বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি
|

বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি?

বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি? আপনি কি তার সঠিক উত্তর জানতে চান? যদি আপনার উত্তর হয়ে থাকে “হ্যাঁ”। তাহলে বলবো আমাদের আজকের এই প্রবন্ধটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন। সুপ্রিয় পাঠক বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনা পর্বে। আজ আমরা আলোচনা করব, বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ সম্পর্কে।

কেননা এই নিয়ে অনেক মতপার্থক্য রয়েছে এবং অনেকেই আলাদা আলাদা নাম সচরাচর বলে থাকেন। তাই স্বাভাবিকভাবে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ কনফিউশনে পড়ে যায়, সত্যিই বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ আসলে কোনটি? তাহলে আসুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

আরো পড়ুনঃ আরবি ১২ মাসের নাম ও আমল

আমাদের আজকের আর্টিকেলে আপনারা যে সকল প্রশ্নের উত্তর পেতে চলেছেন:-

  • বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি?
  • জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি?
  • আয়তনে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি?
  • ১০০% মুসলিম দেশ কোনটি?
  • আয়তনে আফ্রিকার সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি?

বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি?

পৃথিবীর বুকে দ্বিতীয় সর্বাধিক ধর্মাবলম্বী হচ্ছে ইসলাম। যাকে বলা হয় পবিত্র ও শান্তির ধর্ম। ইসলাম ধর্মের মানুষ মূলত প্রত্যেকটি দেশে কম বেশি অবস্থান করছেন। তবে এরই মাঝে এমন কিছু কিছু দেশ রয়েছে, যেখানে মুসলিমদের সংখ্যা সবথেকে বেশি। আর তাইতো স্বাভাবিক ভাবে মানুষের জানার আগ্রহ প্রকাশ পায় যে, সবচেয়ে গরিষ্ঠ দেশ কোনটি মুসলিম সম্প্রদায়ের দিক থেকে? 

গুগলে এই কীওয়ার্ড টি লিখে অসংখ্য মানুষ সার্চ করেন। কেউ জানতে চান- সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি? আবার কেউ জানতে চান সবচেয়ে ছোট মুসলিম দেশ কোনটি। আবার কেউ কেউ জানার আগ্রহ প্রকাশ করেন বিশ্বের সবচাইতে ছোট দেশ এবং বড় দেশসহ মুসলিম দেশের তালিকা। তবে এ পর্যায়ে আমরা আপনাদেরকে বিশেষ সবচেয়ে বড় মুসলিম দেশের নাম উল্লেখ করবো এবং তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। 

বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ

আমাদের এই বিশ্বে ২৪.৯% মানুষ মুসলিম ধর্মাবলম্বীর অন্তর্ভুক্ত। এক রিপোর্ট থেকে জানা যায় পুরো বিশ্বজুড়ে প্রায় 2.382 বিলিয়ন অর্থাৎ ২৩৮ দশমিক ২ কোটি মানুষ এই ধর্মের অনুসারী। এটা মূলত ২০২০ সালের হিসাব অনুযায়ী। এখন কথা হচ্ছে তাহলে বিশেষ সবচেয়ে বড় সেই মুসলিম দেশটির নাম কি? আর সবচেয়ে বড় মুসলিম দেশ এটা কি শুধুমাত্র আয়তনের উপর ভিত্তি করে নির্বাচন করা হয় নাকি জনসংখ্যার ওপর ভিত্তি করেও এটি পৃথকভাবে নির্বাচন করা হয়!

মূলত বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি এটা দুটি বিষয়ের উপর নির্ভর করে নির্বাচিত হয়ে থাকে। তার একটি হচ্ছে আয়তন, অপরটি হচ্ছে জনসংখ্যা। তাই এ পর্যায়ে আমরা আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি? এবং জনসংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি? তা জানব।

জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি?

জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। মোটামুটি সাড়ে সতেরোশ দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত এই দেশে মোট বসবাসকারী জনসংখ্যার পরিমাণ ২৫৭ মিলিয়ন। জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের বড় মুসলিম দেশের তালিকায় সবার প্রথমে রয়েছে এই দেশটি।

দেখুন, এটা কারোরই অজানা নয় যে– ইসলাম ধর্ম হচ্ছে পৃথিবীর বৃহত্তম ধর্ম। প্রায় ১ দশমিক ৯ বিলিয়ন মানুষ এক আল্লাহ তায়ালার একত্ববাদের সাক্ষী দিয়ে থাকে সর্বদা। আর এই ধর্মের অন্তর্ভুক্ত মানুষের সংখ্যা সব থেকে বেশি ইন্দোনেশিয়ায়। আর এর জন্যই বোধহয় সেই দেশের মানুষ গুলোর মধ্যে একত্ববাদের সেতুবন্ধন অত্যন্ত দৃঢ়।

একটি রিপোর্ট থেকে জানা যায়, ইন্দোনেশিয়ায় প্রায় ২০ কোটি ৩০ লাখ মুসলমান বসবাস করছেন এবং ক্রমাগতভাবে সেই সংখ্যাটা আরো বৃদ্ধি পাওয়ার পথে। আর এই হিসেবকে শতাংশে পরিণত করলে তা মুসলমান জনসংখ্যার প্রায় ১৩ শতাংশে গিয়ে পৌঁছায়। এই স্বাভাবিকভাবে আপনি যদি বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি? এই প্রশ্নের সম্মুখীন হয়ে থাকেন তাহলে আপনার সঠিক উত্তরটি হবে– জনসংখ্যার তুলনায় বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া।

আর এই দেশটি হচ্ছে পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। ল্যাটিন ইন্ডাস থেকে ইন্দোনেশিয়া শব্দটি এসেছে। ল্যাটিন শব্দটির অর্থ দাঁড়ায় দ্বীপ। ডাচ উপনিবেশের কারণে তাদের দেয়া নামটি ওই অঞ্চলের জন্য প্রচলিত হয়। পরবর্তীতে ১৯০০ সাল থেকে জায়গাটি ইন্দোনেশিয়া নামে পরিচিতি পায়। প্রায় ৫, ০০০ দ্বীপের সমন্বয়ে গঠিত এই দেশটি পৃথিবীর বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র এবং এর রাজধানীর নাম জাকার্তা।

আয়তনে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি?

আয়তনের দিক থেকে সবচেয়ে বড় মুসলিম দেশ হলো মধ্য এশিয়ার কাজাখস্তান। যার আয়তন ২৭২৪৯০০ বর্গকিলোমিটার অর্থাৎ পৃথিবীর মোট আয়তনের ১.৮%। এই দৃষ্টি এশিয়ার একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। বিষের নবম বৃহত্তম স্থল বিশিষ্ট এই রাষ্ট্রতে বসবাস করছে মুসলিম সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠ মানুষ।

বলতে পারেন এটি একমাত্র দেশ যা মুসলিমদের ইতিহাস ঐতিহ্যকে সম্পূর্ণভাবে তুলে ধরতে সক্ষম। এই দেশের বড় বড় শহরগুলোতে মুসলমানদের ধর্মীয় বিষয়াদি দেখভাল করার জন্য অসংখ্য জ্ঞানীগুণী ইমাম রয়েছেন। যারা প্রধান ইমাম নামে পরিচিত। আর সেই ইমামকে ইমামে শহর বলে সম্বোধন করা হয়। এই দেশটির বেশিরভাগ মানুষ আল্লাহকে ভয় করেন এবং সর্বদা নামাজ আদায় করেন।

শুধু তাই নয় এটিই সেই দেশ যেখানে রোজাদারের পরিমাণ সবথেকে বেশি। ইতিহাস থেকে জানা যায় অষ্টম শতাব্দীতে আরবদের আগমনের ফলে নাকি এই অঞ্চলে ইসলামের দ্রুত প্রসার ঘটে। সোভিয়েত আমলে ধর্ম খুব বেশি গুরুত্ব না পেলেও এখন দেশটির প্রধান ধর্ম ইসলাম হিসেবে জায়গা করে নিয়েছে। আর সেখানে অবস্থানরত মোট জনসংখ্যার 70% মানুষ মুসলিম ধর্মের অন্তর্ভুক্ত এবং বাকি 30 ভাগ মানুষ অন্যান্য ধর্মের অন্তর্ভুক্ত।

তাই আপনি যদি কখনো বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি এই প্রশ্নের সম্মুখীন হয়ে থাকেন তাহলে আপনার সঠিক উত্তর হবে– আয়তনের দিক তুলনা করে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কাজাখস্তান এবং জনসংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া।

জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশের তালিকা

  1. ইন্দোনেশিয়া (২৩১,০০০,০০০)
  2. পাকিস্তান (২১২,৩০০,০০০)
  3. ভারত (২০০,০০০,০০০)
  4. বাংলাদেশ (১৫৩,৭০০,০০০)
  5. নাইজেরিয়া (৯৫,০০০,০০০–১০৩,০০০,০০০)
  6. মিশর (৮৫,০০০,০০০-৯০,০০০,০০০)
  7. ইরান (৮২,৫০০,০০০)
  8. তুরস্ক (৭৪,৪৩২,৭২৫)

আয়তনে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশের তালিকা

  1. কাজাখস্তান (২,৭২৪,৯০০ বর্গ কিলোমিটার)
  2. আলজেরিয়া (২,৩৪১,৭৪১ বর্গ কিলোমিটার)
  3. সৌদি আরব (২,১৪৯,৬৯০ বর্গ কিলোমিটার)
  4. ইন্দোনেশিয়া (১,৯০৪,৫৬৯ বর্গ কিলোমিটার)
  5. সুদান (১,৮৬১,৪৮৪  বর্গ কিলোমিটার)
  6. লিবিয়া (১,৭৫৯,৫৪০ বর্গ কিলোমিটার)
  7. ইরান (১,৬৪৮,১৯৫ বর্গ কিলোমিটার)
  8. নাইজার (১,২৬৭,০০০ বর্গ কিলোমিটার)
  9. মালি (১,২৪০,১৯২ বর্গ কিলোমিটার)
  10. মৌরিতানিয়া (১,০২৫,৫২০ বর্গ কিলোমিটার)

বিশ্বের শতকরার দিক দিয়ে সর্বোচ্চ মুসলিম জনসংখ্যার দেশের তালিকা

  1. মালদ্বীপ (100%)
  2. মৌরিতানিয়া (99.9%)
  3. সোমালিয়া (99.8%)
  4. তিউনিসিয়া (99.8%)
  5. আফগানিস্তান (99.7%)
  6. আলজেরিয়া (99.7%)
  7. ইরান (99.4%)
  8. ইয়েমেন (99.2%)
  9. মরক্কো (99%)
  10. নাইজার (98.3%)

রাজধানী সহ ৫৭ টি মুসলিম দেশের তালিকা

দেশরাজধানী
1আফগানিস্তানকাবুল
2আলবেনিয়াতিরানা
3আলজেরিয়াআলজেরিয়ার
4আজারবাইজানবাকু
5বাহরাইনমানামা
6বাংলাদেশঢাকা
7বেনিনপোর্তো- নভো
8ব্রুনাইবন্দর সেরি বেগাওয়ান
9বুর্কিনা ফাসোওয়াগাডুগু
10ক্যামেরুনইয়াউন্ডে
11চাদন’জামেনা
12কোমোরোসমোরোনি
13জিবুতিজিবুতি শহর
14মিশরকায়রো
15গ্যাবনলিব্রেভিল
16গাম্বিয়াবনজুল
17গিনিকোনাক্রি
18গিনি-বিসাউবিসাউ
19গায়ানাজর্জটাউন
20ইন্দোনেশিয়াজাকার্তা
21ইরানতেহরান
22ইরাকবাগদাদ
23আইভরি কোস্টইয়ামাউসসুক্রো
24জর্ডানআম্মান
25কাজাখস্তাননূর-সুলতান
26কুয়েতকুয়েত সিটি
27কিরগিজস্তানবিশকেক
28লেবাননবৈরুত
29লিবিয়াত্রিপোলি
30মালয়েশিয়াকুয়ালালামপুর
31মালদ্বীপপুরুষ
32মালিবামাকো
33মৌরিতানিয়ানোয়াকচট
34মরক্কোরাবাত
35মোজাম্বিকমাপুতো
36নাইজারনিয়ামী
37নাইজেরিয়াআবুজা
38ওমানমাস্কাট
39পাকিস্তানইসলামাবাদ
40প্যালেস্টাইনপ্যালেস্টাইন
41কাতারদোহা
42সৌদি আরবরিয়াদ
43সেনেগালডাকার
44সিয়েরা লিওনফ্রিটাউন
45সোমালিয়ামোগাদিশু
46সুদানখার্তুম
47সুরিনামপরমারিবো
48সিরিয়াদামেস্ক
49তাজিকিস্তানদুশানবে
50যাওলোমে
51তিউনিসিয়াতিউনিস
52তুরস্কআঙ্কারা
53তুর্কমেনিস্তানআশগাবাত
54উগান্ডাকাম্পালা
55সংযুক্ত আরব আমিরাতআবু ধাবি
56উজবেকিস্তানতাসখন্দ
57ইয়েমেনসানার

মুসলিম দেশের তালিকা

  1. ইন্দোনেশিয়া
  2. কাজাখস্তান
  3. বাংলাদেশ
  4. পাকিস্তান
  5. নাইজেরিয়া
  6. তুরস্ক
  7. মিশর
  8. আলজেরিয়া
  9. আফগানিস্তান
  10. ইরান
  11. সুদান
  12. মরোক্কো
  13. ইরাক
  14. মালয়েশিয়া
  15. সৌদি আরব
  16. উজবেকিস্তান
  17. ইয়েমেন
  18. সিরিয়া
  19. তাজিকিস্তান
  20. সিয়েরা লিওন
  21. নাইজার
  22. সেনেগাল
  23. তিউনেসিয়া
  24. গিনি
  25. সোমালিয়া
  26. বুর্কিনা ফাসো
  27. মালি
  28. আজারবাইজান
  29. লিবিয়া
  30. জর্ডান
  31. সংযুক্ত আরব আমিরাত
  32. ব্রুনাই
  33. মালদ্বীপ
  34. কিরগিজস্তান
  35. তুর্কেমেনিস্তান
  36. চাদ
  37. লেবানন
  38. কুয়েত
  39. আলবেনিয়া
  40. মৌরিতানিয়া
  41. কাতার
  42. জিবুতি
  43. ওমান
  44. বসনিয়া ও হার্জেগেভিনা
  45. গাম্বিয়া
  46. বাহরাইন
  47. কোমোরোস

পরিশেষে: তো সুপ্রিয় পাঠক বন্ধুরা, বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি? এ সম্পর্কিত আমাদের আজকের প্রবন্ধটি এখানেই শেষ করছি। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো আপনাদের অনেকটাই কাজে আসবে। তো যদি নিয়মিত ফ্রিল্যান্সিং টিপস, ট্রেন্ডিং নিউজ, ডেইলি টিপস, হেলথ টিপস বিউটি টিপস সহ প্রয়োজনীয় বিষয়াবলী সম্পর্কে জানার প্রয়োজন পড়ে তাহলে আমাদের dailysmarttips.com ওয়েবসাইটের সাথে থাকুন। সেই সাথে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের মন্তব্য। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *