অনলাইন ইনকাম
|

মোবাইল দিয়ে অনলাইনে ইনকাম করার ১০টি সহজ উপায়

টাকা ইনকাম করার পথ তো অনেকেই খুঁজে থাকেন। এটি যদি হয় হাতের কাছে থাকা মোবাইলের সাহায্য তাহলে কেমন হয়? নিশ্চয় ভালো হয়! মোবাইল দিয়ে ইনকাম করার ব্যাপারটা অনেকের কাছে খুব বেশি কাল্পনিক মনে হলেও এর কিন্তু শতভাগ সত্যতা রয়েছে। এমনকি চাইলে যে কেউ গুরুত্বপূর্ণ স্কিল ডেভেলপমেন্ট করেই মোবাইলের সাহায্যে কাজ করা শুরু করে দিতে পারে। আজ আমরা জানবো মোবাইল দিয়ে অনলাইনে ইনকাম করার ১০টি সহজ উপায় সম্পর্কে। চলুন তবে মূল আলোচনায় যাওয়া যাক এবং জানা যাক আজ আমরা কোন ১০টি সহজ উপায় সম্পর্কে আলোচনা করবো! 

অনলাইনে ইনকাম করার ১০টি সহজ উপায়

  • কন্টেন্ট রাইটিং করে ইনকাম
  • অ্যাফিলিয়েট মার্কেটিং ইনকাম
  • সিপিএ মার্কেটিং করে ইনকাম
  • টাইপিং করে ইনকাম
  • পিটিস এর কাজ করে ইনকাম 
  • ব্যানার ডিজাইনিং করে ইনকাম
  • অনলাইন বিজনেস করে ইনকাম
  • সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে ইনকাম
  • ফাইভারে রেফার করে ইনকাম
  • ফেইসবুক থেকে ইনকাম 
  • চলুন এবার এসব টেকনিক সম্পর্কে বিস্তারিত জেনে নিই। 
  • কন্টেন্ট রাইটিং করে ইনকাম

কন্টেন্ট রাইটিং করে ইনকাম

কন্টেন্ট রাইটিং বা লেখালেখির কাজের ক্ষেত্রে দক্ষতা এবং টাইপিং এ্যাপস থাকলেই হয়! আপনি চাইলে মোবাইল দ্বারা ঘরে বসেই কন্টেন্ট রাইটিং করে ইনকাম জেনারেট করতে পারেন। তবে এসইও সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে৷ মোবাইলে এসইও টেকনিক কন্টেন্টে এড করার মতো দক্ষতাও থাকতে হবে। তবে এই কাজটি অর্থ্যাৎ অন পেইজ এসইও এর কাজটি বেশিরভাগ সময়ই ক্লায়েন্টগণ করে থাকেন। কন্টেন্ট রাইটিং কাজের অর্ডার পেতে হলে আপনাকে ফাইভার এবং আপওয়ার্কসহ বিভিন্ন মার্কেটপ্লেসে একাউন্ট খুলতে হবে এবং নিজের সার্ভিসের মার্কেটিং করতে হবে। 

অ্যাফিলিয়েট মার্কেটিং ইনকাম

অ্যাফিলিয়েট মার্কেটিং হলো কোনো কোম্পানির সাথে কমিশন ভিত্তিতে কাজ করা। অনলাইনের ক্ষেত্রে প্রমোশন হিসেবে দরকার পড়ে অ্যাফিলিয়েট লিংকের৷ এই লিংক আপনাকে বিভিন্ন জায়গায় শেয়ার করতে হবে। ফলস্বরূপ আগ্রহী ক্রেতাগণ সেই লিংকে ক্লিক করে প্রোডাক্ট কিনবে এবং আপনি একটি নির্দিষ্ট অংশ পেয়ে যাবেন। বলে রাখা ভালো অ্যাফিলিয়েট মার্কেটিং কিন্তু হাতের কাছে থাকা মোবাইল দিয়েও করা সম্ভব। ঘরে বসে কোনো ঝামেলা ছাড়াই মাসে ৩০০-৪০০$ ইনকাম জেনারেট করার ক্ষেত্রে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মতো সোনায় সোহাগা অনলাইন কাজ আর কোনোটিই হতে পারে না। 

সিপিএ মার্কেটিং করে ইনকাম

সিপিএ মার্কেটিংয়ের কাজটাও কিছুটা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মতোই। সিপিএ মার্কেটিং এর ক্ষেত্রে প্রতিটি নির্দিষ্ট অ্যাকশন বা কাজ সম্পন্ন করলে তার বিনিময়ে আপনি একটি নির্দিষ্চ পরিমাণ কমিশন পেয়ে যাবেন। সিপিএ মার্কেটিংয়ের কাজের ভেতর নির্দিষ্ট ফরম পূরণ, ই–মেইল সাইনআপ, অ্যাপ ইনস্টল করাসহ আরও অনেক কাজই পড়তে পারে। নিজের পছন্দ মতো কাজ পছন্দ করে ঘরে বসেই তা করতে পারেন আপনিও। সিপিএ মার্কেটিং শুরু করার জন্য প্রয়োজন গুরুত্বপূর্ণ সিপিএ নেটওয়ার্ক। কাজ শুরু করার আগে প্রতিটি নেটওয়ার্কে নিবন্ধন না করলে কোনো পেমেন্টই আপনি পাবেন না। যারা সিপিএ মার্কেটিং করার কথা ভাবছেন তাদের শুরুতেই ম্যাক্সবাউন্টির মতো নেটওয়ার্কে চেষ্টা না করে যে নেটওয়ার্কগুলোতে সহজে কাজের অনুমতি পাওয়া যায় এমন নেটওয়ার্ক নিয়ো কাজ করা উচিত। এতে করে ইনকামটা ভালো হবে। 

টাইপিং করে ইনকাম

আপনার দক্ষতা অনুযায়ি মাসে ১ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে অনলাইন টাইপিং জব সবচেয়ে বেশি পারফেক্ট বলে আমি মনে করি। বিশেষ করে যাদের টাইপিং স্পিড বেশি তারা এই কাজটি করতে পারেন। অনলাইন টাইপিং জবের জন্য আপনার কম্পিউটারে ইংরেজি ও বাংলা বিশেষ করে ইউনিকোডে বাংলা লেখার মতো দক্ষতা এবং যোগ্যতা থাকা চাই৷ বলে রাখা ভালো নির্ভুলভাবে বাংলা বা ইংরেজি লেখায় পারদর্শি হতে না পারলে এই কাজ করে আপনি কোনো মজা পাবেন না। পাশাপাশি ইনকাম জেনারেট করার ব্যাপারটিও বেশ কঠিন মনে হতে পারে। কাজ করতে করতে আপনি যদি দুই থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা অর্জন করে ফেলতে পারেন তবে আপনি এই পেশাটিকে সরাসরি সিরিয়াস পেশা হিসেবে নিয়ে নিতে পারেন৷ যা সরাসরি মোবাইল ব্যবহার করেও সম্ভব! 

পিটিসি এর কাজ করে ইনকাম 

পিটিসি হলো এমন একটি ইনকাম সিস্টেম যেখানে বিভিন্ন সাইটে ছোট ছোট কিছু এড দেখা এবং সার্ভে পূরণ করার জন্য সেই ওয়েবসাইট হতে কিছু পরিমাণ অর্থ পেমেন্ট করা হয়ে থাকে প্রতিটি কর্মীকে। বলে রাখা ভালো এই সেক্টরে কাজ করতে বিশেষ কোনো অভিজ্ঞতা কিংবা দক্ষতা প্রয়োজন হয় না। যারা স্টুডেন্ট অথবা নিজের অবসর সময়ে কাজ করে ইনকাম জেনারেট করতে চান তাদের জন্য এই কাজটি পারফেক্টলি ম্যাচ করে। বিশেষ করে যাদের পিসি বা ল্যাপটপ নেই তাদের ক্ষেত্রে! ঘরে বসে মোবাইলের মাধ্যমে কাজটি করতে এ-সম্পর্কে বিস্তারিত জেনে নিন। 

ব্যানার ডিজাইনিং করে ইনকাম

ব্যনার ডিজাইন গুলো সাধারণত কম্পিউটারে করে থাকলেও আপনি চাইলে মোবাইল দিয়েও করতে পারেন। বর্তমান যুগে ব্যানার ডিজাইন এর অনেক চাহিদা থাকায় ধীরে ধীরে নিজের দক্ষতা বাড়াতে পারলে এই কাজ করেই আপনি আপনার হাত-খরচের টাকাটা উদ্ধার করে ফেলতে পারবেন। যারা ডিজাইনিং নিয়ে ফিউচারে কিছু করতে চান তারা ডিজাইন সম্পর্কে জানতেও কাজটি শুরু করতে পারেন। ইনকাম জেনারেট করাও হলো, আবার শেখাও হলো। ক্যানভাসহ বিভিন্ন ডিজাইনিং সফটওয়্যারের সাহায্যে এসব ব্যানার ডিজাইন করতে পারেন। পরবর্তীতে তা লোকাল মার্কেটে কিংবা বিভিন্ন অনলাইন ডিজাইন সেলিং সাইটে নিলামে তুলতে পারেন। 

অনলাইন বিজনেস করে ইনকাম

অনলাইন বিজনেস কিন্তু ঘরে বসেই করা সম্ভব। তাও আবার শুধু মোবাইল দিয়েই! আপনার আগ্রহ এবং পাশাপাশি পরিপূর্ণ দক্ষতা ও ধারণা থাকা একটি প্রোডাক্ট নিশ বা সার্ভিস নিশ সিলেক্ট করে তার উপর আপনি এই বিজনেস শুরু করতে পারেন। যারা নিজেদের সার্ভিস নিয়ে বিজনেস শুরু করবেন ভাবছেন তাদের ইনভেস্ট করার প্রয়োজন নেই। তবে যারা অনলাইন বিজনেস শুরু করার ক্ষেত্রে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের সেই প্রোডাক্ট কিনতে আগে ইনভেস্ট করতে হবে। আপনি যাদের মনে করছেন সম্ভাব্য গ্রাহক তারা কোন বিষয়কে প্রাধান্য দেয় সেই বিষয় নিয়ে সহযোগী কন্টেন্ট শেয়ার করুন বিভিন্ন মিডিয়ায়। আশা করি সফল হবেন৷ 

সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে ইনকাম

সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে ইনকাম করতে কোনো পিসি লাগে না। মোবাইল দিয়েই এই কাজ সম্ভব। সহজ ভাষায় বলতে গেলে একটি সামাজিক ব্যবস্থায় মার্কেটিং করাই হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। যা হাতে থাকা মোবাইল দ্বারাও করা সম্ভব। আপনি যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট এর বিষয় নিয়ে মার্কেটিং করতে চান তবে আপনাকে অবশ্যই সেই প্রোডাক্ট সম্পর্কে ধারণা নিয়ে, রিসার্চ করে, সঠিক সিস্টেমটা বের করতে হবে। এক্ষেত্রে আপনাকে কোর্সের শরণাপন্ন হতে হবে। 

ফাইভারে রেফার করে ইনকাম

প্রতিদিন হাজার হাজার Buyers & Sellers তাদের সার্ভিস সেল করে এই ফাইভারে। ফাইভার একাউন্ট কিন্তু মোবাইলের সাহায্যেও খোলা যায়। ফাইভারে রেফার করে ইনকাম জেনারেট করতে চাইলে আপনাকে তেমনি একটি একাউন্ট খুলে নিতে হবে। যদিও ফাইভারের রেফারাল প্রোগ্রামে যোগদানের জন্য আপনাকে সাইন-আপ ফর্ম পূরণ করার দরকার নেই। আপনি চাইলে কেবল আপনার অ্যাকাউন্ট থেকে রেফারেল প্রোগ্রামটি অ্যাক্সেস করতে পারেন এবং ইনকাম করতে পারেন। 

ফেইসবুক থেকে ইনকাম 

আপনি হয়তো জেনে থাকবেন মানুষ প্রতি আধ ঘন্টায় প্রায় ৩ বার একটি ফেইসবুক একাউন্টে লগইন করে থাকে তাও আবার মোবাইলে! একজন মানুষ নানা উপায়ে আয় করতে পারেন জনপ্রিয় ফেইসবুক সোশ্যাল মিডিয়া থেকে। নিজের একটি পরিচয় তৈরিতে, একটি স্বাধীন ব্যবসা করতে আপনি চাইলে ফেইসবুকের মাধ্যমে নিজের ব্যবসার মার্কেটিং করতে পারেন। আবার সে কারণে তৈরি করা পেইজ থেকেও ইনকাম জেনারেট করতে পারেন। আবার যেহেতু বর্তমানে অনেকেই ফেসবুক গ্রুপের মাধ্যমে পণ্য প্রমোট করতে চান, সেহেতু আপনিও এই সুযোগটাও কাজে লাগাতে পারেন। 

ইতি কথা

মোবাইলের মাধ্যমে ইনকাম করার মতো ১০ টি উপায় সম্পর্কে আজ আমরা জানলাম। দেরি না করে আজই পছন্দের সেক্টরটিতে কাজ শুরু করে দিন এবং ইনকাম জেনারেট করার সুযোগ লুফে নিন। হ্যাপি আর্নিং!

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *