বাংলাদেশে কোন গেম খেলে টাকা আয় করা যায় | গেম খেলে টাকা ইনকাম করার অ্যান্ড্রয়েড অ্যাপস
বাংলাদেশে কোন গেম খেলে টাকা আয় করা যায়– এ প্রশ্নের উত্তর হলো, বাংলাদেশ থেকে মূলত অনলাইন ভিত্তিক যে কোন খেলা খেলেই ইনকাম করা সম্ভব হয়। কেননা অনলাইনের বেশিরভাগ বড় কোম্পানিগুলো ব্যবসায়িক ক্ষেত্রে এত আয় করে না, যতটা ভিডিও গেম কোম্পানিগুলো আয় করে থাকে। আর তাইতো এক একটি ভিডিও গেমে কোন একটি কোম্পানি মিলিয়ন বিলিয়ন ডলার বাজেট বরাদ্দ রাখে।
অনলাইনে এখন এমন অনেক মাধ্যম রয়েছে টাকা ইনকাম করার। কেউ ফ্রিল্যান্সিং করছে, কেউবা করছে ইউটিউবিং। আবার এরই মাঝে গেম খেলেও ইনকাম করার বিষয়টি ব্যাপক সাড়া জাগিয়েছে। কেননা খেলার প্রতি বর্তমান তরুণ সমাজ এমনিতেই অনেক বেশি আকৃষ্ট। আর সেখান থেকে যেহেতু ইনকাম হচ্ছে তাহলে এর জনপ্রিয়তা আরো বাড়বে এটাই স্বাভাবিক। আর যত জনপ্রিয়তা বাড়বে ততই সেই গেমিং কোম্পানিগুলোর লাভ।
তবে সেগুলো যাই হয়ে থাকুক না কেন, এখন প্রশ্ন হলো- বাংলাদেশ থেকে সবচেয়ে কম সময়ে বেশি টাকা ইনকাম করা যায় কোন গেমগুলো খেলে? সুপ্রিয় দর্শক বন্ধুরা। আপনারা যারা এ বিষয়ে বিস্তারিত জানতে চান তারা অবশ্যই সম্পূর্ণ আর্টিকেল মনোযোগ সহকারে পড়ুন। কেননা আজ আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে আসুন শুরু করা যাক।
বাংলাদেশে কোন গেম খেলে টাকা আয় করা যায়?
বাংলাদেশ থেকে অনলাইনে মূলত সকল ধরনের গেম খেলারই সুযোগ-সুবিধা রয়েছে। কেননা অনলাইন ভিত্তিক গেমগুলো এখন উন্মুক্ত তাই সবাই খেলতে পারে। আর সে দেশের কোন মানুষ হোক বা বাইরের দেশের। বলা যায়, কোটি টাকা আয় করাও সম্ভব হয় গেম খেলে। তবে হ্যাঁ, যে বা যারা এ পর্যন্ত পরিশ্রম করে এক টাকা ইনকাম করেছেন তারা নিশ্চয়ই জানেন সেই পরিশ্রমের কষ্টটা ঠিক কতটা গভীর।
তাই স্বাভাবিকভাবে কেউ শুনলে গেম খেলে টাকা ইনকাম করাটা পানির মতো সস্তা মনে করতে পারেন। কিন্তু আপনি যেভাবেই টাকা ইনকাম করেন না কেন আপনাকে অবশ্যই সবটা শ্রম দিতে হবে। কেননা শুধু শুধু আপনি কোন কিছুই কখনো পাবেন না। একজন কৃষক যেমন মাটি চোষে তাতে বীজ রোপন করে পরবর্তীতে অনেক পরিশ্রম দিয়ে একটা নির্দিষ্ট সময় পর সোনালী ফসল ঘরে তুলতে পারে। ঠিক একইভাবে আপনি যদি গেম খেলে ইনকাম করতে চান তাহলে আপনাকেও ইনভেস্ট করতে হবে, শ্রম দিতে হবে।
এখানে শুধু পার্থক্য কাজের ধরনের। কেননা কৃষক তার কৃষি কাজের জন্য শারীরিক শ্রম দিয়েছে আর আপনাকে গেম খেলে ইনকাম করার জন্য মেধা শ্রম খাটাতে হবে। যার দুই-ই আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক। তবুও যারা গেম খেলে ইনকাম করার কথা ভাবছেন তারা অবশ্যই এই ব্যাপারে বিস্তারিত জেনে তবেই আগাবেন।
অনলাইনে যে সকল গেম খেলে টাকা ইনকাম করা যায়
আপনি চাইলে হাতে গোনা কয়েকটি গেম খেলে খুব অল্প সময়ের মধ্যে মোটামুটি ভালো এমাউন্টের টাকা ইনকাম করতে পারবেন। যেগুলো অনলাইন ভিত্তিক গেম। সেগুলো হলো:
- Pubg
- Arena of Valor
- Free Fire
- Mobile Legens
যে খেলা গুলোর সম্পর্কে আমরা সবাই কমবেশি পরিচিত। তাই আপনি চাইলে এই খেলা গুলো খেলেও ইনকাম করতে পারেন টাকা। তবে হ্যাঁ, এই চারটি খেলার মধ্যে বাংলাদেশের মানুষ পাবজি খেলে সব থেকে বেশি ইনকাম করে। তাই সবার প্রথমে আমরা আপনাদেরকে অনলাইনে ভিডিও গেম খেলে টাকা ইনকামের জন্য পাবজি খেলাকে সাজেস্ট করব। কেননা pubg এর মেইন কনটেস্ট গুলোতে ৬ মিলিয়ন ডলার অব্দি প্রাইজ মানি থাকে।
এরপর সাজেস্ট করব Arena of Valor, যে খেলাটি খেলে বাংলাদেশের ইউজাররা কন্টেস্ট থেকে মোটা পরিমান টাকা ইনকাম করতে সক্ষম হয়। তবে এই গেমাররা অনেক বেশি প্রফেশনাল হয়ে থাকে। কেননা আপনি যদি একেবারে প্রফেশনাল একজন গেমার না হন তাহলে এই খেলাটি খেলে ইনকাম করা আপনার জন্য সম্ভব হবে না। তবে একবার যদি এই খেলাকে আয়ত্ত করতে পারেন তাহলে কেল্লাফতে।
কেননা একটা কনটেস্ট জিতলেই আপনি ৬০ লক্ষ টাকার মালিক হয়ে যাবেন। তৃতীয় নাম্বারে রাখবো ফ্রী ফায়ার খেলা কে। মূলত সব থেকে কম সময়ের মধ্যে মানুষ ইনকাম করতে সক্ষম হচ্ছে এই খেলাটি খেলে। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে নিচের বিষয়গুলো এক নজরে দেখুন।
আরো পড়ুনঃ অনলাইনে ইনকাম করার উপায় ও জনপ্রিয় ওয়েবসাইট
সবচেয়ে কম সময়ে বেশি টাকা কোন গেম খেলে ইনকাম করা যায়
সবচেয়ে অল্প সময়ের মধ্যে আপনি যদি বেশি টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে মূলত পিসি গেম গুলোকে বেছে নিতে হবে। কেননা সেখানে ইউজারের সংখ্যা বেশি প্রফেশনাল গেমারের সংখ্যাও অনেক বেশি। তাই স্বাভাবিকভাবে তাদের তৈরি করার টুর্নামেন্ট বা স্থায়ী কোন কম্পিটিশন কনটেস্ট এর পার্টিসিপেন্ট ও প্রাইস মানিও পরিমাণে বেশি থাকবে এটাই স্বাভাবিক।
আপনি জানলে অবাক হবেন বাইরের এমন অনেক দেশ রয়েছে যেখানে গেম খেলেই মিলিয়ন পাউন্ড আয় করতে সক্ষম হচ্ছে মানুষ। আর তাই এখন বাইরের দেশের অনেকেই নিজেদের ক্যারিয়ার হিসেবে নিতেও আগ্রহী গেমিং পেশাকে।
আর তাছাড়াও অনলাইনে গেম খেলে শুধু যে অনলাইনে ইনকাম করা যায় এমনটা নয়। বছরে এমন অনেক বড় বড় গেমিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় যেখানে অংশগ্রহণ করে মাত্র কয়েক দিনের মধ্যেই মাথা নষ্ট করা টাকা ইনকাম করা সম্ভব। এমনই একটি প্রতিযোগিতা হচ্ছে এপিক ডট ল্যান। তাহলে আর দেরি কেন, আপনি যদি নিজেকে সেই উপযুক্ত পজিশনে নিয়ে যেতে পারেন তাহলে অবশ্যই আপনার জন্য আশীর্বাদ স্বরূপ হয়ে দেখা দেবে গেমিং ইনকাম মাধ্যমটি।
তবে মাথায় রাখবেন এর জন্য অবশ্যই আপনাকে ক্রিয়েটিভ মাইন্ডের হতে হবে। কেননা এই প্লাটফর্মে এমন অনেক দক্ষ গেমার রয়েছে যারা অনেক বেশি ক্রিয়েটিভ মাইন্ডের এবং বুদ্ধিমান। শুধু শুধু শখের বসে মূলত এই মাধ্যমকে ইনকামের একমাত্র রাস্তা মনে করাটা শুধুই বোকামি বই কি আর কিছুই নয়। তবে কনফিডেন্স থাকলে আপনি এই মাধ্যম কে কেন্দ্র করেও আগাতে পারেন ভবিষ্যতের জন্য।
অনলাইনে ভিডিও গেম খেলে টাকা আয় ২০২৩
বাংলাদেশে অবস্থান করে আপনি অনলাইনে সকল প্রকার ভিডিও গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন। আপনি হয়তো জানবেন লুডু গেম খেলে টাকা ইনকাম করা সম্ভব হচ্ছে অনলাইনেও। ক্যারাম খেলে টাকা আয় করা সম্ভব হচ্ছে অনলাইনের মাধ্যমেও। ঠিক একইভাবে আরো বিভিন্ন খেলা রয়েছে অনলাইনে যেগুলো অনেকটাই পাবজি, ফ্রী ফায়ার খেলার থেকে সহজ।
তবে যে খেলায় আপনি খেলুন না কেন অবশ্যই আপনাকে ইনকামের মাধ্যমগুলোর সম্পর্কে বিস্তারিত জানতে হবে। সেই সাথে প্রতিযোগীদের থেকে আপনাকে অনেক ট্যালেন্টেড হতে হবে। তাহলে আপনিও অনলাইনে ভিডিও গেম খেলে ইনকাম করতে পারবেন মোটা অ্যামাউন্টের টাকা।
মোবাইলে গেম খেলে টাকা ইনকাম করার গেমিং অ্যান্ড্রয়েড অ্যাপস
ল্যাপটপে ভিডিও গেম খেলার পাশাপাশি আপনি আপনার মোবাইলেও গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন। এক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে জনপ্রিয় গেমিং অ্যান্ড্রয়েড অ্যাপস গুলো হবে
- MPL – India’s Biggest Gaming App
- Hago
- Qureka: Play Quizzes & Learn
- Money Bingo Clash
- Yatzy Dice: Win cash
- Dream 11
- WinZo app
- WHAFF Rewards
- Big Time Cash – EARN BY PLAYING GAME
পরিশেষে: তো সুপ্রিয় পাঠক বন্ধুরা, বাংলাদেশে কোন গেম খেলে টাকা আয় করা যায় সে প্রশ্নের উত্তর নিশ্চয়ই আপনারা আজকের আর্টিকেল থেকে পেয়ে গেছেন। এর বাইরেও যদি কোন প্রশ্ন বা জানার বিষয়বস্তু থেকে থাকে আমাদের কমেন্ট করে জানান। পরবর্তীতে আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
One Comment