কে প্রশ্রয় দেওয়ার ব্যাপার। এক্ষেত্রে আপনি বিভিন্ন অ্যালকোহল, ড্রাগস, ভয়ংকর অস্ত্র, এডাল্ড সার্ভিস রিলেটেড লিড কালেকশন করার প্রজেক্ট স্কিপ করতে পারেন।
ইতি কথা
ফ্রিল্যান্সিং জগতে প্রবেশ করার ক্ষেত্রে লিড জেনারেশনের কাজের মতো সহজ কাজ আর দুইটি নেই। আশা করি আপনার ফ্রিল্যান্সিং যাত্রাকে শুরুতেই সমৃদ্ধ করতে শতভাগ কার্যকর ভূমিকা পালন করবে এই লিড জেনারেশনের কাজ।