থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী কত বছর বাঁচে
|

থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী কত বছর বাঁচে

থ্যালাসেমিয়া হচ্ছে একটি বংশগত রোগ। যারা থ্যালাসেমিয়ায় আক্রান্ত থাকে তাদের শরীরে রক্ত উৎপাদন হয় না ফলে রক্তশূন্যতা তৈরি হয়। থ্যালাসেমিয়ায় আক্রান্ত হলে নিয়মিত সময় নিয়ে রক্ত নিতে হয়। থ্যালাসেমিয়া হলো উত্তরাধিকার সূত্রে পাওয়া একটি রোগ বা ব্যাধি যা বাবা মায়ের শরীর থেকে শিশুর শরীরে স্থানান্তরিত হয় জিনের মাধ্যমে।  জিনগত ত্রুটির কারণে এই রোগে অস্বাভাবিক হিমোগ্লোবিন তৈরি হয় বলে লোহিত রক্তকণিকা সময়ের আগেই ভেঙে যায়। ফলে রক্তশূন্যতা দেখা দেয়।  এজন্য অনেকের মনে প্রশ্ন আসে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী কত বছর বাঁচে? তবে দুঃখজনক হলেও সত্য এ রোগে আক্রান্ত হলে অকালে মারা যায়। বাবা মা উভয়ের থ্যালাসেমিয়া জিন থাকলে শিশুর জন্মের সময় শতকরা ২৫ ভাগ থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়।

থ্যালাসেমিয়ায় আক্রান্ত ব্যক্তির শরীরে হিমোগ্লোবিন তৈরি ব্যাহত হয়। এই হিমোগ্লোবিন আবার লোহিত রক্ত কণিকার মধ্যে অবস্থিত একটি বিশেষ প্রোটিন, যা রক্তের মাধমে আমাদের সারা শরীরে অক্সিজেন সরবরাহ করে। হিমোগ্লোবিনের অভাবে আমাদের সারা শরীরে অক্সিজেন সরবরাহ বাঁধাপ্রাপ্ত হয়। শরীরের সমস্ত কোষে সঠিক ভাবে অক্সিজেন সরবরাহ হয় না। ফলে শরীরে ক্লান্তি আসে, শরীর দুর্বল হয়ে পড়ে, শ্বাসকষ্ট ও রক্তশুন্যতার মতো সমস্যা দেখা যায়। এটি অ্যানিমিয়া নামে পরিচিত।

এক ধরনের রক্তের অসুখ থ্যালাসেমিয়া। এ অসুখটি মা-বাবার জিন থেকে সন্তানে আসে। এটি কোনো ছোঁয়াচে রোগ নয়। একজন থেকে অন্যজনের শরীরে এটা ছড়ায় না।   মানুষের রক্তে তিন ধরনের কণিকা থাকে। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অণুচক্রিকা। লোহিত রক্তকণিকায় থাকে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন ফুসফুস থেকে শরীরের বিভিন্ন কোষে অক্সিজেন পরিবহন করে শরীরের স্বাভাবিক কার্যকলাপ বজায় রাখতে সাহায্য করে।  আর থ্যালাসেমিয়ায় আক্রান্তের শরীরে এক ধরনের অস্বাভাবিক হিমোগ্লোবিন তৈরি হয়। এতে লোহিত রক্তকণিকা ধ্বংস হয়ে যায় এবং শরীরে রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া তৈরি হয়।

 থ্যালাসেমিয়া রোগটায় দুইটা অংশ, একটা রক্তস্বল্পতা আর অন্যটা জন্মগত। জন্মগত অর্থে বাবা-মা যে কোনো একজনের অথবা দুই জনেরই থ্যালাসেমিয়া থাকতে পারে। সেখান থেকে সন্তান থ্যালাসেমিয়ার রোগী হওয়ার আশঙ্কা থাকে। মানুষের শরীরে ২৩ জোড়া ক্রোমোজম থাকে। মানুষের ২৩ জোড়া জিন, যাকে বাংলায় বলে ক্রোমোজম। এই ক্রোমোজমে ত্রুটি থাকে। কখনও একজন মানুষের জন্য ২টা ক্রোমোজম থাকে। ক্রোমোজম থাকে সব সময় জো্ড়ায় জোড়ায়। কারও যখন একটা ক্রোমোজম ত্রুটিযুক্ত হয়, তাকে ক্যারিয়ারস্টেট বলে। আর যখন ২টা ক্রোমোজমে ত্রুটি থাকে তাকে ডিজিজস্টেট বলে। রক্ত স্বল্পতা আর জন্মগত ত্রুটিই হলো থ্যালাসেমিয়া।

টিউমার ও ক্যান্সার এর মধ্যে পার্থক্য কি?

থ্যালাসেমিয়ার প্রকারভেদঃ 

থ্যালাসেমিয়া রোগটি  প্রধানত  দুই প্রকার যথাঃ 

  • মেজর থ্যালাসেমিয়া 
  • মাইনর থ্যালাসেমিয়া  

১। মেজর থ্যালাসেমিয়াঃ 

মেজর থ্যালাসেমিয়া হচ্ছে সদ্যোজাত যারা । এ রোগ নিয়ে জন্মগ্রহণ করে যেসব শিশু । সাধারণত বাবা-মা উভয়ে উভয়েই যদি থ্যালাসেমিয়া রোগের বাহক হয় । তাহলে সন্তান থ্যালাসেমিয়া মেজরে আক্রান্ত হতে পারে । থ্যালাসেমিয়া মেজরের ক্ষেত্রে বিষয়টি বেশ গুরুতর।  মেজর থ্যালাসেমিয়া শিশু জন্ম নেওয়ার প্রথম ছ’মাসের মধ্যেই ধরা যায়। কারণ, এই রোগে আক্রান্ত শিশুরা নানা শারীরিক সমস্যায় ভুগতে শুরু করে। শ্বাসকষ্ট, হাঁপানি, খাওয়া-দাওয়া কম হওয়া, জ্বর, সর্দি, ফ্যাকাসে ভাব থেকে শুরু করে স্বাভাবিক বৃদ্ধি হার কমে যাওয়ার মতো নানা সমস্যা দেখা যায়। তাই মনে রাখতে হবে এই সব সমস্যা থাকলে শিশুদের মেজর থ্যালাসেমিয়া হতেও পারে। তবে নির্দিষ্ট পরীক্ষার পরেই নিশ্চিত হওয়া যায় শিশুটি মেজর থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয়েছে কি না। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, খুব ছোট বয়স থেকেই শিশুরা রক্তের রোগে আক্রান্ত হয়ে পড়ে। এইসব ক্ষেত্রে যেহেতু রক্তে হিমোগ্লোবিনের পরিমান খুব কম থাকে। তাই রোগীদের নিয়মিত রক্ত পরিবর্তনের প্রয়োজন হয়। থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের ১৫ থেকে ৩০দিন অন্তর রক্ত পরিবর্তন করতে হয়।

২। মাইনর থ্যালাসেমিয়াঃ 

 মাইনর থ্যালাসেমিয়া বলা হয় তাঁদের, যাঁরা এই রোগের বাহক। মাইনর থ্যালাসেমিয়ার কোনও লক্ষণ দেখা যায় না। পরীক্ষা করলে তবেই বোঝা যায় ওই ব্যক্তি থ্যালাসেমিয়ায় আক্রান্ত। এই মাইনর থ্যালাসেমিয়া আক্রান্তদের কোনও সমস্যা হয় না। কোনও কারণে পরীক্ষা না করালে তাঁরা জানতেও পারেন না যে তাঁরা থ্যালাসেমিয়ার বাহক। মা-বাবার যেকোনো একজন বাহক হলে তাদের সন্তানও জিনটির বাহক হতে পারে। থ্যালাসেমিয়া মাইনরে সামান্য অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা ছাড়া সাধারণত বড় কোনো উপসর্গ থাকে। 

থ্যালাসেমিয়ার লক্ষণঃ 

জিনগত সমস্যার কারণে এ রোগ হয়। সাধারণত শৈশবেই দেখা দেয় এসব লক্ষণ রক্তশূন্যতা, জন্ডিস, বারবার বিভিন্ন জীবাণুর সংক্রমণে অসুস্থ হয়ে পড়া এবং শিশুর বৃদ্ধি সঠিকভাবে না হওয়া থ্যালাসেমিয়ার লক্ষণ। এসব রোগীর মুখের গড়নেও কিছু অস্বাভাবিকতা দেখা দিতে পারে। সাধারণত যকৃৎ ও প্লীহা বড় হয়ে যায়। রক্তশূন্যতা খুব বেশি হলে হূৎপিণ্ড তার কর্মক্ষমতা হারিয়ে ফেলতে পারে এবং রোগীর শ্বাসকষ্টসহ অন্যান্য উপসর্গ হতে পারে। থ্যালাসেমিয়া মেজরে সাধারণত শিশুর জন্মের দুই বছরের মধ্যে উপসর্গসহ স্পষ্ট হয়। উপসর্গের মধ্যে আছে-

  • অতিরিক্ত আয়রন সংক্রমণ
  •  অস্বাভাবিক অস্থি বৃদ্ধি, 
  • প্লীহা বড় হয়ে যাওয়া 
  •  অবসাদ অনুভব,
  • শরীরের স্বাভাবিক বৃদ্ধি না হওয়া 
  • দুর্বলতা,
  •  শ্বাসকষ্ট, 
  • মুখ-মন্ডল ফ্যাকাশে হয়ে যাওয়া, 
  • অস্বস্তি,
  •  ত্বক হলদে হয়ে যাওয়া (জন্ডিস), 
  • হাড়ের বিকৃতি
  •  ধীরগতিতে শারীরিক বৃদ্ধি,
  • পেট বাইরের দিকে প্রসারিত হওয়া বা বৃদ্ধি পাওয়া, 
  • গাঢ় রঙের প্রস্রাব,
  •  হৃৎপিণ্ডে সমস্যা
  • ক্ষুধামান্দ্য বা খেতে অনীহা
  •  সংক্রামক রোগে বেশি আক্রান্ত হওয়া

 ইত্যাদি।  অনেক সময় এই লক্ষণ এত বেশি থাকে যে শিশুকে নিয়মিত রক্ত দিতে হয়।

থ্যালাসেমিয়া ছোঁয়াচে কি নাঃ 

থ্যালাসেমিয়া জীনগত বা বংশগত রোগ সংক্রামক বা ছোঁয়াচে নয়। থ্যালাসেমিয়া ছোঁয়াচে না এটি একেবারেই ভ্রান্ত ধারণা। রোগটি কোনও ভাবেই ছোঁয়াচে, এমনকি, সংক্রামকও নয়। এক জন থ্যালাসেমিয়া রোগীর দেহের রক্ত যদি অন্যের শরীরে দেওয়া হয় তা হলেও ওই ব্যক্তির থ্যালাসেমিয়া হবে না। থ্যালাসেমিয়া রোগীর সঙ্গে যৌন সংসর্গেও এই রোগ ছ়়ড়াবে না।

বিশ্ব থ্যালাসেমিয়া দিবসঃ 

৮মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উদযাপন করা হয়। এই বিশেষ দিনে সারা বিশ্বে থ্যালাসেমিয়া সম্পর্কে সারা বিশ্বের মানুষকে সচেতন করা হয়। থ্যালাসেমিয়া একটি রক্তের ভয়ানক রোগ। যা বেশিরভাগ ক্ষেত্রেই বংশগত। কিন্তু কী এই থ্যালাসেমিয়া, কীভাবে হয় এই রোগ কিংবা কোন লক্ষণ দেখে বুঝবেন যে থ্যালাসেমিয়া হয়েছে, তা অনেকেরই জানা নেই। এ দিবসটির প্রতিপাদ্য ‘থ্যালাসেমিয়া :নিজে জানি, যত্নবান হই এবং অপরকে সচেতন করি’। দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।  বাংলাদেশের মোট জনসংখ্যার ১০ থেকে ১২ শতাংশ মানুষ এই থ্যালাসেমিয়া রোগের বাহক, কিন্তু তারা থ্যালাসেমিয়ার রোগী নন। প্রতি বছর এই রোগ নিয়ে জন্মগ্রহণ করছে ১০ থেকে ১২ হাজার শিশু। 

থ্যালাসেমিয়া প্রতিরোধ বা চিকিৎসাঃ 

থ্যালাসেমিয়া রোগীদের অন্যের রক্ত নিয়ে বেঁচে থাকতে হয়। বারবার রক্ত নেওয়ার একটি বিপজ্জনক পার্শ্বপ্রতিক্রিয়া হলো বিভিন্ন প্রত্যঙ্গে অতিরিক্ত লৌহ জমে যাওয়া। এর ফলে যকৃত বিকল হয়ে রোগী মারাও যেতে পারে। এ ধরনের জটিলতা প্রতিরোধে আয়রন চিলেশন থেরাপি দেওয়া হয় অতিরিক্ত লৌহ বের করে দেওয়ার জন্য। অস্থিমজ্জা প্রতিস্থাপন থ্যালাসেমিয়ার একটি কার্যকর চিকিৎসা, যা অত্যন্ত ব্যয়বহুল।

তবে এর চিকিৎসা সবসময় সফল নাও হতে পারে। এছাড়া জিন থেরাপি এবং স্টেম সেল থেরাপিও থ্যালাসেমিয়ার একটি কার্যকর চিকিৎসা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো প্রতিরোধ। এ ব্যাপারে আমাদের সচেষ্ট হওয়া প্রয়োজন। সুতরাং আর দেরি না করে আজই থ্যালাসেমিয়া নির্ণয়ের জন্য হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস নামক পরীক্ষাটি করান এবং আপনার শিশুকে এর অভিশাপ থেকে মুক্ত রাখুন।

  • যাদের রোগটির লক্ষণ নেই তাদের জন্য আলাদা কোনো চিকিৎসার প্রয়োজন নেই। তবে তাদের ক্ষেত্রে আয়রন সাপ্লিমেন্ট গ্রহণ না করা উচিত।
  •  নিয়মিত রক্তপরিসঞ্চালনের জন্য থ্যালাসেমিয়ায় আয়রন জমা হয়। কিন্তু রক্তে হিমোগ্লোবিন কম থাকায় বা ক্ষতিগ্রস্ত থাকায় আয়রনজাতীয় খাবার খেলে তা বেশি পরিমাণ শোষিত হয়। গরু বা খাসির মাংস, কলিজা, ডিমের কুসুম, তরমুজ, খেজুর, শিম, আলু, বাদাম ইত্যাদিতে প্রচুর আয়রন থাকে। থ্যালাসেমিয়া রোগীর এগুলো এড়িয়ে চলা উচিত। আবার ডাক্তারি পরামর্শ ছাড়া অযথা মাল্টিভিটামিন বড়ি খাওয়া উচিত নয়। খাবারের সঙ্গে চা খেলে শরীরে আয়রনের শোষণ কম হয়। এ রোগীদের ধূমপান ও মদ্যপান করা উচিত নয়।
  •  নিয়মিত রক্ত নেওয়া
  •  অস্থিমজ্জা বা বোনম্যারো ট্রান্সপ্লান্টেশন। 
  • *প্লীহা বড় হয়ে গেলে অপারেশন করা ইত্যাদি।

থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী কত বছর বাঁচেঃ 

থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তির জীবনকাল নির্ভর করে এটির বৃদ্ধি ও আক্রান্ত ব্যক্তির মধ্যে ব্যক্তি ভিন্ন হতে পারে। এটির প্রভাব ও জীবনকাল বিষয়ে সাধারিতভাবে কোনো নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা কঠিন, কারণ এটি ব্যক্তির চিকিৎসা, স্বাস্থ্য অবস্থা, ও অন্যান্য পরিস্থিতি উপর নির্ভর করে। অনেক ক্ষেত্রে বৃদ্ধি করা যায় কিন্তু এর প্রভাবের ব্যক্তি ভিন্ন ভিন্ন হতে পারে।

অবশ্যই আপনাকে মনে রাখতে হবে জীবন মৃত্যু সবই আল্লাহর হাতে তাই আল্লাহ কাকে কতদিন বাঁচে রাখবেন সেটা নির্দিষ্ট করে বলা যায় না। তবে চিকিৎসা পদ্ধতির মাধ্যমে একই রোগীর ওপর নানা পরীক্ষা-নিরীক্ষা গবেষণা চালিয়ে গবেষকরা দেখেছেন। থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর শরীরে রক্ত উৎপাদন হয় না ফলে রোগীকে আলাদা রক্ত দিতে হয় আমাদের দেশে এই পদ্ধতিতে রোগীকে রক্ত দেয়ার মাধ্যমে ২৫ থেকে ৩০ বছর পর্যন্ত সুস্থভাবে বাঁচিয়ে রাখা সম্ভব হয়। তবে এর থেকে কম কিংবা বেশী বছর বাঁচতে পারে। থ্যালাসেমিয়া একটি জিনগত রোগ তাই শিশুরা জন্মের সময় থ্যালাসেমিয়া রোগ নিয়েই জন্মগ্রহণ করে। থ্যালাসেমিয়া মাইনর রোগের তীব্রতা যেহেতু কম হয় তাই এতে আক্রান্ত ব্যক্তিরা অনেকটাই সাধারণ ভাবে জীবনযাপন করতে পারেন। কিন্তু থ্যালাসেমিয়া মেজর খুব মারাত্মক, এতে আক্রান্ত শিশুদের গড় আয়ু প্রায় ১৭ বছর হয়। থ্যালাসেমিয়া মেজর আক্রান্ত বেশিরভাগ ব্যক্তি সাধারণত ৩০ বছরের মধ্যে মারা যায়, মারা যাওয়ার অন্যতম কারণ অক্সিজেনের অভাবে হার্ট অ্যাটাক হয়। 

উন্নত বিশ্বের উন্নত চিকিৎসার মাধ্যমে ৫০থেকে ৬০ বছর পর্যন্ত থ্যালাসেমিয়া রোগীর চিকিৎসা করা সম্ভব হয় যার মাধ্যমে একজন রোগীর দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকতে পারেন।

উপসংহারঃ 

থ্যালাসেমিয়া রোগীদের জীবনযাপনের জন্য রক্ত ​​​​সঞ্চালন অপরিহার্য, তবে রক্ত সঞ্চালনের মাধ্যমে থ্যালাসেমিয়া রোগ নিরাময় করা সম্ভব নয়। থ্যালাসেমিয়া রোগীদের সাধারণত আজীবন পর্যবেক্ষণ এবং চিকিৎসার প্রয়োজন হয়। তারমধ্যে রয়েছে বার বার শরীরে রক্ত দেওয়া, আয়রন চেলেশন থেরাপি অনেক গুরুত্বপূর্ণ ইত্যাদি। 

থ্যালাসেমিয়া রোগী শরীরের মধ্যে কতটা রক্ত নেবে এবং কতদিন পরপর নেবে তা নির্ভর করে রোগের তীব্রতা ও ব্যক্তির স্বাস্থ্য ও রক্তের প্রয়োজনীয়তার উপর।  

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *