আসল ভিটমেট ডাউনলোড করব কিভাবে
|

আসল ভিটমেট ডাউনলোড করব কিভাবে?

আসল ভিটমেট ডাউনলোড করব কিভাবে, vidmate ডাউনলোডের এপিকে ফাইল খুঁজে পাওয়ার উপায় কি, vidmate এর সুবিধা অসুবিধা সমূহ কি কি, প্রায় এমন অসংখ্য প্রশ্নের সম্মুখীন হতে হয় মাঝে মধ্যেই। কেননা বর্তমানে আসল ভিটমেট কোনটি সেটাই খুজে পাওয়া মুশকিল। কারণ, vidmate এর মত এখন অসংখ্য ফেইক vidmate তৈরি করা হয়েছে।

আর তাই স্বাভাবিকভাবেই vidmate ইন্সটল করার সময় ইউজাররা চিন্তায় পড়েছেন যে কিভাবে আসল ভিটমেট অর্থাৎ অরিজিনাল ভিটমেট চিহ্নিত করা সম্ভব! মূলত আজকের আলোচনার মাধ্যমে আমরা অরিজিনাল ভিটমেট ডাউনলোড করার উপায় সাজেস্ট করব আপনাদেরকে। তাহলে আসুন আজকের এই ছোট্ট আলোচনার মাধ্যমে জেনে নেই– আপনি কিভাবে আসল vidmate ডাউনলোড করতে পারবেন সে সম্পর্কে এ টু জেড।

ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার 2023 এর এ টু জেড

ভিটমেট কি?

Vidmate হলো এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যে সফটওয়্যারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ডেক্সটপ, পাশাপাশি জিও ফোন প্লাটফর্ম গুলোতে ব্যবহার করা যায় এবং উপভোগ করা যায় এর সুবিধা।

ভিটমেট অ্যাপ কি?

Vidmate app অর্থাৎ vidmate অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো– যেকোনো ধরনের ভিডিও নির্ঝামেলায় ডাউনলোড করার একটি মাধ্যম বা প্ল্যাটফর্ম। যেটা বর্তমান সময়ে খুবই প্রয়োজনীয় ও জনপ্রিয় একটি সফটওয়্যার। আর এটা আপনি বুঝতে পারবেন যদি ভিটমেট এর অসংখ্য নকল মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো দেখে থাকেন। এবার আসুন জেনে নেই– ভিটমেট এর কাজ কি এবং আসল ভিটমেট ডাউনলোড করার উপায় ও এর সুবিধা অসুবিধা সমূহ সম্পর্কে এ টু জেড।

ভিটমেট এর কাজ কি?

Vidmate সফটওয়্যার এর ব্যবহার জানতে পারলে আপনি এর কাজ কি সেটা সহজেই বুঝে উঠতে পারবেন। আর তাই এ পর্যায়ে আমরা ভিডমেট সফটওয়্যার এর ব্যবহার তুলে ধরবো।

দেখুন– ইতিমধ্যে আমরা বলেছি– ভিটমেট হচ্ছে ভিডিও ডাউনলোড করার একটি সফটওয়্যার, যেটি ডেক্সটপ এবং মোবাইল ফোন উভয়তেই ব্যবহার করা সম্ভব। এই সফটওয়্যার এর কাজ হচ্ছে ভিডিও ডাউনলোডে সহায়তা করা। মূলত এই সফটওয়্যারটি ব্যবহার করে ফেসবু,  ইন্সটাগ্রাম, ইউটিউব থেকে যেকোনো ধরনের যেকোন ভিডিও সহজেই ডাউনলোড করা যায়।

শুধু তাই নয়– পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখার সময় যখন ইন্টারনেট কানেকশন অতিরিক্ত সমস্যা করে তখন এই সমস্যাগুলো থেকে মুক্তি এনে দেয় ভিটমেট অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আলোচনার শেষ পর্যায়ে আমরা ভিটমেট অ্যাপ্লিকেশন সফটওয়্যারটির সুবিধা সমূহ এবং অসুবিধা গুলো তুলে ধরব। তবে তার আগে আসুন জেনে নেই আসল অর্থাৎ অরিজিনাল ভিটমেট ডাউনলোড করার উপায় সমূহ সম্পর্কে।

আসল ভিটমেট ডাউনলোড করার উপায়

আসল ভিটমেট ডাউনলোড করব কিভাবে? অরিজিনাল ভিটমেট ডাউনলোড করা কি খুবই কঠিন? যারা এমন প্রশ্ন করেন তাদেরকে বলব– আপনি যদি চোখ কান খোলা রেখে এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার টি খুঁজে বেড়ান তাহলে অবশ্যই অরিজিনাল অর্থাৎ আসল ভিটমেট ডাউনলোড করে নেওয়াটা খুবই সহজ। এর জন্য প্রথমত আপনাকে অরিজিনাল ভিটমেট এর অফিসিয়াল ওয়েবসাইট খুঁজে বের করতে হবে। এরপর সেই ওয়েবসাইটে থাকা এপিকে ফাইল খুঁজে নিয়ে আপনি খুব সহজেই আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপে ইন্সটল করতে পারবেন উক্ত অ্যাপসটি। ঠিক একইভাবে মোবাইল ফোন থেকেও আপনি ভিটমেট সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন।

আসল ভিটমেট চেনার উপায়

এখন কথা হচ্ছে, আসল ভিটমেট চেনার কি অন্য কোন উপায় রয়েছে? আসল এবং নকলের মধ্যে কি কোন পার্থক্য খুঁজে পাওয়া সম্ভব নয় এই মোবাইল অ্যাপ্লিকেশনটি ইন্সটল করার ক্ষেত্রে! এই ধরনের প্রশ্ন আহরহ এসেই থাকে ইউজারদের মনে, কেননা ইতিমধ্যে আমরা বলেছি– বর্তমানে অসংখ্য ফেক vidmate অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি হবার কারণে ইউজাররা এমন দ্বিধার পরে থাকেন।

তবে হ্যাঁ, যদি শুধুমাত্র কয়েকটা উপায় ফলো করে vidmate অ্যাপ্লিকেশন সফটওয়্যার সহ যেকোনো সফটওয়্যার এর আসল apk file ডাউনলোড করতে চান, তাহলে আমাদের দেওয়া টিপস গুলো অবশ্যই কাজে আসবে। এর জন্য পরবর্তী পয়েন্টের ধাপগুলো অনুসরণ করুন। আর হ্যাঁ আপনি যদি অনলাইন ইনকাম, টিপস ও ট্রিকস সহ এই ধরনের আর্জিকেলের নোটিফিকেশন পেতে চান তাহলে আমাদের ডেইলি স্মার্ট টিপস ডট কম ওয়েবসাইটের সাথেই থাকুন।

আসল ভিটমেট চেনার উপায়

কেননা আমাদের ওয়েবসাইটে আমরা নিয়মিত, ইউজারদের আবহের কথা চিন্তা করে এমন গুরুত্বপূর্ণ পোস্ট পাবলিশ করে থাকি। যেগুলোর ভাষা একেবারেই ইউজার ফ্রেন্ডলি এবং বিষয়গুলো অত্যন্ত সাবলীলভাবে উপস্থাপন করা। আশা করি আমাদের ডেইলি স্মার্ট টিপস আপনাদের প্রাত্যহিক জীবনের প্রয়োজনীয় এই বিষয়গুলো সম্পর্কে জানতে অনেক বেশি সাহায্য করবে। তাহলে আসল কথা না বাড়িয়ে এবার জেনে নেই অরিজিনাল ভিটমেট ডাউনলোড করার সঠিক প্রক্রিয়া কিভাবে আসল vidmate ডাউনলোড করতে হয় সেই কৌশল বা পদ্ধতি সম্পর্কে।

আসল ভিটমেট ডাউনলোড করার প্রক্রিয়া

আসলে ভিটমেট সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য যে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে আপনাকে–

  • প্রথমত: গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে ভিটমেট এপিকে ডাউনলোড।
  • দ্বিতীয়ত: সরাসরি ভিজিট করতে হবে প্রথম সাজেস্ট কৃত ওয়েবসাইটটি।
  • তৃতীয়ত: ওয়েবসাইটে প্রবেশ করার পর আসল vidmate অ্যাপ এর যেকোনো একটি ভার্সন চুজ করতে হবে।

আর পরবর্তীতে আপনি ভিটমেট এপিকে ডাউনলোড করে ফেলতে পারবেন যেটা একেবারে অরিজিনাল অর্থাৎ আসল ভিটমেট অ্যাপ্লিকেশন সফটওয়্যার।

তবে হ্যাঁ গুগল প্লে স্টোরে মূলত এই একই ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার শো করে। যেগুলো ফেক। এক্ষেত্রে অবশ্যই আপনাকে রিসার্চ করতে হবে। কেননা ফেক অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো হুবহু দেখতে একই রকম হয়ে থাকে। তবে হ্যাঁ একটা বিষয় লক্ষ্য রাখতে পারেন, সেটা হচ্ছে যেহেতু এই ভিটমেট সফটওয়্যারটি খুবই জনপ্রিয় তাই স্বাভাবিকভাবেই এর রিভিউ, ডাউনলোড সংখ্যা অন্যান্য অ্যাপস গুলো থেকে অতিরিক্ত বেশি হয়ে থাকবে। তাই এই দিকটা লক্ষ্য রেখে বাছাই করতে পারেন আসল vidmate মোবাইল অ্যাপসটি।

আসল ভিটমেট এপিকে ফাইল

ইতিমধ্যে আমরা বলেছি আসল ভিটমেট এপিকে ফাইল খুঁজে পেতে চাইলে প্রথমত অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং অবশ্যই যে বিষয়গুলো নজরে রাখতে হবে সেগুলো হলো:-

  • আপনি যে ভিটমেট অ্যাপস টি ইন্সটল করেছেন সেটা আসল vidmate apk কি নয় তা পরীক্ষা করার জন্য এটা মিলাতে হবে যে, সেটি এন্ড্রয়েড মোবাইলে সাপোর্টেড কি না। কেননা সাধারণত ভিটমেট অ্যাপটি মোবাইল ফোনের জন্য এ পি কে আকারে প্রকাশ করা হয়।
  • কিছু কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলো vidmate app টি ইন্সটল করার জন্য অফার করে থাকে। যারা ধোঁকাবাজ নয়। আবার ধোকা মুক্তও নয়। মানে ঐ সকল ওয়েবসাইটের মধ্যে কিছু ওয়েবসাইট রয়েছে যারা সত্যি সত্যি আপনাকে এপিকে ফাইল দিয়ে সাহায্য করবে আর কিছু ওয়েবসাইট রয়েছে যারা তাদের কাজ হাসিল করে নেবে। তাই ঐ সকল থার্ড পার্টি ওয়েবসাইট থেকে দূরে থাকাটাই উত্তম। আর যদিও বা তাদের থেকে এপিকে ফাইল সংগ্রহ করতে চান তাহলে সতর্কতা অবলম্বন করতে হবে। এজন্য সম্পূর্ণ তথ্য  সংগ্রহ করুন, একটি ভাইরাস স্ক্যানার ব্যবহার করে এক্সট্র্যাক্ট করা ফাইলটি স্ক্যান করুন। যাতে করে আপনি ভাইরাস মুক্ত আসুন vidmate অ্যাপটি সহজেই ডাউনলোড করে নিতে পারেন।
  • থার্ড পার্টি ওয়েবসাইট গুলোর মত ঝাম মুক্ত নয় এমন অ্যাপসও রয়েছে, যেগুলো আপনার ডিভাইস এ একবার ইন্সটল করলেই তারা ম্যালওয়্যার প্রবেশ করিয়ে আপনার সবকিছু হ্যাক করে নেওয়ার প্রচেষ্টা চালাতে পারে। তাই অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড করুন। পাশাপাশি স্ক্রিনিং টুল ব্যবহার করুন। যেটা ব্যবহার করে আপনি যেকোনো ধরনের অ্যাপ আপনার মোবাইলে ইন্সটল করতে পারবেন এবং তারা কোন প্রকার ক্ষতি করার সুযোগ পাবে না। কেননা কিছু কিছু এন্ড্রয়েড ফোনে এই ধরনের সিস্টেম চালু থাকে আর তাই অ্যাপস ইনস্টল করার পূর্বে স্ক্রিনিং টুল সাজেস্ট করা হয়, যেটা থাকলে শুধু ভিটমেট কেন, যেকোন অ্যাপস আপনি নিঃসন্দেহে ইন্সটল করতে পারবেন।

আলোচনার এ পর্যায়ে আমরা ধারাবাহিকভাবে তুলে ধরব, অ্যান্ড্রয়েড বাই স্মার্টফোনে আসল ভিটমেট ডাউনলোড করার ধাপসমূহ, কম্পিউটার এবং জিও ফোনে অরিজিনাল vidmate ডাউনলোড করার কৌশল সমূহ। তাই মনেযোগ সহকারে নিজের পয়েন্টগুলো এক নজরে দেখে নিন। পাশাপাশি আরো করতে পারেন:-

অ্যান্ড্রয়েডের জন্য আসল ভিটমেট ডাউনলোড করার কৌশল

  • প্রথমত: ব্রাউজার ওপেন কর
  • দ্বিতীয়ত: ভিটমেট লিখুন সার্চ বক্সে।
  • তৃতীয়ত: সার্চ বাটনে ক্লিক করুন
  • চতুর্থত: সার্চ রেজাল্ট এর মধ্য থেকে ভিটমেট অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
  • পঞ্চমত: vidmate অ্যাপস এর লোগোসহ অফিসিয়াল ডাউনলোড লেখায় ক্লিক করুন।
  • ষষ্ঠমত: অপেক্ষা করুন কিছুক্ষণ। মানে যতক্ষণ পর্যন্ত ডাউনলোড প্রক্রিয়াটি সম্পূর্ণ না হয়।
  • সপ্তমত: ডাউনলোড হওয়ার পরবর্তীতে ইন্সটল অপশন থেকে ইন্সটল করে নিন।

বিশেষ দ্রষ্টব্য: আপনি চাইলে আমাদের উল্লেখিত লিংক থেকে সরাসরি ভিটমেট অ্যাপসটি ইন্সটল করতে পারবেন। তাই এখনই ক্লিক করুন– এই লিংকে.

কম্পিউটারের জন্য ভিটমেট ডাউনলোড অ্যাপস

আপনি নিশ্চয়ই এটা জানবেন যে, কম্পিউটারে যদি কোন অ্যাপস ইনস্টল করতে হয় তাহলে অবশ্যই ব্লুলট্যাক্স ডাউনলোড করার প্রয়োজন পড়ে। তাই আপনি যদি কম্পিউটারে ভিটমেট ডাউনলোড করতে চান সে ক্ষেত্রে আপনাকে ধারাবাহিকভাবে যে কাজগুলো করতে হবে, সেগুলো হলো:-

  • প্রথমত: কম্পিউটার ব্রাউজার ওপেন করতে হবে এবং সার্চ অপশনে গিয়ে লিখতে হবে বুলুসট্যাক্স। 
  • দ্বিতীয়ত: ডাউনলোড করতে হবে এটি
  • তৃতীয়ত: ডাউনলোড প্রক্রিয়ার সম্পূর্ণ ব্লুসট্যাক্স ইনস্টল করে নিতে হবে
  • চতুর্থত: সার্চ করতে হবে ভিটমেট সফটওয়্যার
  • পঞ্চমত: vidmate এর অরিজিনাল অফিসিয়াল পেজটি ওপেন করতে হবে
  • ষষ্ঠমত: ক্লিক করতে হবে ডাউনলোড অপশনটিতে
  • সপ্তমত: ডাউনলোড প্রক্রিয়া সম্পন্ন হলে ইন্সটল কার্যক্রম শুরু করতে হবে।

ব্যাস পরবর্তীতে আপনি ভিটমেট ইউজ করতে পারবেন আপনার কম্পিউটার অথবা ল্যাপটপেও। 

জিও ফোনে আসল vidmate ডাউনলোড করার কৌশল

এ পর্যায়ে জানবো, কিভাবে জিও ফোনে আসল অর্থাৎ অরিজিনাল ভিটমেট ডাউনলোড করা যায়। আপনি যদি আপনার জিও ফোনে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে চান তাহলে নিচের এই ধাপগুলো সম্পন্ন করতে হবে। যথা:-

  • প্রথমত: জিও মোবাইলের ব্রাউজার অপশনে গিয়ে সার্চ করতে হবে ভিটমেট ডাউনলোড লিখে
  • দ্বিতীয়ত: খুঁজে বের করতে হবে আসল এপিকে ফাইল
  • তৃতীয়ত: ডাউনলোড করতে হবে এপিকে ফাইলটি
  • চতুর্থত: vidmate ওপেন করার জন্য omnisd ব্যবহার করতে হবে।
  • পঞ্চমত: ইন্সটল বাটনে ক্লিক করতে হবে
  • সপ্তমত: ইন্সটল প্রক্রিয়া সম্পন্ন হলে ওপেন করতে হবে ব্যাস। পরবর্তীতে আপনি ব্যবহার করতে পারবেন উক্ত অ্যাপসটি। 

Vidmate ব্যবহারের সুবিধা-অসুবিধা

প্রত্যেকটা জিনিসেরই ভালো-মন্দ দুইটি দিক থেকে থাকে। আর তাই স্বাভাবিকভাবে ভিটমেট ব্যবহারের সুবিধা সমূহ থাকার পাশাপাশি অসুবিধা থাকবে এটা অনেকেই বিশ্বাস করেন বা কখনো না কখনো মনেও করেছেন। তবে সত্যি বলতে ভিটমেট ব্যবহারের কোন অসুবিধা নেই বললেই চলে। তবে এর সুবিধা গুলো হলো:-

  • ইন্টারনেট কানেকশন স্লো থাকাকালীন সময়ে এটি ব্যবহার করা যায় এবং ইন্টারনেট স্পিড বৃদ্ধি পায়।
  • Youtube facebook instagram যে কোনো মিডিয়ার ভিডিও ডাউনলোড করা যায় অতি সহজেই
  • ভিডিও অথবা অডিওর যেকোনো ভার্সন কোয়ালিটি সিলেক্ট করার অপশন থেকে থাকে
  • এই একটি অ্যাপ ব্যবহার করার মাধ্যমে অনেকগুলো অ্যাপস ব্যবহার করা যায়
  • ইন্টারনেট খরচ খুবই স্বল্প, আর তাই যারা ডাটা বা ইন্টারনেট কানেকশন ব্যবহারে সীমিত তাদের জন্য এটি খুবই উপযোগী। 

এবার আসুন আলোচনার শেষ মুহূর্তে জেনে নেই ভিটমেট ডাউনলোড সম্পর্কিত নানা প্রশ্নের উত্তর সম্পর্কে। আশা করছি আমাদের আলোচনার মাধ্যমে আপনি খুব সহজেই অরিজিনাল ভিটমেট ডাউনলোড করতে পারবেন। 

Vidmate ডাউনলোড সম্পর্কিত প্রশ্ন উত্তর

১. ভিটমেট অ্যাপস কি বৈধ?

সমাধান: ভারত চীন সীমান্ত উত্তেজনার পরিপ্রেক্ষিতে ভারতের নিষিদ্ধ প্রায় ৫৯টি চেনা মোবাইল অ্যাপের মধ্যে একটি হচ্ছে ভিটমেট। চীনা অ্যাপগুলি মূলত গোপনীয়তা বজায় রাখতে পারেনি এবং ভারতের বাইরে অবস্থিত সাভার খুলতে তাদের ডেটা ভাগ শেয়ার করেছে। আর এটার পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই বুঝতে পারবেন ভিটমেট অ্যাপস টি আসলে বৈধ নাকি অবৈধ!

২. Vidmate অ্যাপটি ফ্রিতে চালানো যায়?

সমাধান: হ্যাঁ

৪. ভিটমেট অ্যাপ ব্যবহার করতে কত টাকা লাগে?

সমাধান: এটি সম্পূর্ণ একটি ফ্রি সফটওয়্যার, আর তাই ভিটমেট অ্যাপ ব্যবহারে কোন টাকার প্রয়োজন পড়ে না। 

৫. Vidmate কি শুধুমাত্র মোবাইলে ব্যবহার করা যায়?

সমাধান: ভিটমেট মোবাইলের পাশাপাশি কম্পিউটার ল্যাপটপেও ব্যবহার করা যায়। আমরা মূলত আমাদের পোস্টে তিন ধরনের ডিভাইসের কথা উল্লেখ করেছি যেটা মনোযোগ সহকারে পড়লে অবশ্যই বুঝতে পারবেন।

৬. ভিটমেট যদি ফ্রি সফটওয়্যার হয় তাহলে এটার ইনকাম সোর্স কি?

সমাধান: ইনকাম সোর্স হচ্ছে অ্যাডস।

৭. ভিটমেট ব্যবহারে কি কোন সুবিধা আছে?

সমাধান: হ্যাঁ অবশ্যই রয়েছে। এটা জানতে আর্টিকেলটি আবারও মনোযোগ সহকারী পড়ুন। 

৮. ভিটমেট ব্যবহারের কি কোন অসুবিধা রয়েছে?

সমাধান: না তেমন কোন অসুবিধা নেই, তবে ভিটমেট অরিজিনাল টা ইন্সটল করার ক্ষেত্রে বিশেষভাবে নজর রাখা জরুরী। কেননা vidmate এর মত এখন অনেক ফেক অ্যাপস তৈরি হয়েছে অহরহ। 

৯. ভিটমেট কেন ব্যবহার করা দরকার?

সমাধান: ভিটমেট মূলত একমাত্র অ্যাপস যার মাধ্যমে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সহ সকল সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিও অডিও গুলো ডাউনলোড করা যায়। 

১০. Vidmate কি youtube এর মত?

সমাধান: ভিডমেট ব্যবহার করার সহজ এবং শক্তিশালী অ্যান্ড্রয়েড ভিডিও ডাউনলোডের জন্য খুবই কার্যকরী। এটিতে মূলত youtube instagram এর মত আরো কিছু চ্যানেল ব্যবহার করা যায়। তাই এটাকে শুধুমাত্র ইউটিউবের মতো বললে ভুল বলা হবে। 

পরিশেষে: তোর সুপ্রিয় পাঠক বন্ধুরা, আসল ভিটমেট ডাউনলোড করব কিভাবে? এ সম্পর্কিত আর্টিকেলের আলোচনা করব এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এবং যদি কোন মতামত থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *