প্রতিদিন ১০ ডলার আয়ের উপায় কিছু জেনে নিন শুধু ডাটা এন্ট্রি করে
আয়ের উৎস হিসেবে যদি এমন কাজের ব্যবস্থা থাকে, যা আপনি ঘরে বসেই করতে পারবেন! তবে কেমন হবে? নিশ্চয় ব্যাপারটা আপনার ক্ষেত্রে যথেষ্ট উপযোগী এবং অর্থবহ প্রভাব ফেলবে।তেমনই একটি সহজ কাজ নিয়ে হাজির হয়ে গেলাম। আমাদের আজকের আর্টিকেলের আলোচ্য বিষয় হলো শুধু ডাটা এন্ট্রি করে প্রতিদিন ১০ ডলার আয়ের উপায় সম্পর্কে জেনে নেওয়া। চলুন দেরি না করে শুরু করা যাক।
ডাটা এন্ট্রি কি?
একদম সহজ কথায় কোনো ডাটাকে সঠিকভাবে পরবর্তী কাজে ব্যবহার করা জন্য এন্ট্রি করে রাখা মানেই ডাটা এন্ট্রি। প্রোগ্রামের ডাটা স্প্রেডশিটে সরবরাহ করার এই প্রক্রিয়াকে বলা হয়ে থাকে ডাটা এন্ট্রি। এছাড়াও অনেক ডাটা এন্ট্রি স্পেশালিষ্ট ডকুমেন্ট স্ক্যান করা বা অডিও ফাইলকে লেখায় পরিণত করাকেও ডাটা এন্ট্রি হিসেবে গণ্য করেছেন।
ঘরে বসেই এই কাজটি করে আয় করতে হলে আপনাকে জানতে হবে সেই দরকারি ডাটাগুলি কিভাবে কালেক্ট করে এন্ট্রি করা যায়। স্থান থেকে অন্য স্থানে ডাটা ইনপুট করার এই খেলায় যার স্কিল যত বেশি হবে সে মান্থলি তত বেশি ইনকাম জেনারেট করতে পারবে। আপনিও কি এই পারার দলে থাকতে চান? তবে জেনে ডাটা এন্ট্রি কাজ করে আয় করার সম্পূর্ণ গাইডলাইন।
ডাটা এন্ট্রি কত প্রকার?
দিন যত গড়াচ্ছে ডাটা এন্ট্রি কাজের ধরণের লিষ্টও ততটা বাড়ছে। বলা যায় ডাটা এন্ট্রির কাজের ধরণের লিষ্টটা অনেক বড়। তবে কিছু গুরুত্বপূর্ণ প্রকারভেদ সম্পর্কে জানাতে চাই আজ। ডাটা এন্ট্রির প্রকারভেদগুলি নিচে উল্লেখ করা হলো।
- MS-excel data entry
- Spelling checking
- Paper documentation
- Job posting
- Translation
- Data conversation
- Database creation
দেখলেন তো ডাটা এন্ট্রির কাজ কত ধরণের হতে পারে। আপনি চাইলে এর যেকোনো একটি মাধ্যমকে পুঁজি করে নিজের হাতখরচের টাকাটা জোগাড় করে ফেলতে পারেন।
ডাটা এন্ট্রি কিভাবে শিখবো?
ডাটা এন্ট্রির কাজ ফ্রিল্যান্সিং জগতে সবচেয়ে সহজ কাজ। সুতরাং যেকেউ এই কাজ শুরু করতে পারেন। এই পর্যায়ে আমরা জানবো ডাটা এন্ট্রির কাজ কিভাবে শুরু করবেন সে-ব্যাপারে৷
- ডাটা এন্ট্রিতে সফল হতে সবার আগে কম্পিউটারের ব্যাসিক ধারণা এবং ফাস্ট কীবোর্ড টাইপিং স্কিল ডেভেলপ করে নিন।
- ইউটিউব এবং গুগলের সাহায্য নিয়ে একটি নির্দিষ্ট টপিকের উপর ডাটা এন্ট্রির কাজ প্র্যাকটিস করা শুরু করুন।
- অনলাইন ডাটা এন্ট্রির কাজ খুঁজে ফ্রিতে কাজ করে দেবার বদলে কারো সাথে থেকে কাজটির গাইডলাইন আদায় করে নিন।
- সরাসরি মার্কেটপ্লেসে পোর্টফোলিও নিয়ে প্রবেশ করুন।
- অনলাইনের পাশাপাশি বিভিন্ন অফলাইন অফিসে ডাটা এন্ট্রি ওয়ার্কার হিসেবে আবেদন করে রাখুন।
ডাটা এন্ট্রি কাজের সুবিধাগুলি কি কি?
- কপি করে পেস্ট করা ডাটা এন্ট্রির কাজসহ এই সেক্টরের প্রতিটি কাজ অনেক সহজ। তাই দ্রুত রপ্ত করতে পারবেন।
- ডাটা এন্ট্রি করতে গিয়ে অনেক গুরুত্বপূর্ণ এবং অজানা তথ্য সম্পর্কে জানতে পারবেন।
- ডাটা এন্ট্রি করতে গিয়ে বিভিন্ন রিসার্চ করাকালীন বেশ কিছু স্কিল ডেভেলপ করার সুযোগ পাবেন৷
- ঘরে বসে আয় করার সুযোগ থাকছে।
- হাতে থাকা মোবাইল দিয়েও ডাটা এন্ট্রির মাধ্যমে ইনকাম করার সুযোগ রয়েছে।
- এই কাজের চাহিদা বেশি থাকায় সবসময় কাজ পাবেন।
- নিজেকে দক্ষ ডাটা এন্ট্রি স্পেশালিষ্ট হিসেবে গড়ে তুলতে পারলে বড় বড় অফলাইন কোম্পানিতে ডাটা এন্ট্রির কাজ করার সুযোগ পাবেন।
- অবসর সময়কে কাজে লাগিয়ে ইনকাম করার সুযোগ রয়েছে।
ডাটা এন্ট্রি কাজে কি কি লাগে?
ডাটা এন্ট্রি কাজে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং দরকারি সম্বল হলো স্কিল থাকা। বিশেষ করে টাইপিং স্পিড। চলুন জেনে নিই ডাটা এন্ট্রি কাজে কি কি লাগে সে-সম্পর্কে।
- কম্পিউটার সম্পর্কে বেশ ভালোভাবে জ্ঞান অর্জন করতে হবে।
- কম্পিউটারের একটি নির্ধারিত সফটওয়্যার এর মধ্যে ডাটা গুলোকে খুঁজে বের করতে হবে।
- ভালো ইন্টারনেট কানেকশন নিশ্চিত করতে হবে।
- নেট স্পিডের অবস্থা ভালো হতে হবে।
- প্রচুর সময় দেওয়ার মন-মানসিকতা থাকতে হবে।
- ভালো ইংরেজি জানতে হবে।
- ডাটা সম্পর্কে আইডিয়া থাকতে হবে।
- একটি প্রফেশনাল ইমেইল থাকতে হবে।
- বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে একাউন্ট তৈরি করা অবস্থায় থাকতে হবে।
ডাটা এন্ট্রি কাজে কি কি যোগ্যতা লাগে?
প্রতিটি কাজের জন্যেই কিছু না কিছু যোগ্যতার প্রয়োজন। ডাটা এন্ট্রির কাজ একেবারে সহজ মনে হলেও এক্ষেত্রে কিছু যোগ্যতা আপনার থাকতেই হবে। চলুন জেনে নিই ডাটা এন্ট্রি কাজে কি কি যোগ্যতা লাগে সে-সম্পর্কে।
ডাটা এন্ট্রির কাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যোগ্যতাটি সেটি হলো টাইপিং এক্সপেরিয়েন্স। টাইপিং আমার সবাই করতে জানি। কিন্তু সাধারণ জানা এবং প্রফেশনাল জানার মাঝেও রয়েছে তুমুল পার্থক্য।
ডাটা এন্ট্রি করে ইনকাম করার আগে আপনাকে একজন দক্ষ টাইপিস্ট হিসেবে গড়ে তুলবে হবে। নতুবা কাজের কোয়ালিটি যেমন খারাপ হবে তেমনই ধীরগতির কাজের জন্য কোনো মজাই পাবেন না কাজে।
কম্পিউটার টাইপিং এবং এর ব্যবহার সম্পর্কে আপনার জানতে হবে। ফাইল সেভ করা, ডিলিট করা, এডিট করা এসব বিষয়ে না জানলে আপনি কখনোই ডাটা এন্ট্রির কাজ করতে পারবেন না। এছাড়াও শিটের ব্যবহারও আপনাকে জানতে হবে।
ডাটা এন্ট্রি কাজের ওয়েবসাইটগুলি কি কি?
ডাটা এন্ট্রি কাজের ওয়েবসাইটের পরিমাণ কিন্তু খুব একটা কম না! এসব ওয়েবসাইট ব্যবহার করে আপনিও এই কাজ শুরু করে দিতে পারেন। ওয়েবসাইটগুলি হল:
Amazon Mechanical Turk
এখানে বিভিন্ন টাস্ক থাকে। যা আপনাকে পূরণ করতে হবে। যে যে সেক্টরে দক্ষ সে সেই সেক্টরে কাজ করার সুযোগ পাবে। যদিও এতে আয় করা যায় খুবই কম।
Capital Typing
এটি একটি আমেরিকান সংস্থা যা বিভিন্ন অফিসিয়াল সার্ভিসের সাথে একজন ডাটা এন্ট্রি করতে চাওয়া ওয়ার্কারকে কাজের সুযোগ দিয়ে থাকে।
Clickworker
যারা লেখালেখি, অনুবাদ ও গবেষণা রিলেটেড ডাটা এন্ট্রির কাজ করতে চান তারা এই ওয়েবসাইটিতে কাজ করে ইনকাম জেনারেট করতে পারেন।
DataPlus+
যারা দিনে ছয় থেকে সাত ঘণ্টা ডাটা এন্ট্রির কাজ করতে পারবেন বলে মনে হচ্ছে এই ওয়েবসাইটটি তাদের জন্য সবসময় খোলা। কম্পিউটারে ভালো টাইপিং স্পিড থাকলে আপনিও এই ওয়েবসাইটটিতে কাজে সুযোগ পাবেন।
মোবাইলে ডাটা এন্ট্রি করে কিভাবে আয় করবো?
আপনি যদি ডাটা এন্ট্রির কাজটি সঠিকভাবে করতে চান তবে অবশ্যই আপনার একটি কম্পিউটার থাকতে হবে। তবে অনেকসময় অনেকের কম্পিউটার থাকে না বা কেনার পরিস্থিতি থাকে না। এক্ষেত্রে চাইলে মোবাইল দিয়েও ডাটা এন্ট্রির কাজ করা যাবে। ডাটা এন্ট্রির কাজ মোবাইল দিয়ে করার কিছু কাজ রয়েছে। এগুলি হলো:
- অনলাইন ডাটা এন্ট্রি
- অফলাইন ডাটা এন্ট্রি
- স্ক্র্যাপিং ডাটা এন্ট্রি কাজ
- ডাটা রিসার্সের কাজ
- প্রাইমারি ডাটা এন্ট্রির কাজ
- ডাটা মাইনিংয়ের কাজ
- ডাটা কনভার্সনের কাজ
ডাটা এন্ট্রি জব কোথায় পাবো?
ডাটা এন্ট্রির কাজ পেতে উপরের ওয়েবসাইটগুলিতে চোখ রাখতে পারেন। পাশাপাশি ফাউভার, আপওয়ার্কে আলাদা আলাদা গিগ খুলে ডাটা এন্ট্রির কাজ পেতে পারেন। এক্ষেত্রে অবশ্যই আপনার স্কিল থাকতে হবে। স্কিল না থাকলে ডাটা এন্ট্রির মতো কাজও এই সেক্টরে পাবেন না। পাশাপাশি কিছু লোকাল ক্লায়েন্ট ম্যানজ করার চেষ্টা করতে পারেন। এক্ষেত্রে সোশ্যাল মিডিয়া, অফলাইন ক্লায়েন্টের সাহায্য নিতে পারেন। সেই সাথে কোনো লোকাল অফিসে যদি ডাটা এন্ট্রি ওয়ার্কারের প্রয়োজন পড়ে তবে তাতে আবেদন করে রাখতে পারেন।
ইতি কথা
কেমন লাগলো আমাদের আজকের এই ডাটা এন্ট্রি রিলেটে সম্পূর্ণ গাইডলাইন সম্বলিত আর্টিকেলটি? আশা করি একজন ফিউচার ডাটা এন্ট্রি স্পেশালিষ্ট হিসেবে আপনিও নিজেকে গড়ে ব্রতে ব্রতী হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন! হ্যাপি রিসার্চিং!
One Comment